নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

এমাজউদ্দিন এক ভয়ংকর সত্য উন্মোচন করলেন!

০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৬



এমাজউদ্দিন স্যারকে বিশেষ ধন্যবাদ জানাই। তিনি জামায়াত সম্পর্কে যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন আর তা প্রকাশ্যে উচ্চারণ করেছেন এ ধন্যবাদ শুধু সে কারণে নয়।
এমাজউদ্দিন জামায়াত সম্পর্কে কথাগুলি বলে একই সাথে বিএনপির স্বরূপ উন্মোচন করেছেন। বিএনপি আর শাক দিয়ে মাছ ঢাকার বা বরাবরের মত কুট চালে প্রসঙ্গ এড়ানোর সুযোগ পাচ্ছে না। ফলাফলটিও এসেছে তাৎক্ষনিক। মির্জা ফখরুল বলেই দিয়েছেন ওটা বিএনপির কথা নয়। তার মানে হল, এবার ধোঁয়াশাটা কাটাতে বিএনপি বাধ্য হল। জামায়াতকে তারা কখনোই তালাক দিবে না। এটা স্পষ্ট হল।
বিএনপি যে কখনোই জামায়াতকে তালাক দিতে পারবে না এটা পূর্ব থেকেই অনুমিত। প্রয়োজন ছিল প্রকাশ্য প্রমাণ। এবারে সেটা সামনে এলো।

মঙ্গলবার এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে বলেছেন, ‘জাতীয় ঐক্য গড়ার ক্ষেত্রে অসুবিধা একটি রাজনৈতিক দল। সরকার চাইলে যে কোনও মুহূর্তে ওই দলটিকে নিষিদ্ধ করতে পারে। দেশের বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সিদ্ধান্ত নিয়েছেন ২০ দলের মধ্যে এ দলটিকে আর রাখার কোনও প্রয়োজন নেই। দলটি এখন বোঝায় পরিণত হয়েছে। এটি এখন আর সম্পদ নয়।’
তার এমন বক্তব্যের পর দেশ জুড়ে সাধারণ মানুষ বিশেষ করে বিএনপির প্রতি সহানুভূতিশীল মানুষ সুস্থির নিশ্বাস ফেলেছিলেন এই ভেবে যে, এতদিন পরে হয়ত বিএনপি নেতৃত্বের বোধোদয় হল। কেননা এমাজ উদ্দিন প্রকারান্তরে দল মত নির্বিশেষে সকলের মতামতকেই এক কথায় তুলে ধরেছিলেন। কিন্তু বিধি বাম, এমাজউদ্দিনের বিবৃতি প্রদানের অব্যবহিত পরেই জামায়াতে ইসলামী কঠোর ভাষায় গণমাধ্যমে একটি বিবৃতি পাঠায়। ওই বিবৃতিতে এমাজউদ্দীনের বক্তব্য প্রত্যাহার করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অযাচিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। অন্যথায় জনগণ ধরে নিতে বাধ্য হবে তিনি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আলো ও অন্ধকারের খেলায় লিপ্ত রয়েছেন।

বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মোঃ. তাহের বলেন, ২০-দলীয় জোট এমাজউদ্দীন আহমদকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়নি। জোটের পক্ষ থেকে কোনও কথা বলার অধিকার তার নেই। তিনি সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত ও অযাচিত আচরণ করছেন। সূত্র: যুগান্তর৪/৮/১৬

জামায়াতের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যে তোলপাড় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। বিভিন্ন দলের নেতারা এর বিরুদ্ধে উষ্মা প্রকাশ করছেন। সেটা তো স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এর মধ্য দিয়ে যে ভয়ংকর দিকটা উন্মোচিত হল তা হচ্ছে, জামায়াত নিজেদের এখনো পূর্বের মতই সমান গ্রহণযোগ্য ও ক্ষমতাশীল একটি রাজনৈতিক দল বলেই মনে করে। আর বিএনপিও স্পষ্ট করে দিয়েছে জামায়াতের সাথে তাদের যুগলবন্দী ঠুনকো নয়। আর ওটা কোন কারণেই ভাঙ্গারও নয়। এ তো গেল বিপদের এক দিক।
বিপদের দ্বিতীয় যে দিকটি উন্মোচিত হল। তা হচ্ছে, জামায়াত নিষিদ্ধ হচ্ছে না এটাও স্পষ্ট হল। কেননা এ প্রসঙ্গে জানতে চাইলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বুধবার যুগান্তরকে বলেন, ‘আমরা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার জন্য কোনও আইন করছি না। তবে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে যাতে জামায়াতে ইসলামীর বিচার করা যায় সে লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট সংশোধনের উদ্যোগ নিয়েছি। এটি এখন মন্ত্রীপরিষদ বিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।’সূত্র:- ঐ
অতএব একইসাথে এটাও স্পষ্ট হল যে, বাংলাদেশের রাজনীতির খেলায় জামায়াত নামক তুরুপের তাসখানা থেকেই যাচ্ছে। বিদগ্ধজনেরা জামায়াতের এমন ঔদ্ধত্য প্রদর্শনের সাহস দেখে আশ্চর্য হচ্ছেন। তারা কি এটা দেখতে পান না যে, অন্তরালে জামায়াত নয় বড় দুই দলই বরং জামায়াত তোষণে ব্যস্ত! তাহলে তারা ঔদ্ধত্য দেখাবে না কেন?

বিএনপি শত দোষে দুষ্ট আর তারা এখন ক্ষমতায় নেই বলে আমরা তা অহরহ বলেও যাচ্ছি কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় আমরা কি বলতে পারছি জামায়াত ইস্যুতে তারা যা করছে সেটাকে আসলে কি বলা যায়। আমরা জানি অথচ বলতে পারছি না। তার কারণ আমরা যারা আওয়ামীলীগ বেচে খাই, আমরা যারা আওয়ামীলীগের ক্ষমতার বেনিফিসিয়ারী তারা নিজেদের পকেটের দিকে আগে তাকাই।
আর যারা শুধুমাত্র দেশকে ভালবেসে আওয়ামীলীগকে সমর্থন জুগিয়ে যাচ্ছে তারাও বলতে পারছি না কারণ কখন যে কোন কথায় নেতার মানহানি হয়ে যায়! সেই ভয়ে।
আমাদের তো পেছনে কোন খুঁটিরই জোড় নেই। তাই বলছি না, কেবল শঙ্কায় মরে যাই। হায় আমরা ভাল না বেসেও মার খাই, আবার ভালবেসেও শঙ্কায় মরে যাই। ভালবাসার এ দানও তো কম কিছু নয়!
দুর্ভাগ্য আমাদের, অপ্রিয়কে তো তাও অভিশাপ দেয়া যায় কিন্তু প্রিয়কে নিয়ে কি করি?
[email protected]

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৬

মশিউর বেষ্ট বলেছেন: বিএনপি র কড়া ডোজ জামাত তার চেয়ে কড়া ডোজ জঙ্গি

০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৬

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সাধারনের জন্য সবটাই!

২| ০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৩

বিলুনী বলেছেন: জামাতের আর পৃথক পরিচিতির দরকার নাই , কারণ তারা বিএনপিকে গ্রাস করে নীজেরই বিএনপি হয়ে গেছে । ব্যপারটাতো না বুঝার কথানা । বিএনপির প্রতিটি লোমকুপে এখন জামাত আর জামাত । তাদের মুল কাজটা এখন বিএনপি নামেই করতে পারবে ।
এখন তাদের আন্দোলনের একটিই লক্ষ সে হল বিভিন্ন ছদ্যবেশে কবিতায় আর ছন্দে দেশের স্বাধীনত্ ও মুক্তিযুদ্ধকে একটু একটু করে কটাক্ষ করে লিখে লিখে সাধারন পাঠকের মগজ ধোলাই করা , কারন ধর্ম কথার মাধ্যমে মগজ ধোলাই প্রক্রিয়া আর সুবিধা করতে পারবেনা বলে ধরে নিয়েছে । তাই সামুর পাতাতেই একজনে কায়দা করে দেশের স্বাধিনত্ ও মুক্তিযুদ্ধা দেরকে খুব কায়দা করে প্রচ্ছন্নভাবে কটাক্ষ করে লিখছে আর অমনি ধেই ধেই করে সতীর্থ লাইকের তীর নিয়ে ছুটছে , মহোর্তের মধ্যে সমজাতীয়দের প্রসংসার স্রোতে পোস্টটিকে ভাসিয়ে দেয়া হচ্ছে । এরা কতটা অরগানাইসড কারো বুঝতে অসুবিধা না হলেও শুধু বুঝছেনা টেন্ডারবাজী আর সুবিধা নিতে ব্যস্ত থাকা দলীয় লোকজনেরা, তাদের এই ফালতু কাজে সময়ই বা কেথায় । এখানে সময় দিয়ে দুএক লা্ইন লিখলে শূধু তাদের মুল্যবান সময়েরই অপচয় হবে , ক্ষমতার পালা বদল হলে শুধু খুলসটা পাল্টিয়ে নিলেই হবে , এই যেন তাদের ভাবনা পকেটতু ঠিকই গরম থাকবে । পকেট গরম মানে সকলেই চরম বন্ধু এ জ্ঞানটুকু আছে তাদের টনটনে ।

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৬

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সহমত। অশেষ ধন্যবাদ বিলুনী।

৩| ০৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি'র দোষ দিয়ে লাভ নেই। জামায়াতকে ছেড়ে দিলে সব ভোট নষ্ট হয়ে যে আওয়ামীলীগের লাভ হবে সেই চিন্তা থেকেই জামায়াতকে রাখা হয়...

০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৪

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: যারা বোকার স্বর্গে বাস করে এটা কেবল তারাই ভাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.