নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

\'অ\' তে অজগর বাদ দিয়ে \'অজ\' শেখানোটাই অধিকতর যৌক্তিক!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬



ছাগল এখন আর ছাগল নেই। শব্দটা ছাগুতে পড়িনত হয়েছে। আর সেই ছাগু বলতে আবার একটি বিশেষ গোষ্ঠীকে বোঝানো হয়। যা তাদের জন্য অবশ্যই অবমাননাকর। এর থেকে উত্তরনের কি উপায়? অবশেষে এগিয়ে এসেছে আমাদের শিক্ষা মন্ত্রনালয়। তারা এর থেকে উত্তরনের দারুন এক পথ বাতলেছে। ছাগল নামে পরিচিত জন্তুটার আরো একটি নাম বা ছাগলের আরো একটি প্রতিশব্দকে ব্যবহার করলেন। এখন তারা সেই জন্তুটিকে চেনাতে চাইছেন 'অজ' বলে। সে মতে তারা এখন শিশুদের শেখাতে চাইছেন, 'অ' তে 'অজ' ।
এতে করে এই শিশুরা যখন একটু বড় হয়ে ছাগু শব্দের সাথে পরিচিত হবে তখন তারা আর তার মর্মার্থই উদ্ধার করতে সক্ষম হবে না। কাজেই ভাই সকল তোমরা এখন তাদের যতই ছাগু বলে সম্বোধন কর না কেন তাতে আগামী প্রজন্মের কাছে তাহাদের লজ্জিত হবার কোন কারন থাকবে না।
অতএব 'অ' তে অজগর বাদ দিয়ে 'অজ' শেখানোটাই কি অধিকতর যৌক্তিক নয়?
একই সাথে শত বছরের ভুল(!) থেকে বেড়িয়ে আসার জন্য শিক্ষা মন্ত্রণালয়ও প্রশংসার দাবীদার। কেননা তারাই প্রথম উপলব্ধি করতে পেরেছেন যে, একটি শিশুকে প্রথমেই একটি ভয়ঙ্কর প্রানীর সাথে পরিচয় করিয়ে দেয়ার থেকে একটি নির্বোধ প্রানীর সাথে পরিচয় করিয়ে দেয়াই উত্তম!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩

বিজন রয় বলেছেন: হা হা হা হা ।
দারুন বলেছেন গালিব ভাই।
+++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বিজন দা অশেষ ধন্যবাদ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আর সেই ছাগু বলতে আবার একটি বিশেষ গোষ্ঠীকে বোঝানো হয়।

এই ছাগু সম্প্রাদায় যদি মাঠে নামে তাহলে দু’চারজন বিরিয়ানী লোভী মানুষ ছাড়া তাদের পাছে কাউকে পাওয়া যাবে না।
অথচ, আজ তারা সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সে জন্যেই তো তাদের সম্মান রক্ষার্থে এমন ব্যবস্থা।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শিক্ষা মন্ত্রণালয় কত চিন্তা করে শিশুদের জন্য ভাবলেই যে কেউ গর্ভবতী হয়ে যাবে...

০৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: হ্যা তাই তো এমন সব লেখার জন্ম হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.