নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

নেগেটিভ মার্কেটিং

১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০১



গতকাল ১০/০১/১৭ তারিখের প্রথম আলোতে এসিআই মটর্স এর একটি চমকপ্রদ বিজ্ঞাপন ছাপা হয়েছে। সেখানে মটর বাইকের মূল্য উল্লেখ নেই, আছে কিস্তির অংক কত সেটা।

কিস্তির মূল্য এবং সময় হিসেব করে দেখা যায় সবথেকে কম দামী একটি বাইকের মূল্য ৮০,০০০ টাকা থেকে কিস্তি ভেদে ৮৯০০০ টাকা।

কিস্তির অংক এবং সময়কে গুন করে যে মূল্য দারায় একজন সাধারণ ক্রেতাকে সে মূল্য ধরেই যোগাযোগ করতে হবে। যেহেতু কোথাও ডাউন পেমেন্ট এর উল্লেখ করা হয়নি। উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে গিয়ে কিন্তু ক্রেতাকে হোচট খেতে হবে, তখন তাকে আশাহত হতে হবে ।

যোগাযোগ করতে গিয়ে ক্রেতা জানতে পারছেন; কিস্তির যে অংকটা দাঁড়ায় মূলত বাইকের মূল্য তার দ্বিগুণ। অর্থাৎ ডাউন পেমেন্ট ৮০,০০০টাকা এবং কিস্তি সুবিধা পাবেন বাকি ৮০,০০০টাকা।

প্রশ্ন হল এমন প্রতারণামূলক বিজ্ঞাপন দেয়ার উদ্দেশ্য কি?

এটা তো পাঁচ দশ হাজার টাকার পণ্য নয় যে ক্রেতাকে কোনমতে শো রুম পর্যন্ত আনতে পারলেই হবে। একটা না একটা ঠিক ধরিয়ে দেয়া যাবে বরং এতে করে ঐ কোম্পানির প্রতি ক্রেতার তো একটি বিরূপ ধারনা তৈরি হল।

প্রথমত সে আশাহত হল। দ্বিতীয়ত সে ধরেই নেবে, যে কোম্পানি শুরুতেই এমন একটি প্রতারণার ফাঁদ পেতে বসেছে না জানি সে কি মানের পণ্য ধরিয়ে দেয়।

এসি আই এর মত একটি গ্রুপ অব কোম্পানি কেন ভোক্তার সাথে এমনতর প্রতারণামূলক আচরণ করবে?

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪

আহলান বলেছেন: হুম ... !! ওরা বুঝতারে নাই যে, ক্রেতারা এখন ওদের চেয়েও সচেতন ... !! :)

১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২২

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: এদের পলিসি মেকাররাও কল্পনা প্রবন জাতীতে পড়িনত হয়ে গেছেন

২| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ওরা রাজনৈতিক পলিসিগুলো মার্কেটে এপ্লাই করে দেখে রেসপন্স কেমন। এতে তিনটি জিনিষ জানা যাবে;

১। পাবলিকের বর্তমান জ্ঞানের স্তর।
২। রাজনৈতিক দলের প্রতি জনগণের বিশ্বাস।
৩। বর্তমান মার্কেটের পরিস্থিতি।

তাই আসুন নেগেটিভ মার্কেটিং কে নেগিটিভ না দেখে পজিটিভ হিসেবে দেখি।

১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: হ্যা তাই তো, এখন আমাদের নেগিটিভকেই পজিটিভ হিসেবে দেখতে হবে।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২০

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই আমিও একদিন বেকুব হয়েছিলাম।
পত্রিকার বিজ্ঞাপনে দেখলাম মাত্র ৪ লাখ টাকায় ৪০ সিটের বাস পাওয়া যাচ্ছে।
আমি তো নাচতে নাচতে গেলাম গিয়ে বেকুব হয়ে ফিরলাম।

১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩০

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ক্রেতাকে বেকুব বানিয়ে যে আখেরে লাভের বদলে লোকশানই হয় এটা যে কেন তাদের মাথায় ঢোকে না!

৪| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

খোলা মনের কথা বলেছেন: বাঙ্গালীদের শিরায় শিরায় প্রতারণা মিশে গেছে। এ খোলস থেকে বাঙ্গালীরা সহজে বের হতে পারবে না...

১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: এটা প্রতারনা বৈ আর কিছু নয়।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

এডওয়ার্ড মায়া বলেছেন: প্রথমালুতে বিজ্ঞাপন টা দেখে প্রথমেই খটলে লাগছিল ।মাথা আর ঘামাই নাই।এখন বোঝতে পারলাম ।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

জাহাজী বলেছেন: প্রথমালুতে যাতে এইসব বিজ্ঞাপন ছাপায় তারা কি যাচাই-বাছাই করে না নাকি মাল্লু পাইয়া সব জায়েজ করে ফেলায়।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

কালীদাস বলেছেন: এগুলা বাংলাদেশি মার্কেটিং স্পেশালিস্টদের সো কলড প্রফেশনালিজম। এই খাচরামি বহু বছর ধরে দেখছি।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৪

জাহিদ হাসান বলেছেন: এইটা ঠিক হয় নাই। ক্রেতারা প্রতারিত হওয়ার আশংকা থাকে।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কোন দেশে কী আশা করেন আপনি?

১০| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০১

নাফিউল বলেছেন: কিছুটা সচেতন হতে হবে।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪

চকিত চয়ন বলেছেন: আপনি এইখানে “নেগেটিভ মার্কেটিং” এর কি দেখলেন ???

১২| ১২ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৩

টারজান০০০০৭ বলেছেন: সব বিজ্ঞাপনতো নাবালকদের জন্য না। কন্ডোমের বিজ্ঞাপনতো পোলাপাইনের কাছে বেলুনের হইতেই পারে ! যারা বাইকার তারা এর দাম কেমন হইতে পারে তা ভালোই জানে। এই বিজ্ঞাপনতো তাদের জন্যই ! (কারো জায়গা মতো আঙ্গুল গেলে মাফ কইরা দিয়েন।আঙ্গুল কাটা জগলু হইতে চাইনা !) B-)

১৫ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: তাহলে আপনারা বিজ্ঞাপনের উপরে "বুঝিয়া লইবেন" লিখে দিবেন। আমরা বুঝিয়া লইব।

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৬

সৈকত তবলা বলেছেন: মোশারফ করিম ফান হাসতেই হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.