নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
ফুটপাতে গাড়ি পার্কিং করলে ওই গাড়ির চালককে গাছের সঙ্গে বেঁধে রাখার হুমকি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। যুগান্তর ২২.২.১৭
মেয়র মহোদয়ের কাছে আমাদের প্রশ্ন। মুল সড়ক আটকে দিয়ে যারা গাড়ী পার্ক করে স্কুল শুরুর এবং ছুটির প্রতীক্ষা করে থাকেন তাদের কি শাস্তি দিবেন?
যদি সে গাড়িতে স্বয়ং গাড়ীর মালিক বসে থাকেন তাহলেই বা শাস্তিটা কাকে দিবেন?
মূল সড়কের পাশে পুড়ো বিল্ডিং ভাড়া নিয়ে কোন রকম গাড়ী পার্কীং এবং অভিভাবকদের বসার ব্যবস্থা না করেই যারা শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন তাদেরই বা কে শাস্তির আওতায় আনবে?
সবথেকে বড় কথা; যে চালককে আপনি বেধে রাখার হুমকি দিলেন তার দায়টা কোথায়?
গাড়ির মালিকের নির্দেশের বাইরে তো তার এক পাও চলার ক্ষমতা নেই। গাড়ির মালিক তাকে যেভাবে চালাতে বলবে এবং যেখানে যতক্ষণ পার্ক করে রাখতে বলবেন সে ঠিক ততক্ষণ সেখানে গাড়ী পার্ক করে রাখবে। শাস্তিটা তো প্রাপ্য গাড়ির মালিকের। চালককে কেন হুমকি দিচ্ছেন?
মাননীয় মেয়র মহোদয়, মন ভোলানো কথা বলতে গিয়ে যে ক্রমশঃ নিজেদের সামন্ততান্ত্রিক চেহারাটাই বেড়িয়ে আসছে। সে খেয়াল আছে তো?
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২
বিজন রয় বলেছেন: ক্ষমতায় আছেন তো তাই!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: দুঃখ জনক
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৭
জোয়ান অব আর্ক বলেছেন: আনিসুল হক একটা মেয়রের জাতই না, মুখে অবাস্তব খই ফোটে, বাস্তবে যার সামান্য প্রতিফলনও ঘটেনা। পার্শ্ববর্তী নারায়ণগঞ্জকে মেয়র আইভি যেভাবে রাতারাতি বদলে দিচ্ছে, সেই তুলনায় ঢাকার দুইজন মেয়রের কেবল স্বাস্থ্য ছাড়া আর কন উন্নতি চোখে পড়ছেনা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: তাহারা কথা দিয়েই দুনিয়া উদ্ধার করার ব্রত লইয়াছেন!
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮
আখেনাটেন বলেছেন: বিজন রয় বলেছেন: ক্ষমতায় আছেন তো তাই!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: কাজটা ঠিক হচ্ছে না
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
সুমন কর বলেছেন: এমন কথা কাম্য নয়।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ঠিক তাই।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: