নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
এই সড়ক চালকের।
এই সড়ক নেতা কর্মীর।
এই সড়ক ক্ষমতাবানদের।
এই সড়ক মৃত্যুকূপ সাধারণের।
এখানে চালক দ্বয় প্রতিযোগিতায় নামে
যাত্রীরা যপে সৃষ্টিকর্তার নাম।
এখানে চালক মনের সুখে পিষ্ট করে
অভাগা বাইক চালককে।
এই সড়ক চালকের
এখানে পিষ্ট হয় মানুষ প্রতিনিয়ত।
এখানে বিনা খরচে মানুষ পঙ্গুত্ব লাভ করে!
স্বপ্নভঙ্গের মহাশস্মান এই সড়ক।
এখানে হত্যা কাণ্ডকে বলা হয় দুর্ঘটনা।
এখানে দোষী চালকের শাস্তির বিরুদ্ধে
ডাকা হয় ধর্মঘট,
এখানে চালক শাস্তির ঊর্ধ্বে সর্বদা।
এখানে চালকের পক্ষে নেতা-মন্ত্রী, রথি-মহারথী।
এখানে উপেক্ষিত সাধারণ।
এখানে মৃত্যু ঘারে করে প্রতিদিন বের হয় মানুষ।
দিনশেষে ঘরে ফিরে নতুন জীবন নিয়ে।
=============================
০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৫:২৪
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫১
বিজন রয় বলেছেন: কবিতায় যাদের কথা বললেন সেসব পাপীদের কোন দোষ নেই।
সব দোষ সাধারণ মানুষের।
বাস্তববাদী কবিতা।
+++++