নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
কি অদ্ভুত কাণ্ড দেখ!
প্রেমিকার চোখে এখন আর ফুল ফোটে না অগ্নি বৃষ্টি ঝরে।
অথচ মৃত্যু প্রহরীর আজ এ কি হাল! থ্রি নট থ্রি ব্যস্ত পুষ্পবর্ষণে!
কি অদ্ভুত কাণ্ড দেখ!
মা দুরু দূরু বুকে সন্তানেরে ডাকে, পাছে ভয়
এই বুঝি বুকের ধন তারপরেই সুইসাইডাল ভেষ্ট সমেত ঝাঁপিয়ে পরে!
কি অদ্ভুত কাণ্ড দেখ!
কোথাকার কোন হাওরে ডুবে মরেছে কোন হাভাতে কৃষকের স্বপ্ন
তাই বুঝি থেমে যাবে কর্তা বাবুদের হানিমুন ট্রিপ? মন্ত্রী কি সব ফালতু বকেন !
কি অদ্ভুত কাণ্ড দেখ!
এরা দেখি বিয়েতেও দেয় বাঁধা!
বয়স কোন ছার এবার পুলিশ কর্তাই নেমেছেন আসরে, দেখি ঠ্যাকায় সাধ্য কার!
কি অদ্ভুত কাণ্ড দেখ!
রাজার আবার নীতি খোজে এরা,
জাত-ধর্ম-বর্ণ সব চলে রাজনীতির ব্যবসায়, বেকুব প্রজায় রাজাকে কি শেখায়!
কি অদ্ভুত কাণ্ড দেখ!
মন্ত্রী কহেন, কহেন বিচারপতি
ধর্মগুরু বিধান দেন প্রজায় দেয় হাততালি ঘটনাটা যে কি সেটাই জানা হয়নি!
কি অদ্ভুত কাণ্ড দেখ
বইয়ের পাতা আজ উইপোকার দখলে
পরে রয়েছে কেবল তেলাপোকার ষষ্ঠ পায়ে লেখা ছন্দ বদ্ধ তন্ত্র মন্ত্র খানি।
কি অদ্ভুত কাণ্ড দেখ
আমরা নাকি এখনো উন্নত হইনি
অথচ হত্যা - লুণ্ঠন - ব্যভিচারে কে ছাড়াবে কার আছে সে সাধ্যখানি?
কি অদ্ভুত কাণ্ড দেখ
এখনো কেউ মাকে নিয়ে চলে কাঁধে
এখনো কেউ সুখ স্বপ্নে থাকে বিভোর, এখনো মানুষ সভ্য দুনিয়ার স্বপ্ন দেখে!
২৭.৪.১৭ ঢাকা।
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১১
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সেই অদ্ভুতুরে মানুষগুলোর জন্যই আজো টিকে আছে এই ধরনী। অশেষ ধন্যবাদ এস,এম,মনিরুজ্জামান মিন্টু আপনাকে।
২| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:২০
অর্ধ চন্দ্র বলেছেন: সত্যিই কি অদ্ভুত!
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১২
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ অর্ধ চন্দ্র ভাল থাকুন নিরন্তর।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫২
মানুষ বলেছেন: হুমমম
২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১২
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৩
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: সবকিছু অদ্ভুতুড়ে বটে। তবুও কেউ কেউ সুখ স্বপ্নে বিভোর থাকে। সভ্য দুনিয়ার স্বপ্ন দেখে।