নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

বাম রাজনীতি

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২২


স্বাধীনতার পূর্ব থেকে আজ অবধি এ দেশের বাম রাজনৈতিক দলগুলো নিজেদের
লক্ষ ও উদ্দেশ্য নির্ধারণ করতে পারে নি। আর সে কারণেই এরা সর্বদাই শতধা বিভক্ত।
এদের একদল হ্যাঁ তো আরেকদল না। একদল বলে আমরা কোনটাতেই না। এখানেই শেষে নয়, একদল হ্যাঁ এর সাথে বাঁধে গাঁটছড়া অন্যদল না য়ের সাথে।
এই করেই তারা চলেছে, এখনো চলছে।
আপনি যদি বলেন মহান মুক্তিযুদ্ধে বাম'রা স্বাধীনতার পক্ষে ছিল সেটা যেমন ঠিক তেমনি আপনি যদি বলেন মহান মুক্তিযুদ্ধে বাম'রা স্বাধীনতার বিপক্ষে ছিল সেটাও ঠিক।
যদি আপনি বলেন বাংলাদেশের বর্তমান অগ্রগতিতে বামদের ভূমিকা আছে সেটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক এই সরকারের বিরুদ্ধে বামদের ভূমিকা রয়েছে।
বামদের এই শতধা বিভক্তির কারণেই এদেরকে না কেউ বিশ্বাস করে। না তাদের উপর আস্থা রাখতে পারে। ফলে বিশাল সুযোগ থাকার পরেও এ দেশে বামরা অচ্ছুৎ থেকেছে এবং ভবিষ্যতেও এমনি থাকবে। অথচ বামরা যদি সচেতন হতেন, তারা যদি নির্মোহ হতে পারতেন তারা যদি এক থাকতে পারতেন তাহলে বাংলাদেশ তারা অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বিশ্বে চিরটা কাল এক অনন্য নজির স্থাপন করে যেতে পারত। দুর্ভাগ্য আমাদের, তারা তা পারেন নি। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ, বাংলা সংস্কৃতি, বাংলার অসাম্প্রদায়িক চেতনা। সে দায়ও তাই বামদেরই নিতে হবে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:



বাম রাজনীতির মুল আদর্শ, তত্ব ও উদ্দেশ্য কি কি? সংক্ষেপে লিখুন! সাথে বিএনপি ও আওয়ামী লীগে বামদের অবস্হান বর্ণনা করেুন।

২| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩১

আততায়ী আলতাইয়ার বলেছেন: Bum রাজনীতি

৩| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৩

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: ভাল খুব ভাল

৪| ৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৭

অরন্যে রোদন - ২ বলেছেন:

দক্ষিন এশিয়ায় বাম রাজনীতির বর্তমান চিত্র।

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: একদমই তাই।

৫| ৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

টারজান০০০০৭ বলেছেন: বামরা বামে যাইতে যাইতে আর বাম হাতের কাজ করিতে করিতে বামাতী হইয়া গেছে ! ইহারা আর সোজা বা ডাইনে ফিরিতে পারিবে না ! ইহারা এখন যাত্রাপালার বিবেকের মতন মঞ্চের বাহিরে গিয়া চেঁচামেচি করিয়া "আমারে কলা দাও, আমারে কলা দাও " কইয়া জাতিরে বিরক্ত করিতেছে !

০২ রা মে, ২০১৭ সকাল ১০:৫১

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: যা শুধু তাদের নয় একই সাথে দেশেরও চরম ক্ষতি করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.