নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
জগতের বেশীর ভাগ নারী-পুরুষই জীবনের শেষ পর্যন্ত ভালবাসা বঞ্চিতই থেকে যায়। এমনকি বেশীর ভাগই ভালবাসতে না পারার যন্ত্রণাতে ভুগেই শেষ হয়ে যায়। বলার অপেক্ষা রাখে না, ভালবাসা না পাওয়ার যন্ত্রণার থেকেও ভালবাসতে না পারার যন্ত্রণাটা আরও বেশি কষ্টদায়ক।
ভালবাসার একটি অলিখিত শর্ত থাকে। তা হল, ওটা এমনি এমনি কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটে ওঠে না। অনেক যত্ন করে তাকে ফোঁটাতে হয়, তাকে জয় করে নিতে হয়। যেটা অনেকের জীবনে কদাচিৎ ঘটে; কারো কারো জীবনে ঘটেই না। সাধারণ ভাবে যেটা ঘটে সেটা আবেগ, বড়জোর ভাল লাগা। ভালবাসা নয়।
আমরা ভালোলাগা, আবেগ আর ভালবাসাকে আলাদা করতে পারি না। সবটা গুলিয়ে একটা ভুলের জগতে পরে থাকি। ফলে ভালবাসা বলে যাকে ভ্রম করি বেশীর ভাগ ক্ষেত্রেই সেটা থাকে ভালোলাগা মাত্র। যার আয়ুষ্কাল খুব একটা বেশি নয়। ফলে কিছুদিন পড়েই একে অন্যের দিকে অনুযোগের তীর ছুঁড়তে শুরু করি।
ভালোলাগা জন্মাতে সাধনার প্রয়োজন হয় না। আবেগ মানুষকে প্রতিনিয়ত ভাসিয়ে নিয়ে যায়। সে তৈরি করে এক ধরনের ঘোড় যাকে ভালবাসা বলে ভ্রম হয়।
আর ভালবাসা? সে তো মনের মুকুরে ফোটার অপেক্ষায় থাকা একটা কুঁড়ি। যা আকুল হয়ে থাকে ফোঁটার অপেক্ষায় অথচ বেশীর ভাগ সময়ে অলক্ষ্যেই ঝড়ে পরে অনুকূল পরিবেশ প্রিয়তমেষু আর প্রয়োজনীয় যত্নের অভাবে।
জীবনে ভালবাসার স্বাদ পেতে হলে জয় করে নিতে হয় মানুষটিকে। সে হোক নারী কিংবা পুরুষ। কোন পুরুষকে যে নারী জয় করে নিতে পারে সেই হয় তার ভালবাসার একচ্ছত্র মালিক। ঠিক একই ভাবে একজন নারী কে যে পুরুষ জয় করে নিতে পারে সেই হয় তার ভালবাসার একচ্ছত্র মালিক। যেখানে অনাহূত প্রবেশ ঠেকাতে দোর আটকানোর প্রয়োজন হয় না। ভালবাসা আপনি থাকে সুরক্ষিত, সঞ্চিত থাকে পুরোটাই নির্দিষ্ট মানুষটির জন্য। তাকে দখল করা যায় না, ছিনিয়ে নেয়া যায় না। যায় না অংশীদার বাড়ানো। আমরা মানুষের আবেগটাকে ভালবাসা বলে মনে করি। অথচ আবেগ ক্ষণস্থায়ী, যেটা এক সময় মিইয়ে যায়। ভালবাসা স্থায়ী যা শত ঝড়েও ভেঙ্গে পরে না, কখনোই মিলিয়ে যায় না। এমনকি ক্ষয়প্রাপ্তও হয় না।
মানুষের বৈশিষ্ট্যই এটা, একবার যদি কেউ তাকে জয় করে নিতে পারে, সে নির্দ্বিধায় কোন শর্ত ছাড়াই আজীবন তার বশ্য হয়ে থাকে। ভালবাসা জয় করেই পাওয়া যায়। হঠাৎ পাওয়া সুখে ভেসে কিংবা কোন অধিকারের বলে তা পাওয়া যায় না।
আজ যে তোমায় ভালবাসে না সে আগেও কখনোই তোমায় ভালবাসে নি তবে সে যে পরবর্তীতে কোনদিন ভালবাসবে না তা নয়। বিষয়টা নির্ভর করে তুমি তাকে জয় করে নিতে পারবে কিনা অথবা তোমার আগে কেউ তাকে জয় করে নিয়েছে কিনা তার উপর।
অনেকেই বলেন তার জীবনসঙ্গী এক সময় খুব ভালবাসতেন, এখন বাসেন না। তাঁরা কি এটা একবারও ভেবে দেখেছেন যে ওটা আসলেই ভালবাসা ছিল কি না? তবে হ্যাঁ ভালবাসার যত্ন করতে হয় তাকে আগলে রাখতে হয়। ভালবাসায় বিযুক্ত থাকে অভিমান, যা ভালবাসাকে আরও বেশি কাঙ্ক্ষিত করে তবে সে অভিমানের মেঘ ক্রমশ জমতে থাকলে তা একসময় ভালবাসার প্রখর সূর্যটাকেও আড়াল করে দেয়। তখন তাকে উদ্ধার করাও অসম্ভব হয়ে ওঠে।
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: বিশ্বাস ভালবাসার অনুষঙ্গ সবটা নয়। অশেষ ধন্যবাদ কানিজ রিনা আপনাকে, ভাল থাকুন নিরন্তর।
২| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:০৬
আহমেদ জী এস বলেছেন: মোঃ গালিব মেহেদী খাঁন ,
ঠিকই বলেছেন --- ভালোলাগা আর ভালোবাসা এক নয় । কোনও জিনিষের প্রতি অনুভবের সুতীব্রতা , আবেগের তীক্ষ্ণতা, অতল আকর্ষণেচ্ছা বা নিজের সবটুকু দিয়ে সমর্পণের নামই হলো - ভালোবাসা । ভালোবাসা একটা অনুভূতি, একটা বিশ্বাস ।
প্রাসঙ্গিক হবে ভেবে এই লিংকটি দিলুম ----“লভ এ্যান্ড রোমান্স” । সখি ভালোবাসা কারে কয়......
শুভেচ্ছান্তে ।
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আহমেদ জী এস প্রাসঙ্গিক লিংকটির জন্য ধন্যবাদ। শুভেচ্ছা অফুরান, ভাল থাকুন ভালবাসায় ভেসে থাকুন।
৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৯:৩২
ক্লে ডল বলেছেন: ভালবাসার ব্যবচ্ছেদ ভাল লেগেছে।
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ ক্লে ডল আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০০
কানিজ রিনা বলেছেন: ভালবাসা আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে
দুজনের বিশ্বাস টিকে রাখার নাম ভালবাসা।
একজন অপরজনকে সারা জীবন বিশ্বাস
রেখেই পাহাড় সাগর পারি দিতে পারে।
বিশ্বাসই প্রেম,সকল প্রকার ভালবাসা দিয়েই
একটি প্রেম বিশ্বাসে থেকে যায় সারা জীবন।
যত টুকু জানি বলতে সক্ষম হলাম। ধন্যবাদ