নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮



লুটপাট হয়ে গেছে সব
ধানের গোলা, চাষের বলদ।
মেছমার হয়ে গেছে চাষের ক্ষেত।
কিশোরী মেয়েটা ধর্ষিতা
বাড়ীর উঠোনে পরে আছে তাঁর রক্তাক্ত লাশ।
একমাত্র ছেলেটাকে হাচরে পাছড়ে নিয়ে গেছে শকুনের দল।
মাথা গোজার ঠাইটুকুও জ্বলে জ্বলে নিঃশেষ।
অপরাধ কি ছেনুয়ারার পরিবারের?

জন্ম ভিটা আঁকড়ে পরে থাকাই ছিল তাদের একমাত্র পাপ।
মুহুমুহু গুলির শব্দ চারদিকের হাহাকার
বাচার আকুতিতে ভাঁড়ি বাতাস জানান দিচ্ছে,
অধিকার নেই তোমাদের।
এতটুকু অধিকার নেই এখানে আবাস গড়ার।
বিশাল পৃথিবীতে তাঁদের আশ্রয় মিলবে কোথায়?
জন্মভিটায় নেই অধিকার, জ্বলছে গ্রামকে গ্রাম।
লক্ষ লক্ষ মানুষ উদবাস্ত সেথা।

ছেনুয়ারাদের চোখের জল শুকিয়ে গেছে
আগুনও জ্বলে না আর এখন সে চোখে।
নিঃস্পৃহ চোখ তাঁর শূন্যে ধাবমান
বুঝি স্রষ্টারে খোজে প্রাণপণ।
এ ধরায় নেই মানুষ, বাড়ছে কেবল হিংস্র হায়েনার ভিড়।
এখানে মৃত্যু সহজ, অসম্ভব বেঁচে থাকা।
কেননা তাঁর পরিচয় সে রোহিঙ্গা।

=====================

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭৯ সালে রোহিংগাদের উপর যে অন্যায় চাপিয়ে দেয়া হয়েছিল, সেটাকে রোহিংগারা বুঝতে পারেনি, সমাধান বের করতে পারেনি

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ক্ষতটা অনেক পুরাতন আর জটিল।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

সনেট কবি বলেছেন:





রোহিঙ্গা ও মিয়ানমার

মিয়ানমার সে এক অসভ্য জাতির
দেশে আজ মানবতা আর্তনাদ করে
নির্বাক নয়নে ভাষা হারা হয়ে ফিরে
বিশ্ব দুয়ারে করতে অভিযোগ তার।
সভ্যতায় অসভ্যতা চরম আকারে
নিষ্ঠুরতা প্রদর্শনে রাক্ষসের মতো
চালায় তান্ডব সেথা মানুষের রক্ত
প্রবাহের পৈশাচিক জঘণ্য উল্লাসে।

রোহিঙ্গা নিজের দেশে অধিকার হারা
হয়ে অবশেষে প্রাণে বাঁচা দায়ে ছেড়ে
আপন নিবাস খোঁজে জীবন আশ্রয়।
অসম্মান পর দারে তথাপি উপায়
কিছুই না খুঁজে পেয়ে ছুটছে মানুষ
যদি কারো দয়া মিলে সেই প্রত্যাশায়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অসাধারন কবি। অ-কবির কবিতায় সনেট পোষ্টের জন্য ধন্যবাদ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । :(

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সেলিম আনোয়ার অনেক ধন্যবাদ। ভাল থাকুন অনেক ভাল।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩২

আহমেদ জী এস বলেছেন: মোঃ গালিব মেহেদী খাঁন ,




সমসাময়িক , একই সাথে একটি বোধেরও কবিতা ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: অশেষ ধন্যবাদ আহমেদ জি এস। ভাল থাকবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.