নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
উত্তর কোরিয়ার জনসাধারন তাদের নেতা কিম জং উন এর এতটাই ভক্ত যে, তাদের বিশ্বাস তাদের নেতার ইশারাতে প্রকৃতি পর্যন্ত নিয়ন্ত্রিত হয়। এমনটা মনে করে কিমের দলও।
এই দলের মতে, আবহাওয়া কেমন থাকবে তা নির্ভর করছে কিমের ইচ্ছার ওপর। প্রকৃতিও নাকি ভয় পায় তাকে!
সেদেশের সরকারী সংবাদমাধ্যম কেসিএনআর জানিয়েছে, পাহাড়ও কিমকে দেখে খুশি প্রকাশ করে তাদের আবহাওয়ার প্রকৃতি বদলে দেয়। আর তা বলতে গিয়ে মাউন্ট পেক্তুর (উত্তর কোরিয়ার সবথেকে পবিত্র স্থান বলে মনে করা হয়) কথাও উল্লেখ করা হয়েছে।
এই পাহাড়েই রয়েছে কিমের দাদা কিম ইল সুং এর মূর্তি। এই পাহাড়ের উচ্চতা ৯,০২২ ফুট এবং ডিসেম্বরে এটি বরফে ঢাকা থাকে।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের মতে, কিম যখনই এখানে আসেন তখনই নাকি তুষারপাত বন্ধ হয়ে গিয়ে রৌদ্রজ্জ্বল হয়ে ওঠে প্রকৃতি।
তবে সব দেশেই তো কিছু দুর্জন থাকে। যারা সব কিছুকেই বাকা চোখে দেখে। উত্তর কোরিয়াতেও এমন কিছু লোক আছেন যারা মনে করছেন, আবহাওয়া দফতর থেকে খোঁজ নিয়েই কিম ঐ পাহাড়ে আসেন।আবহাওয়া দফতর থেকেই কিমকে জানানো হয় কোনদিন পাহাড়ে যাওয়া উচিত হবে বা কোনদিন পাহাড়ের পরিবেশ-আবহাওয়া ভালো থাকবে।
১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ফেরাউনের দ্বিতীয় স্বত্বা!
২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪২
আবু তালেব শেখ বলেছেন: যাইহোক আমেরিকা আর কিমের টিকিটাও ছুতে পারবে না
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: ইন্টারেস্টিং!
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: কিম জং উন মানুষ কে বোকা বানাচ্ছেন।
১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ঠিক তাই
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
নিরাপদ দেশ চাই বলেছেন: আমাদের হাসিনা, খালেদার চাইতে হাজারগুনে ভাল এরা। এদের মধ্যে দেশপ্রেম আছে।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১
জাহিদ হাসান বলেছেন: রাষ্ট্রীয় পাগল
৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হায় রে পাগল নেতা, আর হায় রে বেকুব জনগন।
৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
আমি রাছেল খান বলেছেন: আমার পছন্দের কিম জং উন, আগে ছিল হিটলার। তবে প্রকৃতিও নিয়ন্ত্রন করে কথাটা স্বীকার করি না
৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
সাধারণ মানুষ এই লোকের থেকে নিজদের মুক্ত করতে না পারলে, তাদের উপর আগাত আসতে পারে।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৮
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কবে না জানি কিমকে গড হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বসে!