নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।
বিএনপির সাথে কোন আলোচনা নয়। আওয়ামীলীগের ঐ কথাই ঠিক রইল।
আবার ঐক্য ফ্রন্টের নেতৃত্ব মেনে বিএনপিও আলোচনায় বসার সুযোগ পেল। আলোচনার টেবিলে দেখা যাবে বিকল্প ধারা, জাঁতীয় পার্টি সহ আরও অনেককেই। ফলাফল কি দাঁড়াবে সেটাই প্রশ্ন। তবে এটা তো বলা যায় আওয়ামীলীগ আলোচনার আমন্ত্রণ জানিয়ে প্রাথমিক জয়টা ঠিকই তুলে নিলো। সম্ভবত শেষ জয়টাও তাদেরই হবে। আজ একটা লেখায় পীর হাবিবুর রহমান লিখেছেন, "পারেনও শেখ হাসিনা চমক দেখাতে।"
সত্যিই তাই, চমক ঐক্য ফ্রন্ট বা বিএনপির নয় চমক দেখাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। সামনে চমক আরও আছে।
৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: সময় সব প্রশ্নের উত্তর দেয়।
২| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৯
তারেক_মাহমুদ বলেছেন: আপনার সাথে আমি একমত আমার ভাবনাও এমনই।
৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: চমক ও থাকবেই। রাজনীতিতে চমক না থাকলে জমে না।
০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: রাজনীতিতে চমক না থাকলে জমে না।
৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি হয়তো বিশ্বের কাছে বৈধতা পাওয়ার জন্য এখন নাম সর্বস্ব দলগুলোকেও সংলাপে ডাকবেন...
০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: যে দেশে এক কাপ চায়ে ভোট বিক্রি হয়ে যায়, যে দেশে ভোটাররা তার সমর্থনের পেছনে কারন জানতে চাইলে নিজেই কোন যুক্তি খুঁজে পান না। তাঁদের আবার ভোটাধিকার! সে ভোটের আবার বৈধতা!
৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৬
আবু তালেব শেখ বলেছেন: আমরা আমজনতা শুধু নাটক দেখব। সব রাজনৈতিক দলই নাটক করতে পটু
০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আম জনতা নিজেরাও কি কম নাটক জানে!
৬| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
রানার ব্লগ বলেছেন: চমক দেখতে দেখতে আমরা আম জনতা চমকাইতে ভুলে গেছি
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬
সাইন বোর্ড বলেছেন: এসব বেলুন চমকেরও একদিন অবসান হবে নিশ্চয়, কুয়া কেউ'ই নিজের জন্য খুঁড়ে না, তারপরও তাকেই ঘটনাক্রমে তাতে পতিত হতে হয় ।