নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রির \'কওমি জননী\' উপাধি প্রাপ্তি এবং সাধারনের প্রশ্ন

০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২



মাননীয় প্রধানমন্ত্রির 'কওমি জননী' উপাধি গ্রহনের কি প্রয়োজন ছিল? প্রশ্নটা আওয়ামী সমর্থকদের মধ্যে থেকেও উঠেছে! প্রথম কথা হল যারা তাকে এই খেতাব দিয়েছে তাঁরা তাঁদের কৃতজ্ঞতা বোধ থেকেই দিয়েছে। তারা সেটা ঐ মাহফিলে বলেছেনও। তারা বলেন, "প্রধানমন্ত্রীর দৃঢ় প্রত্যয় না থাকলে আজ কওমি শিক্ষা সনদের স্বীকৃতি আইন জাতীয় সংসাদে পাশ হতো না। এ ক্ষেত্রে তিনি সব ধরনে চাপ ও ভিন্নমত উপেক্ষা করে সাহসী ভূমিকা পালন করেছেন।" এবং এটা তাঁরা যথার্থই বলেছেন। কাজেই উপাধি গ্রহন না করার তো কোন কারন নেই।
দ্বিতীয় কথা হল মাননীয় প্রধানমন্ত্রীকে তার ধর্মানুরাগ নিয়ে যে পরিমাণ মিথ্যাচার সইতে হয়েছে এবং এখনও সইতে হয় তাকে প্রতিহত করতে এই খেতাবের প্রয়োজন ছিল।

প্রয়োজন অপ্রয়োজন হিসেব করতে হলে আমাদের সাধারণ মানসিকতার দিকটি বিবেচনায় নিতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় গেলে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে। মসজিদ থেকে আযান ধ্বনি শোনা যাবে না, উলু ধ্বনি শোনা যাবে। এমনতর হাজারো প্রোপাগান্ডা চালানো হয়েছে তাও আবার রাষ্ট্রীয় পৃষ্ট পোষকতায়। তার থেকেও বড় কথা হল, সেই প্রোপাগান্ডা আমরা গোগ্রাসে গিলেছি। নির্বাচনের রায়ে তার যথেষ্ট প্রতিফলনও দেখতে পেয়েছি। আমরা কি সে সব ভুলে গেছি?
যদি ভুলে না যাই। তাহলে আজ কি করে মনে করছি 'কওমি জননী' খেতাবের প্রয়োজন ছিল না?

ইসলাম এমন একটি ধর্ম যেখানে মুসলমান যে ইবাদত করে তা মহান আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই করে। এমন কি একজন মুসলমান যে ভাল কাজটিই করে থাকে তার পেছনেও থাকে আল্লাহ্‌র সন্তোষটি লাভের ইচ্ছা। আর সেটা যখন থাকে তখন ঐ ভাল কাজটিও ইবাদতের মধ্যেই গণ্য হয়। ইসলামে লোক দেখানো ইবাদতকে বলা হয় রিয়া। কেউ ভালো বলবে এরূপ মনোভাব নিয়ে ইবাদত করলে প্রকৃত পক্ষে সে ইবাদত আল্লাহর উদ্দেশ্যে করা হয় না। এ কারণে রিয়াকে গোপন শিরক বলা হয়। মাননীয় প্রধানমন্ত্রী যে ইবাদত করেন তা যেমন লোক দেখানোর জন্য নয়। তেমনি কওমি শিক্ষাকে মুল্যায়নটাও নিশ্চয়ই লোক দেখানোর জন্য ছিল না।
কিন্তু তিনি যে প্রকৃত পক্ষেই একজন ধর্মভীরু মানুষ সেটা প্রমাণ করাও এ দেশের অকাট মূর্খদের জন্য প্রয়োজন ছিল এটাও তো ঠিক।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


বিরাট ফিলোসোফিক্যাল পোষ্ট!

প্রধানমন্ত্রী নিজের দায়িত্ব পালন করছেন না ঠিক মতো, এজন্য উনাকে জননী হতে হচ্ছে, ১৫/২০ সন্মানী পিএইচডি কিনতে হচ্ছে; উনার দায়িত্ব হলো জাতির পয়সায় এতিম ও গরীব শিশুদের পড়ানো; উনি মিলিওনিয়ারদের ছেলেদের জন্য টনে টনে টাকা ধালছেন ক্যাডেট কলেজে! উনি ম্যাঁওপ্যাঁও জননী

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনারা পারেনও বটে!!!!!!!!

হা হা হা
ব্রাভো!

কওমি মাদ্রাসা জঙ্গি তৈরির আখড়া: বোর্ড চেয়ারম্যান
সেনাবাহিনীতে উগ্র ধর্মীয়বাদের প্রভাব: সজিব ওয়াজেদ জয়
সহ হাজার হাজার উক্তি কিন্তু রয়েই গেছে।

যেই না নিজের স্বার্থ পূরণ হল -এখন সকল তেতুল মিষ্টি! বেশ বেশ!

এই কাজই বিএনপি করলে - হায় হায় সেকি চিৎকার শুরু হয়ে যেত!
জঙ্গীবাদের সহযোগী, মৌলবাদের জননী ;)

চিয়ার্স! ক্যারি অন!
আম পাবলিক আর কি- দেখে যাই শুনে যাই

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
প্রধানমন্ত্রী নিজের দায়িত্ব পালন করছেন না ঠিক মতো,
কথাটা আমার কাছে ভাল লাগলো।

ভাই এই সম্পর্কে হালকা একটা লেখা দিচ্ছি! এই খেতাব দানের রহস্য! বুঝতে পারবেন!

৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: আচ্ছা মেয়েদের জন্য কি বোরকা বাধ্যতামূলক করা হবে ?

৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

প্রশ্নবোধক (?) বলেছেন: খুবই চিন্তার বিষয়। কওমীরা নাকি জংগী। এখন দেখছি উনি কওমী জননী। জানিনা উনি দেশে আর কি কি জন্ম দিয়েছেন।

৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

মারুফ আল মাহমুদ বলেছেন: ভালোই বলেছেন! আওয়ামী লীগ মানেই বিনোদন!

৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

পদ্মপুকুর বলেছেন: রাষ্ট্রীয় পর্যায়ের মানুষেরা যখন ভুলভাল কথা বলে, বা একেক সময় একেক কথা বলে, সেটা রাষ্ট্রীয়জীবনে প্রভাব ফেলে।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

কূকরা বলেছেন: চাঁদগাজী যে মাননীয় প্রধানমন্ত্রীকে গালি দিল - তথ্যপ্রযুক্তি আইনে এর শাস্তি কি?

১০| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৪

জগতারন বলেছেন:
ইসলাম এমন একটি ধর্ম যেখানে মুসলমান যে ইবাদত করে তা মহান আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই করে।
এমন কি একজন মুসলমান যে ভাল কাজটিই করে থাকে তার পেছনেও থাকে আল্লাহ্‌র সন্তোষটি লাভের ইচ্ছা।
আর সেটা যখন থাকে তখন ঐ ভাল কাজটিও ইবাদতের মধ্যেই গণ্য হয়।


সুন্দর কথা!
সহমত প্রকাশ করি।

১১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত গুলো নিরস্ত্র মানুষ মারা গেল, তার প্রতিদান একটা কাগজের সার্টিফিকেট...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.