নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ গালিব মেহেদী খাঁন।

মোঃ গালিব মেহেদী খাঁন

আমি মানুষের কথা বলি। মানবতার কথা বলি। স্বপ্ন দেখি সমৃদ্ধ বাংলাদেশের। নিরাপদ একটি ভূখন্ডের।

মোঃ গালিব মেহেদী খাঁন › বিস্তারিত পোস্টঃ

দেশের সকল বাজারে অন্তত একটি করে টিসিবির স্থায়ী দোকান পরিচালনা করা জরুরী।

০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:১৭


প্রতিটি বাজারে টিসিবির দোকান নেই কেন? কেন টিসিবির পণ্য কিনতে মানুষকে সারাদিন লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়? সারাদিন লাইন ধরে দাঁড়িয়ে থাকার পরে পণ্য শেষ শুনে কেন খালি হাঁতে বাড়ী ফিরতে হয়? টিসিবির পণ্য নিয়ে এই তেলেসমাতির জবাবটা কি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আছে?

যে দেশে সিএনজির দৌড়াত্ম কমাতে রাইড শেয়ারিং লাগে। যে দেশে বিকাশের গলাকাটা রেট কমে প্রতিযোগী নগদের চোখ রাঙ্গানোতে। সে দেশে যে, প্রতিযোগিতা পূর্ণ পরিবেশ সৃষ্টি ছাড়া কোন কিছুই সুলভ করা সম্ভব হয় না তা তো বলাই বাহুল্য। সুশাসন ছাড়া এ দেশে সবই আছে।

বানিজ্যমন্ত্রলায়ের যদি দেশের ব্যবসায়ীদের সাথে টেবিলের নিচের লেনা দেনা না থাকে তাহলে অচিরেই দেশের সকল বাজারে অন্তত একটি করে টিসিবির স্থায়ী দোকান পরিচালনা করা জরুরী। যেখান থেকে সরকার ঘোষিত জরুরী পণ্য সারা বছর ধরে সরবরাহের ব্যবস্থা থাকবে।
বাজার নিয়ন্ত্রণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা, আমদানি ভ্যাট প্রত্যাহার নাম কাওয়াস্তে টিসিবি পরিচালনা এর কোনটারই প্রয়োজন নেই। প্রয়োজন কেবল সদিচ্ছা। আছে সদিচ্ছা? তাহলে করে দেখান।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫২

মরুর ধুলি বলেছেন: মানবিক মূল্যবোধ সৃষ্টি ও তার যথাযথ প্যাক্টিস এবং প্রয়োগ না থাকলে যা করা হবে তাই সফলতার মুখ দেখতে পাবে না।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:০১

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের মানুষ নৈতিক ভাবে চোর !!!!

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:১২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ভাল প্রশ্ন করেছেন । কেউ কেউ তো পারলে টিসিবি তুলেই দেয় । আর তো দোকান !

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জরুরীতো অনেক কিছু
কিন্তু তা বাস্তবায়ন করবে কে?
পণ্যের মূল্য যদি নিয়ন্ত্রণে
রাখতে পারতো তা হলে
টিসিবির দরকার হতো কি?

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৯:০৭

সোবুজ বলেছেন: টিসিবির কাছে অত পন্য নেই।বিডিআরের দোকান করে কতো আর্মি অফিসার মারা গেলো খবর আছে।খোলা বাজারই ভালো।

৬| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: সরকার কারো কথা শুনবে না। তাদের যা মন চায় তাই কবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.