![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার চাকুরী জীবনের ১৬ মাস পর প্রথম বেতন পাই। বেতন পাওয়ার আগে পর্যন্ত আমাকে লজিং মাস্টার হিসেবে থাকতে হয়েছে। বেতন পাওয়ার পর লজিং মাস্টার হিসেবে না থাকার সিদ্ধান্ত গ্রহন করি। সিদ্ধান্ত মোতাবেক আমাকে বাসা খুঁজতে হয়। ব্যাচেলর এর বাসা খুঁজে পাওয়া খুবই দূরহ একটা কাজ। আমার এই বাসা খোঁজার ক্ষেত্রে খুব সহযোগিতা করেছেন এক চাচী। চাচী আমার রক্তের সম্পর্কের কেউ না হলেও তিনি আমার জন্য যা করেছেন তা যদি আমি ভুলে যা্ই, তবে অকৃতজ্ঞ হয়ে আমাকে থাকতে হবে।
যাক ঐ চাচীকে নিয়ে গেলাম এক বাসায় বাসা ঠিক করার জন্য। বাড়ির কর্তা হিসেবে ঐ বাড়ির মহিলা ছিলেন প্রধান। মহিলার সাথে আমার চাচী-ই কথা বার্তা বললেন। বাড়িওয়ালা মহিলা আমার সম্পর্কে জানার পরে বললেন “ আমার বয়স ও কম তার (আমার) বয়স ও কম” এত অল্প বয়সের ছেলে কাছে বাড়ি ভাড়া দেওয়া যাবে না। কথাটা শুনার পর আমি লজ্জ্বায় রেগে যাই। এই কথার মাধ্যমেতো মহিলা নিজেই নিজের দূর্বলতা প্রকাশ করেছেন। উল্লেখ্য ঐ মহিলার একটি ছোট বাচ্চা (১/২ বছরের মধ্যে) ছিল। পরে ঐখান থেকে ফিরে আসলাম। এরপর আরেক বাসায় যাই। ঐ বাসায় যাওয়ার পর এই বাড়িওয়ালীর বক্তব্য হচ্ছে এ্ই রকম “ আমার ঘরে উপযুক্ত মেয়ে আছে, আমি ব্যাচেলরকে বাসা ভাড়া দিব না”। শুনে আমি মনে মনে বললাম যে ভবিষ্যতে ব্যাচেলর এর কাছে মেয়ে বিয়ে দিবেন না, একটা বিবাহিত ছেলে দেখে বিয়ে দিবেন। যাক কথাটি মুখ ফুটে বলতে পারি না। শেষ পর্যন্ত আমার ঐ চাচীর বাসার পাশেই একটি টিন শেড বাড়িতে একটি রুম ঠিক করা হয়। এই বাড়িওয়ালী সামনে কোন মন্তব্য করেন না্ই। তবে আমার কাছে তার বাড়ির একটি রুম ভাড়া দিলেন। বাড়িতে আর ও দুইটি রুম ছিল তা অন্য এক ব্যাচেলর এর নিকট ভাড়া দিলেন। শুরু হল আমার ব্যাচেলর জীবনের পথ চলা।
ব্যাচেলর হিসেবে বাসা ভাড়া নিলেও আমার হাড়ি-পাতিল, খাট কিছুই ছিল না। এতদিন অন্যের বাড়িতে ছিলাম বলে এসব এর আর প্রয়োজন হয়নি। তবে এখন প্রয়োজন। আমার এই প্রয়োজনীয় সব জিনিস পত্র হাড়ি-পাতিল, দা, প্লেট, চামচ, খাট, তোশক, স্টোভের চুলা এমনকি বদনা পর্যন্ত সবই আমাকে দিয়েছেন। আমি আজীবন কৃতজ্ঞ ঐ চাচীর কাছে। চাচীর কাছ থেকে দূরে চলে আসলেও আজও তার সাথে যোগাযোগ করি। চাচীর খোঁজ খবর নেই। আমার ব্যাচেলর জীবনের পথ যাত্রায় চাচীই ছিলেন আমার একমাত্র কাছের মানুষ। সেই ব্যাচেলর জীবনের যাত্রা আজ অবধি চলছে, এখনও ব্যাচেলর নামটি মুছতে পারি নাই। তবে এর মাঝে বাসা পরিবর্তন করতে গিয়েও পূর্বের মত সমস্যায় পড়ি। সহৃদয়বান যে বাড়িওয়ালা আমাকে বাসা ভাড়া দিয়েছেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
তছলিম উদ্দিন বলেছেন: ধন্যবাদ!
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
সপ্তম ইন্দ্রিয় বলেছেন: kalopori apu hasen ken?
৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
তারছেড়া লিমন বলেছেন: ব্যাচেলর নামটি মুছতে পারি নাই।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮
তছলিম উদ্দিন বলেছেন: আমি চেষ্টা করছি, আপনিও চেষ্টা করেন
৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
আতিকুল০৭৮৪ বলেছেন: ami ekjon pori khujtaci,paile amare heading er email e contact korben pls
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯
তছলিম উদ্দিন বলেছেন: ওয়ালটন কোম্পানির কাছে যান, ওরা নাকি বাংলাদেশে পাওয়া একমাত্র জলপরীকে স্থান করে দিয়েছে তাদের রেফ্রিজারেটর এ।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
তন্ময় ফেরদৌস বলেছেন: +++++++
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০
তছলিম উদ্দিন বলেছেন: ধন্যবাদ
৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫১
বইয়ের পোকা বলেছেন: পড়লাম। সবগুলাই পড়েছি।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৭
তছলিম উদ্দিন বলেছেন: ধন্য হলাম, অনেক ধন্যবাদ
৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
শিক কাবাব বলেছেন: স্যারের পুরা লাইফটাই দেখি দুঃখে ভরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে জন্মের পর থেকে আজ পর্যন্ত ছোট বড় তেমন ঝামেলায় পড়তে হয়নি। আলহামদুলিল্লাহ।
স্যার। গত পর্বে যখন পড়লাম, ছাত্রীর ভাবিটা আপনের কাছে চলে এসেছে, আমি মনে করেছিলাম বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। পরের লাইনগুলি পড়ার পর বুঝলাম আপনার ভাগ্য ঠিক আগের মতই রয়ে গেছে। বাংলাদেশে স্বল্প ইনকামে বড় কঠিন লাইফ। পকেট ভরা পয়সা হলে ঠিক উল্টা। মধুময় লাইফ। আম জাম কাঠাল কুয়াশা বৃষ্টি শীত খেজুরের রস ....। সত্যিই খুব আনন্দময়।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬
তছলিম উদ্দিন বলেছেন: দূঃখে ভরা হলেও আমি অনেক সূখী একজন মানুষ
৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
সুখ পাথি বলেছেন: অনেক সুন্দর।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫
তছলিম উদ্দিন বলেছেন: ধন্যবাদ
৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
সুখ পাথি বলেছেন: অনেক সুন্দর।
১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯
দানবিক রাক্ষস বলেছেন: এত দিনেও বিয়ের পিড়িতে বসেননি কেন ভায়া?
ভালো লাগল।
ভালো থাকবেন।
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১২
তছলিম উদ্দিন বলেছেন: চাওয়া পাওয়ার সমীকরণ মিলে না
১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: অভিজ্ঞতা কে আরেক জনের নিকট শেয়ার করা অতিব মন্দ হবেনা
পিছিয়ে কেন //
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২০
তছলিম উদ্দিন বলেছেন: কারো উপকালে আসলে আমি ধন্য। পড়ার জন্য অনেক ধন্যবাদ
১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩
হারুন অর রশীদ বলেছেন: ভায় আপনার বাবা মা নায়?
জা লিখেছেন সবই ঠিক আছে।
কিন্তু আমি তাতে কিছু সমস্যা পেলাম।
আপনি নিচ্চয় তা বুঝতে পারছেন, যে আপনি
কি কি বিশয় লুকিছেন।
ধন্যবাদ ভাই।
আমি ইঞ্জি.মিঞা. মোঃ হারুন-অর-রাশিদ (জিহাদ)।
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
তছলিম উদ্দিন বলেছেন: আমার বাবা মা আছে, কোন বিষয় লুকিয়েছি বলে মনে হয় না। আমার বাবা মা থাকেন চাঁদপুর, আর আমি চাকুরী করতাম যশোর।
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
যাযাবরমন বলেছেন: চাওয়া পাওয়ার সমীকরণ মিলেয়ে বিয়ে কইরেন না। সমীকরণ মিলেয়ে বিয়ে করলে ভবিষ্যতে পস্তাবেন। সবচেয়ে ভাল হয় কোন মুরুব্বী থাকলে তাদের উপর বিষয়টি ছেরে দিলে। তবে মুরুব্বীকে অবশ্যই আপনার সুভাকাঙ্খি ও দ্বায়িত্বশীল হতে হবে।
২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
তছলিম উদ্দিন বলেছেন: বিষয়টি এখন আমার বাবা-চাচাদের উপর ছেড়ে দিয়েছি
১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭
ইসমাইল_১ বলেছেন: সাথে আরেকজন নিলেইতো ভাল হতো ভাই ।
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬
সুখী চোর বলেছেন: স্যার, আপনার ব্যাচেলর লাইফ এন্ডিং এর মিষ্টি কবে খামু..???
আপনে তাহের এর থিক্যা কুন জ্ঞান নিতে পারেন নাই, তাই এত সমস্যা
হা হা হা ....
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
কালোপরী বলেছেন: