| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্ময় কে সাহা
কোন এক শনিবার সকাল ছয় টায় আমার জন্ম হয়েছল। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। এখনকার মত তখন যদি দৌড়াতে পারতাম, তবে একদৌড়ে গিয়ে বৃষ্টিতে ভিজতাম।
একটি নিরাপদ গন্তব্য; একটি অভয়াশ্রম,
যার চারিপাশে ফুটে আছে অজস্র পারিজাত।
একটি আলোর উৎস; সৃষ্টির সমস্ত দিন,
যার কাছে জমে আছে জীবের আজন্ম ঋণ।
একটি শাশ্বত প্রেম; একটি মহৎ জ্ঞান,
যার কাছে আছে মুক্তির পথ অচিন্তন।
©somewhere in net ltd.