নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে

ম. তওফিকুর রহমান

সবার কল্যান প্রত্যাশা করে সবার সাথে সব সুন্দরের প্রত্যাশায়

ম. তওফিকুর রহমান › বিস্তারিত পোস্টঃ

মায়ানমারের রোহিংগা মুসলিমদের যন্ত্রনা আমাদের জন্য পরীক্ষার বটে!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৩৯

সালাম। আমরা দ্বীন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখি না। সেদিকে আমাদের ভাববার সময়ও বেশ কম। অধিকাংশ মানুষ পার্থিব বিষয়াদি নিয়ে এত ব্যস্ত যে অন্যের সেন্টিমেন্টের যে টুকু ভাল পায়, সেটুকুই শেয়ার করে, কেয়ার করে। কিন্তু আখিরাতের তামান্না যাদের রয়েছে, তারা অবশ্যই এ থেকে কিছু আলাদা স্বাতন্ত্রের দাবীদার। আবার এর মধ্যে যাদের দ্বীনি জ্ঞান চর্চ্চার অভ্যাস আছে, তারা আরো আলাদা।


চলমান রোহিংগা সমস্যা নিয়ে আমাদের অনেকেরই দরদ আছে, প্রকাশিত ছবি দেখে আমরা শিহরিত হই। আমরা বয়সের মাপে, আবেগের ধরণে জ্বলে উঠি, ক্ষুব্দ হই। এর মধ্যে অনেকে দৈনন্দিন জীবনে নানা আলাপ-চারিতায়, অনেকের দু-চার টাকা দানে, অনেকের হাজারে কি লাখে সাহায্য করছেন। অনেকে নিয়মিতই করছেন। অনেকে কষ্টকরে নিজেই ছুটে যাচ্ছেন কুতুপালংসহ নানা স্থানে, সাহায্য করছেন, অনেকে সমন্বিত উদ্যোগ নিয়ে বড় পরিসরে কাজ করছেন।


এ পার্থক্যগুলোও জ্ঞানের, অাবেগের কারণে ঘটে। অবশ্য বয়সও একটা ফ্যাক্টর। তবে এ নিয়ে আমাদের মধ্যে একটা তাড়া অবশ্যই তৈরী করতে হবে, আমাদের ভবিষ্যত প্রজন্মের মধ্যেও সেটিকে সঞ্চারিত করতে হবে। সেটিকে আরো বেগবান আর অর্থবহ করতে হবে। আমাদের নিজেদের আমলেও এর প্রতিফলন আনতে হবে। যাতে নিজেদের কর্মকান্ডকে সঠিক পথে এগিয়ে নেয়ার পাশাপাশি মহান আল্লাহর কাছে এর জন্য প্রকৃত কল্যান প্রার্থনা করতে পারি। এছাড়া মিডিয়াতে আমাদের সরব উপস্থিতি বর্তমান বিশ্বে গুরুত্বের দাবীদার। আমাদের চলমান প্রচেষ্টা যার যতটুকু থাকবে, সে আখিরাতে ততটুকু সম্মানিত হবে; দুনিয়াও বাদ যাবে না ইনশাআল্লাহ। আমীন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৪

চাঁদগাজী বলেছেন:


"আমরা দ্বীন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখি না। "

-মানুষ দ্বীন সম্পর্কে অনেক জানেন, আপনি আরো শিখুন

২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দ্বীন সম্পর্কে একটি নির্দিষ্ট পরিমাণ জ্ঞান থাকলেই মনে হয় চলা সম্ভব। বেশীর জন্য আলেম সমাজ তো আছেনই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.