নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়াময় দুই দুয়ারী ঘর

দুইদুয়ারী

নিরাপদ হবার অপেক্ষায়

দুইদুয়ারী › বিস্তারিত পোস্টঃ

একজন ন্যান্সি ও একটি বিনুডন সাংবাদিক নামধারী বরাহ শাবক

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৫২

খুব সম্ভবত ১৬ আগস্ট ৬০ টি (পত্রিকার ভাষায়) / ৭ টি (তার নিজের ভাষায়) ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন বাংলাদেশের একজন বিখ্যাত কন্ঠশিল্পী ন্যান্সি। এই খবর প্রথম আলো সহ অন্য সব পত্রিকায় বের হয়।



২০ আগস্টে প্রথম আলো পত্রিকায় এক স্বাক্ষাতকারে এই শিল্পী বলেন, তাকে এবং তার পরিবারকে কেন্দ্র করে অনেক কিছুই ছাপানো হয়েছে যা অসত্য। আরো বলেন, তিনি সাত টি ঘুমের ওষুধ খেয়েছেন। তার মধ্যে যে হতাশা কাজ করছিল তিনি এর পিছনের কারণগুলো ও তুলে ধরেন এবং একরকম আকুতি জানান, প্লিজ আমাকে বাঁচতে দিন।



এই গেল প্রাথমিক কথা। একজন শিল্পী যিনি নিজে মানুষ। মানুষ হিসেবে তার ব্যক্তিগত অনেক সমস্যা থাকতে পারে। তিনি আত্মহত্যার চেষ্টা করতে পারেন। এ কে কেন্দ্র করে কিছু লোক গুজব ছড়াতে পারে, মজা নিতে পারে তাদের ভিতরে থাকার পশুত্বের প্রাধান্যের কারনে। ধরে নিলাম, যাক ওসব। কিছুদিন পর ঠিক হয়ে যাবে। ন্যান্সি যখন বেঁচে থাকার আকুতি জানিয়েছেন তখন সবাই সবকিছু ভুলে যাবে। আসল কথা তিনি সুস্থ হয়েছেন। এখন আবার গানে ফিরবেন।





কিন্তু এরপর ও এই সঙ্গীতশিল্পীকে নিয়ে এক "বিনুডন সাংবাদিকের" উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট দেখে না লিখে পারলাম না। এই " তথাকথিত সাংবাদিক" এর আচরনে একটা শুওর বৎসের লক্ষণ দেখতে পেলাম যে।



সাংবাদিকতা একটা পবিত্র পেশা। বস্তুনিষ্ট সৎ সাংবাদিকতা এই পেশার সততা, এর মেরুদন্ড। নিজের কুৎসিত জিঘাংসা চরিতার্থের জন্য যারা একে ব্যবহার করে তারাই এই পেশাকে নিম্নস্তরে নিয়ে যাচ্ছে এবং জনৈক মন্ত্রীর খবিশ গালকে যুক্তিযুক্ত করে তুলছে।



আমি নিচে কিছু প্রমাণ দিচ্ছি। সোহেল অটল নামে একজন বিনোদন সাংবাদিক ন্যান্সির বিরুদ্ধে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাস তিনি দিতেই পারেন। আমি এতে দোষের কিছু দেখছি না। ফেসবুক স্ট্যাটাস তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেই স্ট্যাটাসে ইত্তেফাকের এক "বিনুডন সাংবাদিক" এর কমেন্ট আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ছবিতে লাল করে দেয়া হয়েছে।







লিংক





আমার আগ্রহ ছিল সেই চোত্রা পাতা কি জিনিস দেখার। দেখলাম ৪ সেপ্টেম্বর, ২০১৪ ইত্তেফাকের বিনোদন পাতায়। এক উদ্দেশ্যপূর্ণ, কুৎসিত, ব্যক্তি আক্রমণ মূলক লেখা লিখেছে এই "বিনুডন সাংবাদিক"







বড় করে দেখুন



সরাসরি লিংক- ইত্তেফাক





এই লেখা লাইন বাই লাইন ধরে বলা যায় এটি লেখা হয়েছে একজনকে অপদস্ত করার জন্য। বিনুডন সাংবাদিক পত্রিকায় তার "পাওয়ার" দেখিয়েছেন।



আমাদের মহান সাংবাডিক সাহেব চুত্রা পাতা রেডি করে দিয়েছেন ন্যান্সিকে। তাই আমিও দায়িত্ব মনে করলাম, তিনি যে চুত্রা পাতা রেডি করনেওয়ালা তা সবাইকে জানানোর।



বিনোদন সাংবাদিকতার নামে এই ব্যক্তি আক্রমন ও কুৎসা প্রচার এর প্রতিবাদ করুন। হতে পারে ন্যান্সির রাজনৈতিক মত বা পথ ভিন্ন, কিন্তু তার উপর এই সাংবাদিকতার নামে করা অপরাধের প্রতিবাদ করা দরকার।





মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.