নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অামার অামি"

অামার অামি

শাকিল অারাফাত

ভালোবাসি দেশকে

শাকিল অারাফাত › বিস্তারিত পোস্টঃ

ওহে আরব তোরা যে শুধু নবী(সঃ) এর বংশধর ই না তোদের ভিতর যে আবু জেহেল, আবু লাহাবের রক্তও আছে তা বারংবার ভুলে যাই

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৮

অস্ট্রিয়াতে শরনার্থী শিবিরে একজন সিরিয় শরনার্থীকে এক সাংবাদিক প্রশ্ন করছিলেন এখানকার শরনার্থীদের কি অবস্থা? পাশে এক অস্ট্রিয় মহিলা শরনার্থী শব্দটার তীব্র প্রতিবাদ করে বলেন তারা মানুষ আমাদের অতিথি,জার্মানীতে হাজার হাজার মানুষ নিজেরা মিলিয়ন ডলার চাঁদা তুলে সরকারকে দিচ্ছে সিরিয়ানদের সাহায্য করার জন্য।যে ফ্রান্সে কয়েকদিন আগে হিজাব নিষিদ্ধ করেছিলো তারা বলেছে সিরিয়ান শরনার্থীরা অবশ্যই তাদের ইচ্ছানুযায়ী পোশাক ও প্রার্থনা করতে পারবে।তাদের কোন বাধা নেই।পোপ তো জাতি বর্ণ নির্বিশেষে সিরিয়ানদের সাহায্যের জন্য আকুল আবেদন জানালেন।
আর আরবের রাঘব বোয়ালগুলো সিরিয়ান মুসলিমদের নিচু জাত বলে।তারা নাকি কাজ করে না।ছিঃ।একজন মুসলিম কিভাবে আরেক মুসলিমকে একথা বলে!আরে তোরা কি করিস।তেল বিক্রি করিস আর বিদেশে প্রমোদভ্রমনে যাস।আজও সৌদি বাদশাহ ইউ এসে গেলেন।তার জন্য একটি পুরো ৫ তারকা হোটেল ফাঁকা করে সবকিছু সোনার পাতে মোড়ানো হয়েছে।আর আরেকদিকে যে তোদের মুসলিম ভাইগুলো না খেয়ে মরছে, একটু আশ্রয় চাইছে তোদের জমিনে তাও দিচ্ছিস না।

তাইতো ভাবি তোরা শুধু নবী সঃ এর বংশধর এটাই সবাই ভাবি কিন্তু তোদের ভিতর ই যে আবু জাহেল আবু লাহাবের জিনও আছে বারবার ভুলে যাই।

http://shoebat.com/2015/09/06/why-dont-the-filthy-rich-arab-muslim-gulf-states-have-to-take-in-any-muslim-refugees-from-syria-while-europe-and-the-u-s-are-being-forced-to/

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



সিরিয়ার তরুণরা পশ্চিমে পালিয়ে যাচ্ছে, তাদের দেশকে কে রক্ষা করবে?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫০

শাকিল অারাফাত বলেছেন: সিরিয়ার সব তেলখনি আইএস দখল করেছে।পুরো দেশটাই ওদের কব্জায়।অবাক করা বিষয় সিরিয়াতে রাশিয়ার সৈন্যঘাটি আছে।ন্যাটো ১০ হাজার বোমা মারছে বিভিন্ন আইএস ঘাটিতে তারপরও আইএস জিতে চলেছে।সৌদি কাতার ওমান ওদের অর্থসাহায্যও দিচ্ছে।রাশিয়া হয়তো এবার আগাবে।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮

শাকিল অারাফাত বলেছেন: এক্ষেত্রেও তো আরব লীগের ভুমিকা শূর্ণ্য।আরব লীগ চাইলেই আই এস কে কয়েকদিনেই শেষ করতে পারতো।কিন্তু আই এসের প্রতি আরবের একটা নিরব সমর্থন আছে।সিরিয়ান মুসলিমদের তারা বলছে মডারেট মুসলিম আর আই এসরাই নাকি প্রকৃত মুসলিম।হাস্যকর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.