![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজার বছরের সভ্যতাটা আজও অস্তিত্বের আর্তনাদে মশগুল। সময়ের ধূর্ত শকুনরা গোগ্রাসী হয়ে গিলছে সেই সভ্যতার সোপান।আর কত! আর কত! চিৎকার শুনি চারিদিকে।প্রথমে আর্যদের ভক্ষণ তার পর মোঘলদের লুন্ঠন আর অতঃপর ব্রিটিশদের ধর্ষণ।এরপর, এরপর তো আরো ভয়ানক ! পাকি কুত্তাগুলোর নেক্রোফিলিয়া। তারপরও হারিয়ে যায়নি। হয়তো পঁচা মাংসটুকুও কেউ ঝলসে খাবে তারই অপেক্ষায়।তারপরও স্বপ্ন দেখি আবারও জেগে ওঠার।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
শাকিল অারাফাত বলেছেন: তাই তো।জেগে জেগেও দেখতে হবে
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৪
আমিই মিসির আলী বলেছেন: স্বপ্ন ই দেখুন।