![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাম্প্রতিকতম বিষয় তনুৃর ধর্ষণশেষে মৃত্যু বিষয়টার পর দেশের নিরাপত্তা নিয়ে সত্যিই চিন্তিত।কোথায় হয়েছে জানেন তো।কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে।ক্যান্টনমেন্ট একটা দেশের সবচেয়ে নিরাপত্তাবেষ্টিত জায়গা।জানা যায় মারার আগে হরর মুভির মত কতক্ষণ তনুকে তাড়িয়ে ধরা হয়েছিল।ক্যান্টনমেন্টের কোন সিসিটিভিতে সে ফুটেজ নেই।নষ্ট ছিল নাকি।আশেপাশে প্রতি মোড়ে এমপি চেকপোস্ট। তারপরও এই ঘটনা।এতটাই অরক্ষিত ক্যান্টনমেন্ট।বোধকরি আই এস বা আরকার আর্মি বা জোঙ্গিগোষ্টির কয়েকজন এজেন্ট, স্পাই বা সামান্য চোরও নিরাপদে সেনাবাহিনী অস্ত্রাগার লুট করে সেই বোমা বাংলার মানুষের উপরে ফেললেও কতৃপক্ষ বলবে সিসিটিভি নষ্ট।২০ হাজার টাকা বা একটা ব্লাক বেঙ্গল ছাগল এই কি বাঙ্গালী জীবনের মূল্য।৩০ লক্ষ জীবন আর ২ লাখ মা বোনের ইজ্জতে পাওয়া স্বাধীনতা রক্ষা করতে হবে।শুধু তনু হত্যার বিচারই চাই না সাথে চাই সেদিন নিরাপত্তার দায়িত্বে থাকা সবার জবাবদিহিতা, চাই ক্যান্টনমেন্টের নিশ্ছদ্র নিরাপত্তা।আমাদের আর একজন জাতির জনক বঙ্গবন্ধু নেই,যে বাঙ্গালিকে হারিয়ে যাওয়া স্বাধীনতা পুনঃরুদ্ধার করে দেবে।সচেতন হতে হবে এখনি।
#Justicefortonu
২| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৬
শাকিল অারাফাত বলেছেন: ক্যান্টনমেন্টের ভিতরে নিশ্চয়ই শুনি নি।যেখানে নিরাপত্তা নিয়ে কোন টেনশন থাকে না
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৩
বিজন রয় বলেছেন: কেন এর আগে কি দেশে কোন ধর্ষনের ঘটনা ঘটেনি?
আগে কি আপনার এটি মনে হয়নি যে অশনি সংকেত?