নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

"সামাজিক, না অসামাজিক যোগাযোগ সাইট........

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

নীতিকথা গুলো এখন ফেসবুক, বল্গের ওয়ালেই সীমাবদ্ধ।
বাস্তবে আর এগুলা দেখা যায় না......!! :-)
.
★এখন চোর গুলো ও চুরি করার আগে, ফেবুতে স্টাটাস দিয়া যায়....
"আসুন সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই, দেশের সম্পদ রক্ষা করি।

★এখন খুনি গুলো ও খুন করার আগে স্টাটাস দে.....
"জীব হত্যা মহাপাপ। সবাই জীবে দয়া করুন।

★ধর্ষক গুলো ও আজকাল, ধর্ষণ করার আগে স্টাটাস দে.....
"মেয়ে জাতি মায়ের জাতি, তাদের সম্মান করতে শিখুন।

... কি আর বলব? বলার কিচ্ছুই নাই। এখন আর মানুষ এগুলা নিয়ে ভাবে নাহ।
যে যার মত আছে..... আর হুম সামাজিক যোগাযোগ সাইট গুলো তোহ আছেই,
কিচ্ছু হলেই ওইখানে আন্দোলন, ফান্দোলন শুরু কইরা দিবে। :3

...খুব ছোটবেলায়, সামাজ বিজ্ঞান বইতে পড়ছিলাম, "মানুষ সামাজিক জীব"....
আচ্ছা, এই জন্যেই কি, যোগাযোগের মাধ্যম গুলোকে, "সামাজিক যোগাযোগ সাইট"
নাম দেওয়া হয়েছে???

আচ্ছা, মানুষ গুলো যদি অসামাজিক জীব হইত, তাহলে কি এই সাইট গুলোর
নাম তখন অসামাজিক সাইট হইত??
এর উত্তর.... হয়ত "হ্যাঁ"....
কারন মানুষকে নিয়েই তোহ সব!! :-)

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

বার্ণিক বলেছেন: ভালো লাগলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন..... :-)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

রাজ বিদ বলেছেন: সহমত। নীতিকথাগুলো শুধু শো আপ করার জন্যই তো বরাদ্দ থাকে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সেটাই.....যথার্থ বলেছেন। :-)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬

অগ্নি কল্লোল বলেছেন: চালিয়ে যান।।।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ.... আপনাকে! :-)

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১

রাহাত চৌধুরী(দুঃখ বিলাসী কবি) বলেছেন: খুব ভাল বলেছেন

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। :-)

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনাকে ও অসংখ্য ধন্যবাদ... ভালো থাকবেন। :-)

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৬

দিগন্ত জর্জ বলেছেন: ”এখন চোর গুলো ও চুরি করার আগে, ফেবুতে স্টাটাস দিয়া যায়....
"আসুন সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই, দেশের সম্পদ রক্ষা করি।”

আসলেই তাই। নীতিকথা বলতে তো ভ্যাট লাগে না, তাই বলেই খালাস। কিন্তু তা মানতে গেলে তো নিজের নীতির বিরুদ্ধে যেতে হয়, তাই বাস্তব প্রয়োগটা হয় না।
ভালো বলেছেন। আপনার সাথে সহমত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হ ভাই ঠিকই বলেছেন,," নীতিকথা বলতে তো ভ্যাট লাগে না"।

অসংখ্য ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ মন্তব্যটা করার জন্য!! :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.