নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

"পবিত্র ভালোবাসা পবিত্র থাকুক... (প্রকাশ্যে চুমুর মোধ্যে নয়)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

(পড়ার অনুরোধ রইল.....)

,,বার্গার, বেলুন, বাবল, ফুচকা, চটপটি, টিক্কা,
তন্দুরী, কাচ্চি, তেহারী, পাখি জামা, এসবের
নিচে ভালোবাসা চাপা পড়ে কি হাঁপাচ্ছে ??
হাতধরাধরি, চুমু ভালোবাসাকে কি লজ্জিত করছে না ???

পবিত্রতার সংজ্ঞা কী ?
আমার বোন যদি রাস্তায় দাঁড়িয়ে চুমু খায়,
কোন ছেলের সাথে সেটি পবিত্র,
নাকি আমি কোন মেয়ের সাথে চুমু খাই সেটি পবিত্র ???

আমার কাছে পবিত্রতা জিনিসটি আপেক্ষিক। কোন
জাতি কোনটাকে পবিত্রতার মাপকাঠি ধরে
সেটির উপর নির্ভর করে পবিত্রতার ধারণা।
আমাদের নৈতিকতার উৎস ধর্মগ্রন্থ (কুর'আন, বেদ, ত্রিপিটক, বাইবেল)।
এসব গ্রন্থ কি তা সমর্থন করে, যা আমরা করছি ???

ফুল পবিত্র। আজ হয়ত প্রত্যেক জুটিই লালগোলাপ
দিয়ে প্রিয়জনকে শুভেচ্ছা জানিয়েছে...
এখন প্রশ্নঃ আপনার ভালোবাসা কতটুকু পবিত্র ???

"প্রকাশ্য চুম্বনের মাঝে কতোটা
ভালোবাসা আছে আমি জানিনা।

সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আজাদের পুত্র এতো
সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রথমে ফেসবুকে
ইভেন্ট খুলে, তারপর প্রকাশ্য চুমুর ছবি প্রকাশ করে,
বস্তুত বাঙালিয়ানাকেই বুড়ো আঙ্গুল দেখালেন।
বাঙালির ভালোবাসা তার লাজুকতায়ই শোভা পায়!

সাহস ভালো, দুঃসাহস বিপদজনক।
তীব্র বাঙালি জাতীয়তাবাদী হুমায়ুন আজাদের
ছেলে "অনন্য আজাদ" শেষমেশ তার পিতাকেই
অপমান করলেন আজ।
হুমায়ুন আজাদ শুধু একটি ভুল দেশেই জন্মান নি,
জন্ম দিয়েছেন একটি ভুল পুত্রেরও!! :-)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

অগ্নি কল্লোল বলেছেন: একমত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সহমত
দেওয়ার জন্য.... ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.