নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

"পৃথিবীর সব মানুষের সাথে মায়ের পার্থক্য....

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

মাঝে মাঝে ভাবি পৃথিবীত সমস্ত মানুষের সাথে
মায়ের পার্থক্য কি? বেশি ভাবতে হয় না। উত্তর
পেয়ে যাই। ছোট্ট একটা কথাই বলি, বড় বড় ব্যাপার
রেখে।

আমার এখানে থেকে বাসায় আসতে যেতে কমপক্ষে
৮ ঘন্টা সময় লাগে। এরমধ্যে অনেকের সাথে অনেক
কথাই হয়। এলাকায় পৌছালেতো আরো বেশি, "কবে
আসলি, কতদিন থাকবি, কবে যাবি"-এইসব। বাসায় যাই
বা ফিরে আসি একমাত্র মা-ই জিজ্ঞেস করেন
"রাস্তায় কিছু খেয়েছিস?"
এটাই পার্থক্য!

আবার আসার সময়, রাস্তা পর্যান্ত আমার ব্যাগটা এনে দিয়ে বলে
"রাস্তায় গাড়ী থামলে কিছু খেয়ে নিস"


পৃথিবীর সব মানুষের ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয়,
তার পর ও মায়ের ভালোবাসার সমপরিমাণ হবে নাহ।
এক্কেবারে নিঃস্বার্থ ভালোবাসা যাকে বলে।

তারপর ও বুঝি নাহ, মানুষ কেনো এটার অবহেলা করে..
কেনই বা বৃদ্ধাশ্রম গুলা তৈরি হয়?
কেনই বা বৃদ্ধ বয়সে তাদের অন্যদের কাছে হাত পাততে হয়?
কেনই বা ওদের ফ্লাইওভারের নিছে রাত কাটাতে হয়?


একটু চিন্তা করে দেখুন তোহ, আপনি যখন ছোট ছিলেন আর ওরা যখন কর্মঠ ছিল, গায়ে শক্তি ছিল, তখন কি ওরা আপনাকে এ কাজ গুলা করতে দিছে?
তাহলে ওদের সাথে কেন উল্টোটা হবে.?
ওরা কেনো ওদের অধিকার থেকে বঞ্চিত হবে?

ওরা তোহ ওদের কর্তব্য ঠিক ভাবেই পালন করেছে, যতটুকু সম্ভব!
তাহলে আপনি কেন এদের বঞ্চিত করবেন?

এর উত্তর গুলা আমার জানা নেই,
হয়ত ব্যাক্ষা ও নেই....

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুঃখজনক বাস্তবতা- কেউ মনে রাখে না মায়ের মমতা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম ঠিক....

মন্তব্যের জন্য ধন্যবাদ!

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


দেশের অর্থনীতি, সমাজনীতিতে পরিবার ব্যবস্হা ভেংগে যাচ্ছে; দেশের ১ কোটী লোক বিদেশে চাকুরী করছে; এক বিরাট অংশ বেকার, সবকিছু পরিবারের উপর আসছে।
যাসব পরিবারের আয় আছে, পড়ালেখা করেছে, তাদের এসব সমস্যা কম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: মানলাম আপনার কথা, তাই বলে কি জন্মদাত্রী মাকে এভাবে পেলে দিয়ে আসবে?

আরে অনেক শিক্ষিত পরিবারে ও আমি এটা দেখেছি,
ভাবতেই অবাক লাগে এগুলা।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.