![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!
সবার মতামত আশা করছি...
"ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়?
ওরা কথায় কথায় ধমক মারে" শিকল পড়ায় আমার পায়"
-প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী আব্দুল লতিফের।
বাঙ্গালীদের ভাষা আন্দোলন আর স্বাধীনতা যুদ্ধ জাতিকে এনে দিয়েছিল পরাধীনতার গ্লানিথেকে মুক্ত করে, মাতৃভাষায় কথা বলার অধিকার আর একটি স্বাধীন সার্বভৌম জাতির স্বীকৃতি।
.
একুশ মানে কারো কাছে মাথা নত না করাঃ-
পৃথিবীতে এমন ইতিহাস বিরল যে জাতিকে ভাষা ও স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছে। প্রতিটি জাতি চায় নিজস্ব ভাষার স্বাধীনতা, প্রাণ খুলে কথা বলার অধিকার আর স্বাধীন ভূমিতে বসবাস করার স্বীকৃতি।
১৯৫০ সালে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও ১৯৫২ সালের ২৬ জানুয়ারি খাজা নাজিমুদ্দিন পুনরায় ‘‘Urdu and Urdu shal be the state language of Pakistan’’ একই ঘোষণা দিলে, উপস্থিত ছাত্র-যুবকেরা সমাবেশেই No No No It can't be ধ্বনি তুলে তার সে ঔদ্ধত্যপূর্ণ ঘোষণার সমুচিত জবাব দেয়। এই ঘোষণার ফলে ছাত্র-বুদ্ধিজীবী- পেশাজীবী ও সর্বস্তরের বাঙ্গালীদের মধ্যে দারুণ ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়। আন্দোলন তীব্র আকার ধারণ করে, এই আন্দোলনের ফলেই ৩০ জানুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়, একই দিনের জনসভায় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি’’ গঠন করা হয় এবং ২১ ফেব্রুয়ারি'কে ভাষা দিবস পালন করা ও দেশব্যাপী হরতাল আহবান করা হয়। উক্ত হরতালকে বানচাল করার
লক্ষ্যে তৎকালীন গবর্নর নুরুল আমীন সরকার ঢাকায় তার পূর্ব রাতে ১৪৪ ধারা জারি করে। কিন্তু সংগ্রাম পরিষদ ১৯৫২ সালের ২০ ফেব্রুয়ারি রাতে গণবিক্ষোভের আয়োজন করে এবং ১৪৪ ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষার দাবিতে ‘‘রাষ্ট্রভাষা বাংলা চাই’’
স্লোগান তুলে এগিয়ে যেতে থাকলে পুলিশের বর্বরোচিত আক্রমণের সম্মুখে পড়ে এবং পুলিশের
গুলীতে ঘটনাস্থলেই প্রাণ হারায় রফিক, সালাম, বরকত, সাত্তার, জববার, রুমিসহ শহীদ হয় আরও অনেকে,
আহত হয় বহু সংখ্যক প্রতিবাদী। রাজ পথ রক্তে রঞ্চিত হয়ে ওঠে।
অবশেষে তীব্র বিক্ষোভের মুখে সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়এবং সাময়িকভাবে প্রাদেশিক মুখ্যমন্ত্রী নূরুল আমীন ‘‘বাংলা’’কে অন্যতম জাতীয় ভাষা করার সুপারিশ সংবলিত একটি প্রস্তাব প্রাদেশিক পরিষদে
উপস্থাপন করেন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অতঃপর ১৯৫৬ সালের সংবিধানের ২১৪ নং অনুচ্ছেদে
বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয় এভাবে আমাদের ভাষার ও জাতির বিজয় অর্জিত হয়।
.
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, ১৩৫৮ বাংলা ৮ই ফাল্গুন ভাষা যুদ্ধ এনে দিয়েছিল বাঙ্গালীদের
সেই কাঙ্ক্ষিত অর্জনখানি। এরই ধারাবাহিকতায় এসেছিল ১৯৭১ এর মুক্তিযুদ্ধের প্রেরণা ও স্বাধীনতা
'একুশ সাংস্কৃতিক আন্দোলনের আলোক নিদের্শকঃ-
২১ আমাদের সংস্কৃতির কথা বলে, একুশ আসলেই জেগে উঠে প্রাণ। একুশের বই মেলা, বাংলা একাডেমী
কর্তৃক সারা দেশে কবিতা উৎসব, বাংলার হাটে ঘাটে বসে মেলা, বাউল করে গান-পালা বসে চলে রাতভর, ভাটিয়ালী, পল্লীগীতি, চাষী, কামার, জেলে, তাঁতী সমস্বরে গায় মেঘ বৃষ্টির গান। নবান্ন
শেষ হলেও এখানে শেষ হয় না পিঠা খাওয়ার ধুম।
একুশের শহীদ মিনারটির ৫২'র ভাষা আন্দোলনের সাক্ষী প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে ও জাতীয় শহীদ মিনার বাংলার বীর শহীদদের শির। ঐ দিন প্রত্যুষে খালি পায়ে বাংলা বর্ণমালা খচিত শাড়ি, ফতুয়া, পাঞ্জাবী,
ছেলোয়ার, কামিজ, উড়না, শার্ট, টি-শার্টে বাংলা হরফ একুশের তথা ভাষা আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়। দিনভর চলে একুশ নিয়ে আলোচনা, গল্প, নাটক, গান। তাই একুশ বার বার ফিরে আসে বাংলার দ্বারে দ্বারে জানাতে সম্মান সেই সব শহীদ ভাষা সৈনিক বীরদের, স্মরণ করিয়ে দেয় তাদের অবদান, অর্জনকে ধরে রাখার, মর্যাদার যেন ক্ষুণ্ণ না হয় বিন্দুমাত্র। রফিক, সালাম, বরকত, জববার, রুমি এবং অংশগ্রহণকারী সকল শহীদ/ জীবিত ভাষা সৈনিকদের, আমি তাদের চরণে জানাই হাজার সালাম।
.
একুশ আসে একুশ যায়, তবুও স্বীকৃতি মেলেনা তাদেরঃ-
ভাষা আন্দোলনের ৬০ বছর পরেও আমাদের ভাষা শহীদদের নামের সুষ্ঠু তালিকা তৈরি হয়নি। যা অনেক পূর্বেই প্রস্তুত করা প্রয়োজন ছিল। নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তাদের সাথে পরিচয় করিয়ে
দিতে এই তালিকা অত্যন্ত গুরুপূর্ণ। প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি আসে এবং চলেও যায়। কিন্তু জীবনমানের পরিবর্তন হয় না ভাষা সৈনিক ও তাঁদের পরিবারের। এদের জন্য রাষ্ট্রীয় সহায়তা ও সম্মান নিশ্চিত করার আহ্বান সকলের..!
.
ভাষা আন্দোলনে শরিক হওয়াদের অনেকেই এখন বেঁচে নেই। যারা বেঁচে আছেন তাঁরাও জীবন সায়াহ্নে।
যাঁদের জন্য আজ বাংলা ভাষায় অবাদে কথা, তাদের রীতিমতো ভুলতে বসেছে এ প্রজন্ম। শুধু ২১শে ফেব্রুয়ারি এলেই কারো কারো খবর নেয় সংবাদ কর্মীরা। তবে বছরের বাকি সময় কেউই খোঁজ নেয় না তাদের।
.
পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ুক বাংলাঃ-
সারাবিশ্বে বাংলা ভাষার স্থান ৭ম। পৃথিবীর প্রায় ২৮ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে।
জনসংখ্যার দিক দিয়েও বাংলা ভাষা কম সম্মানের আসনে নেই।
.
জাতিসংঘের প্রতিটি রাষ্ট্রে ভাষা দিবস উদযাপনের স্বীকৃতি, জাতীয় ও প্রশাসনের প্রতিটি
স্তরে সংবর্ধনাসহ সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে বাংলা ভাষার ব্যবহার ও প্রজ্ঞাপন সর্বোপরি হাইকোর্ট কর্তৃক ছয়টি বিচারের রায় বাংলায় প্রদান এবং জাতীয় সম্প্রচার মাধ্যম বাংলা ভাষারই বলিষ্ঠ দখলের বহিঃপ্রকাশ। বাংলা ভাষা আজ বিদেশীদের কাছেও যথেষ্ট সহজবোধ্য এবং আদৃত। তাই বিদেশীদের মুখেও যখন বাংলা বলতে শুনি তখন আসলেই বাংলা ভাষার আন্তর্জাতিকতায় নিজ ভাষার প্রভাব বিস্তারের প্রমাণ স্মরণ করিয়ে দেয় যে, বাংলা ভাষা কতখানি
গ্রহণযোগ্য ও স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিকভাবে।
.
এমনকি হাজার মাইল দূরের "সিয়েরা লিওন" বাংলা ভাষাকে দিয়েছে বিশেষ মর্যাদা! ভাবা যায়....
.
উপসংহারঃ-
মুক্ত আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের সংস্কৃতি বর্তমানে অবহেলিতই বলবো। আমাদের ইলেকট্রনিক মিডিয়ার বলিষ্ঠ ও মানসম্মত অনুষ্ঠান যেন এখন আর খুঁজে পাওয়া ভার। বাংলার আদর্শ গৃহিণীরা অবসরে দিনভর তাই প্রতিবেশী চ্যানেলে ডুবে থাকেন। এক্ষেত্রে আমাদের সংস্কৃতির মারাত্মক ক্ষতির সম্মুখীন। বাংলা ও বাঙালিদের নিজস্ব সংস্কৃতির দৈন্যদশা
প্রমাণ করে। আমরা নিজেদের সংস্কৃতিকে আর হারাতে চাই না। আমাদের সংস্কৃতি ও স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি খেলুক তা চাই না, যেমনই আছি, যেমনই থাকি, নিজস্ব সংস্কৃতি নিয়েই বড় হতে
চাই। তাতেই হবে আমাদের মুক্তি, তাতেই আসবে আমাদের শান্তি।
[ছবি সংগ্রহঃ ইন্টারনেট থেকে]
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে,
আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য.....
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: :-)
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭
মাদিহা মৌ বলেছেন: প্রিয়তে রাখলাম। চমৎকার ফুটিয়েছেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য,,
ভালো থাকবেন।।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
নুরএমডিচৌধূরী বলেছেন: য়তে রাখলাম। চমৎকার ফুটিয়েছেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার উৎসাহ মূলক মন্তব্যের জন্য,
ভালো থাকবেন।।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
নুরএমডিচৌধূরী বলেছেন: প্রিয়তে রাখলাম। চমৎকার ফুটিয়েছেন।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৯
মহসিন৭১ বলেছেন: http://www.bbarta24.net/blog/2016/02/20/21604 শেয়ার করলাম
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আপনাকে। লেখাটা শেয়ার করার জন্য,
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এরকমভাবে আরো বেশি বেশি বেশি দিন লেখা দরকার.।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ আপনাকে,
আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য,
সামনে ইনশাল্লাহ, আর ও ভালো পোস্ট পাবেন।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
বিদ্যুৎ বলেছেন: খুব সুন্দর । এটা একটা আর্কাইভ হয়ে থাকবে। ভাল থাকবেন সব সময়।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলাম,
আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ,
আর ভালো থাকবেন।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার তথ্যবহুল পোষ্ট।।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ,
কৃতজ্ঞতা রেখে গেলুম,
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৫
নবাব চৌধুরী বলেছেন: আমার বেশ লেগেছে।অসংখ্য ধন্যবাদ এমন তথ্যবহুল লেখাটির জন্য।লেখাটি লিখতে আপনি অনেক আন্তরিকতা দেখিয়েছেন।আশা রাখি এই ধারাবাহিকতা অব্যহত থাকবে।ভালো লাগা রেখে গেলাম ভ্রাতা।শুভ রাত্রি।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলু।
আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ,,,
ভালো থাকবেন। :-)
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৯
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: ভালো লেগেছে। অনেককিছু জানতে পারলাম, অনেক অনেক ধন্যবাদ~
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম।
অনেক অনেক ধন্যবাদ,
ভালো থাকবেন। :-)
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৭
নিশ্চুপ জীবনের লুকোচুরি বলেছেন: অনেক ভালো লিহছেন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য, হাজার ও ধন্যবাদ.
ভালো থাকবেন। :-)
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০০
মুসলিম মাহমুদ বলেছেন: খুব ভাল লিখেছেন
তথ্যবহুল একটি লিখা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম ভ্রাতা।
আপনার ভালো লাগাতে পেরে আমি ধন্য, :-)
১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৯
প্রামানিক বলেছেন: তথ্যবহুল মূল্যবান পোষ্ট। ধন্যবাদ
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম,
অসংখ্য ধন্যবাদ।
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: একুশ নিয়ে চমৎকার লেখা।
একুশ মানে মাথা উঁচিয়ে বাঁচা।
+
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম,
আপনার ভালো লাগায় আমি ধন্য,
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮
সাইফুল আলম বিজয় বলেছেন: সুন্দর লিখেছেন , , , , ,
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৩
দ্বীপ্তশিখা বলেছেন: তথ্যবহুল একটি নিবন্ধ...ভালো হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম,
আপনার ভালো লাগায় আমি ধন্য।
১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা নিজেদের সংস্কৃতিকে আর হারাতে চাই না। আমাদের সংস্কৃতি ও স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি খেলুক তা চাই না, যেমনই আছি, যেমনই থাকি, নিজস্ব সংস্কৃতি নিয়েই বড় হতে
চাই। তাতেই হবে আমাদের মুক্তি, তাতেই আসবে আমাদের শান্তি।
দারুন একটি ফিচারের জন্য ধন্যবাদ।
একুশ আমাদের মৌলিক নীতিতে অটল থাকার শিক্ষা দিক।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম...ভ্রাতা।
আপনার ভালো লাগায় আমি ধন্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১
সামাইশি বলেছেন: একুশ নিয়ে মূল্যবান লেখা। আপনার উপস্থাপনাকে সালাম জানাই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম,
আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ,
ভালো থাকবেন।
২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
ভার্চুয়াল কবি বলেছেন: ভালো লিখেছেন। তথ্যে ভরপুর লেখা । ভালো লাগলো ।
কিন্তু গুলিতে প্রাণ হারানো তালিকায় যে রুমি , সে কোন রুমি, শহিদ জননী জাহানারা ইমামের ছেলে রুমি কি ??
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: জ্বী আপনি ঠিক ধরেছেন সেই রুমি।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২
থিওরি বলেছেন: ভাল লিখেছেন। কিন্তু একুশের মান নিয়ে আজ অনেকেই ছিনিমিনি খেলছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: জ্বী আপনি যথার্থই বলেছেন।
সে জন্যেই তোহ আমাদের এই অবস্থা।
তবে আমাদের হার মেনে নিলে চলবে নাহ।
সংগ্রাম করতে হবে।
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে!
২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩
দিল মোহাম্মদ মামুন বলেছেন: আপনার তথ্যবহুল লিখাটা খুব ভাল লাগলো, আমিও ভাষার উপর কিছু লিখলাম, আমার ব্লগবাড়িতে আসলে খুশি হবো।
ধন্যবাদ আপনাকে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনার ভালো লাগায় আমি ধন্য,
অবশ্যই আমি আপনার লেখা পড়ব।
২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
সোলায়মান সুমন বলেছেন: তথ্যবহুল লেখা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ,
ভালো থাকবেন।
২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: অসাধারন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।
অনেক অনেক শুভেচ্ছা রইল।
২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫
সোজোন বাদিয়া বলেছেন: ভালো লিখেছেন। কিন্তু কিছু মনে করবেন না, এমন কোনো কোনো লেখা আমরা প্রতি বছরই লিখছি। প্রশ্ন ওঠে যে স্বাধীনতার পর এই ৪৪ বছর আমরা ভাষার কতটুকু উন্নতি করলাম, আমাদের শিক্ষা-দীক্ষা-সংস্কৃতির কী উন্নতিটা আমরা করেছি? পাশের দেশ থাইল্যান্ডেও বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পূর্ণ ওদের মাতৃভাষায় সমাপন করা যায়। আমার খুব কষ্ট লাগে, লজ্জা লাগে, আপনার লাগে না?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কিচ্ছু মনে করব কেনো?
আপনি তোহ যথার্থই বলেছেন।
আমরা ভাষার জন্য রক্ত,জীবন দিয়েছি ঠিকি।
তবে সেটার যথাযথ ব্যবহার করছি নাহ।
এটা আসলেই অনেক খারাপ লাগে।
যাইহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২
মাহমুদা আক্তার সুমা বলেছেন: সত্যিই অসাধারন লিখেছেন আপনি। সম্পূর্ন ইতিহাসটাও আরো একবার ভালভাবে জানা হল। ভাষা শহীদদের সঠিক নামের তালিকা তৈরি এবং তাঁদের যথাযথ মর্যাদা দান করার আবেদন সবার।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম,
আপনার অনুপ্রেরণা মন্তব্যের জন্য, অসংখ্য ধন্যবাদ।
২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: অবশ্যই আপনার লেখাটা অনেক প্রশংসার দাবি রাখে। এবং খুব সুন্দভাবেই পোস্টটাকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। তবে-
আমি আজ সকাল থেকে দেখছি আপনি প্রায়ই পোস্টে আপনার এই পোস্টের লিঙ্কটা দিয়ে আসছেন? এটা ঠিক না। কারণ হয়তো সামনা সামনি কেউ বলার সাহস পাচ্ছে না, তবে অনেকেই মনে মনে মনঃক্ষুণ্ণ হন। এইভাবে লিঙ্ক বিতরন করা হতো, আজ থেকে একদুই বছর আগে। নিজের পোস্টের হিট বাড়ানোর জন্য! তবে এখন আর এই গুলো চলে না।
নিজের জন্য লিখবেন। পাঠকের ইচ্ছা হলে পড়বে, না হলে পড়বে না।
যাহোক ভাল থাকবেন। আর আমার কথাতে কিছু মনে না করলে খুশি হবো। আর মনে করলে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই!
শুভ কামনা!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনি ভুল বুঝেছেন, ভ্রাতা।
আমি পোস্ট হিট করার জন্য লিংক বিতরণ করি নাই।
পড়ার জন্যই করেছি।
যেহেতু পোস্টটা অনেক দীর্ঘ, সেহেতু অনেকে হয়ত পড়ে নাই।
বা কার ও দৃষ্টিতে পড়ে নাই, তাই এটা করছি।
আর আমি সবার পোস্টে ও এটা করি নাই,
সেটা যেহেতু আপনি সকাল থেকেই আমাকে ফলো করছেন,
সেহেতু আপনি অবশ্যই অবগত আছেন।
যাই হোক, ইহাতে আপনার যদি খারাপ লাগে, আমি দুঃখিত।
শুভ কামনা রইল, আপনার জন্য।
ভালো থাকবেন।
২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫
Atsboyarif বলেছেন: ভালো লাগলো।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম,,,ভ্রাতা!
আপনার ভালো লাগায় আমি ধন্য।
ধন্যবাদ, ভালো থাকবেন।
২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১
রাফা বলেছেন: শ্রদ্ধেয় আব্দুল লতিফের গানের দুইটি লাইন হাইলাইট করলেন অথচ ভুল লিখলেন !! এটা কি ঠিক হলো বলুন ?
ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়,
ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়।
এটা হলো মূল গানের কথা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আমি গানটা আসলে এই ভাবেই শুনছিলাম।
যাইহোক,ভুলটা ধরে দেওয়ার জন্য কৃতজ্ঞ আমি,
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জন্যে.
শুভ কমনা রইল, জনাব।
৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১০
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর উপস্থাপন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম,
মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
সত্যান্বেষী যুবক বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ লেখা.....।বেশ তথ্যবহুলও....।
লেখককে অসংখ্য ধন্যবাদ.
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনার ভালো লাগায় আমি ধন্য,
আর অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
সাইয়িদ রফিকুল হক বলেছেন: পড়েছি, ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম,,,ভ্রাতা।
আর আপনাকে ও শুভেচ্ছা রইল।
ভালো থাকবেন।
৩৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
রোমেল রহমান বলেছেন:
সুন্দর লিখেছেন। অনেক মোবারকবাদ। আপনার সাথে একমত্
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনার অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩
গেম চেঞ্জার বলেছেন: ভাল লিখেছেন। চালিয়ে যান।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম,,, ভ্রাতা।
অনেক গুলো শুভেচ্ছা রইল।
ভালো থাকবেন।
৩৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৮
বৃতি বলেছেন: চমৎকার পোস্ট। খুব ভালো লাগলো
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলুম,,, ভ্রাতা।
আপনার ভালো লাগায় আমি ধন্য। অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন।
৩৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১
আব্দুল্যাহ বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনার ভালো লাগায় আমি ধন্য,,
কৃতজ্ঞতা রেখে গেলুম,ভ্রাতা।
অনেক অনেক শুভেচ্ছা রইল।
ভালো থাকবেন।
৩৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
মো: নিজাম গাজী বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ লেখা.
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক শুভেচ্ছা নিবেন,
ভালো থাকবেন।
৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪১
শাহারিয়ার ইমন বলেছেন: ভাল হয়ে হয়েছে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: মন্তব্যের জন্য, ধন্যবাদ ভ্রাতা।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮
আমি ময়ূরাক্ষী বলেছেন: খুব ভালো হয়েছে। প্রিয়তে রাখছি।