নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

আজ কোন মা দিবস নয়! আজ হচ্ছে সেই মম দিবস!! (মা-বাবার খ্যাত ছেলেমেয়ে গুলাই মা-বাবাকে সবছেয়ে বেশী ভালোবাসে)

০৮ ই মে, ২০১৬ দুপুর ২:৫৪


'মায়ের খ্যাত মার্কা ছেলেমেয়ে গুলা এখনো জানে না, "আই লাভ মম" অর্থ কি? আর এটা বললেই বা কি হয়?
ওরা জানে না, বৃদ্ধাশ্রম কি? বৃদ্ধাশ্রমের ঠিকানা কোথায়..? ওরা জীবনের শেষ পর্যান্তই ওদের মা-বাবাকে সাথে রাখতে চায়...!!

'অন্যদিকে মায়ের তথাকথিত আধুনিক ছেলেমেয়ে গুলাই, যারা একদিনের ভার্চুয়াল লাইফের মা দিবসে এসে "আই লাভ মম" বলে চিল্লাইয়া গলা ফাটায়, তারাই কথিত বৃদ্ধাশ্রম গুলা চিনে, এবং জীবনের শেষ বয়সে তাদের সেখানেই ছূড়ে ফেলে আসে!!

"আজ কোন মা দিবস নয়, আজ হচ্ছে কথিত সেই মম দিবস। যারা বৃদ্ধাশ্রমে তাদের মম গুলকে সারা বছর দেখার সুযোগ পায় না! আজ তারাই মম দিবস পালন করবে....
আমার কোন মম নেই, আছে একটা মা!! সুতরাং আমার দিবসই নেই আজ!! -হ্যাঁ আমি খ্যাত! তাতে কোন সমস্যা?


পৃথিবীর সবছেয়ে অভাগা মানুষ হচ্ছে তারা, যাদের মা আছে অথচ তারা তাকে বৃদ্ধাশ্রমে রাখছে! কেনো ভাই? তোর এত্ত বড় পরিবারে এই একটা মানুষের জায়গা হয় নাহ কেন? কিচ্ছু বলার নাই এদের... X(

'পৃথিবীতে সবার প্রথমে আমি আমার মাকে চাই!
অতঃপর আমি আমার মাকে চাই!
শেষ পর্যান্ত আমি আমার মাকেই চাই!
এই জিনিষটার বিকল্প কিচ্ছু নাই!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মা দিবসে সকল মাকে সশ্রদ্ধ সালাম

২| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, ভালো থাকুক পৃথিবীর প্রতিটা মা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.