![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!
"ফেসবুকের পুরো নিউজফিড এখন কোপা-আমেরিকার সাপোর্টারদের দখলে! সবাই নিজ নিজ প্রো-পিক চেঞ্জের মাধ্যমে জানান দিচ্ছে যে, সে কোন দল সাপোর্ট করতেছে!!
এটা নিশ্চয় ভালো একটা মাধ্যম যে, আপনার প্রো-পিক দেখেই বুঝা যাচ্ছে আপনি কোন দল সাপোর্ট করেন।
যাইহোক, আমার লিখার গতি ওইদিকে নয়....
আমি যেটা বলতে চাচ্ছি তার মূল কথাই হলো এটা..
"বাঙালিরা আসলে বিরোধিতা জন্যেই অন্যের বিরোধিতা করে"!!
আজ কয়েকদিন ফেসবুকে দেখতেছি, ব্রাজিল সাপোর্টাররা আর্জেন্টিনার সাপোর্টারদের গালি দিচ্ছে, আর আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিলদের!!
এমনকি আমরা এই তর্কে আমাদের মা-বাবাকে ও গালি শুনাতে পিছপা হই নাহ!
ব্রাজিল সেভেন আপ খাইছে! আর্জেন্টিনা খেলা পারে নাহ! ব্রাজিল ৫বার চ্যাম্পিয়ন আর আর্জেন্টিনা ২বার! .... ব্লা ব্লা ব্লা! আমরা এধরনের লুলিত সমীকরণ মিলাতে ব্যস্ত!
পৃথিবীতে আমরাই মনে হয় একমাত্র জাতি যারা কিনা খেলার জন্যে এ লুলামি গুলা করে থাকি! কেউ একজন ব্রাজিল সাপোর্ট করছে তাতে আপনার চুলকায় কেন?
আর আর্জেন্টিনা সাপোর্ট করলেই বা আপনার চুলকাবে কেন? যার যেটা ভালো লাগে, যার যে দলের খেলা ভালো লাগে সে সেটাই সাপোর্ট করবে।
প্রকৃত ফুটবল প্রেমিরা কখনোই এ ধরনের তর্কে জড়ায় নাহ।
আর আজ আরেকটা জিনিষ দেখলাম..
একজন মেসির সাথে নেইমারের তুলনা করতেছে!
জিনিষটা দেইখা আমি অনেকখন হাসলাম!
কেমতে পারে এরা এগুলা? কোথায় মেসি আর কোথায় নেইমার! মেসির সাথে বড় জোরে পেলে,রোনালদোর তুলনা চলে, তাই বলে নেইমার ওতো এখনো বাচ্ছা একটা!
আমি বলছি না, নেইমার খারাপ খেলে! ও প্রচুর ভালো খেলে এবং আমি ব্যক্তিগত ভাবে ও ওর খেলা খুব পছন্দ করি। এবং আমি এটা ও মনে করি যে, ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল!
তাই বলেই মেসির সাথে নেইমারকে মিলাব?
আপনি যে দলেরই সাপোর্টার হোন না কেন, বুকে হাত দিয়ে আপনাকে বলতেই হবে যে মেসিই সেরা! এবং তার তুলনা সে নিজেই। যেখানে তার সম্পর্কে পেলে-মেরাডোনারা ও কিছু বলার সাহস করে না, সেখানে আপনি আবেগ দিয়ে বলেই পেল্লেন? মেসি-নেইমার এক!!
শুনেন ভাই, আবেগ দিয়ে অনেক কিছুই বলা যায়। কিন্তু বাস্তবতা অবশ্যই ভিন্ন! আপনি যদি একজন খাঁটি ফুটবল প্রেমী হোন তাহলে অবশ্যই এসব পার্থক্য বুঝবেন!
ধন্যবাদ....!!
০৪ ঠা জুন, ২০১৬ রাত ৯:৩৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে, ইটালি খেলবে কোপায়? মজার জোকস বললেন!
২| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:০৬
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ফেসবুকের ফুটবল ফ্রিক গ্রুপটাকে আনফলো করে রেখেছি এদের পাগলামোর কারনে। মিনিটে মিনিটে মেসি বনার রোনালদো আর ব্রাজিল বনাম আর্জেন্টিনা পোস্ট
০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:১৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, ভালোই করছেন। আমি ও এই আবালদের পাগলামিতে বিরক্ত! :'(
৩| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৩৫
সামু পাগলা০০৭ বলেছেন: পুরোপুরি একমত। নিজে কিছু সাপোর্ট করলেই অন্যের সাথে ঝগড়া কেন করতে হবে?
তবে আমি ফুটবল নিয়ে আমাদের বাংলাদেশীদের মারামারি কাটাকাটির কারনটাই বুঝিনা। কোথাকার কোন ব্রাজিল, আর্জেন্টিনা, কোপা এসব দিয়ে আমাদের কি?
যাই হোক ফুটবল না বুঝেও কমেন্ট করলাম। এটা নিয়ে মনে অনেক ক্ষোভ আছে এজন্যে।
আপনি অনেক ভাল থাকবেন ভাই।
০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:৪৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি ফুটবল না বুঝে ও বুঝার মত কিছু বলেছেন।।
আর সব বাস্তব কথা গুলুই বলেছেন।
আসলেই আমাদের বাঙালিরাই পারে একমাত্র এইসব করতে!
আপনি ও ভাই, ভালো থাকবেন।
৪| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৩
কালনী নদী বলেছেন: আমি কিন্তু ব্রাজিলের সাপোর্টার ভাইজান!
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:১১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ, ভালোই ত. ,,,
শুভ কামনা রইল ব্রাজিলদের জন্যে!
৫| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
হাসান রাজু বলেছেন: খারাপ কি ?
কিন্তু "এমনকি আমরা এই তর্কে আমাদের মা-বাবাকে ও গালি শুনাতে পিছপা হই নাহ!" এইটা কিন্তু ঠিক না । আমি দেখি নাই , এইটা হওয়া ই উচিত না । কিন্তু কমেন্ট গুলো মজার । খেলা দেখার উত্তেজনাটাই বেড়ে যায় এতে। অনেক দিন পর পর একটু হইহই রইরই খারাপ না ।
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে,, ফেসবুক ব্যবহার করেন ত নাকি?
যদি থাকে তাহলে নিশ্চয় দেখবেন এদের এইসব কাহিনী।
একদল একদলকে পচানিতে ব্যস্ত!
৬| ০৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৭
স্টাইলিশ বয় বলেছেন:
খেলার মধ্যে একটু উগ্রতার সাপোর্ট নিতে হয় এটাই স্বাভাবিক! আমি যেমন ব্রাজিলরে ভালবাসি নিজের গার্লফ্রেন্ডের মত। এখন আমার গার্লফ্রেন্ড লইয়া যদি কেউ বাজে কথা কয়, তাইলে কি আমি শুনবো?
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:২১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে, ভাইয়ু...আপনার কথা শুইনা একটু মগাই পাইলাম!
আর আপনার ব্রাজিলরে নিয়ে কেউ কিছু বলবেই বা কেন? আর আপনি ও কারোকে অন্যদল সাপোর্ট করার জন্যে কিছু বলবেন কেন? যার রুচি যেমন, তাকে তেমন ই তাকতে দেন না!
আপনি ব্রাজিল সাপোর্ট করেন এতে আমার বা অন্যের চুলকাবে কেন্? যদি চুলকায় তাহলেই ভাববেন এটাই উগ্রতা!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৬ রাত ৯:৩২
বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: কোপা আম্রিকায় আমার ইটালি খেলেনা কেনু
