নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

কাল থেকে অনেক কিছুতেই পরিবর্তন আসবে....পরিবর্তন হয়ে যাবে আমাদের আচার ব্যবহার ও!!

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৮

দুপুরের খাবার খাচ্ছি আর ভাবতেছি,,
আহা..কাল থেকে তো আর কেউই জিজ্ঞাস করবে না, "লাঞ্চ করছি কিনা! কিংবা কেউ বলবে না, খাওয়া টেবিলের উপ্রে রাখছি খেয়ে নে! :-)
.
অথবা কোথাও গেলে ও কেউ নাস্তা দিবে না! বলবে না দুপুরের খাবার খেয়ে যাইও! :-)
.
কাল থেকে অনেক কিছুতেই পরিবর্তন আসবে...
-"যে ছেলেটা বা মেয়েটা সারাদিন খাওয়ার উপর থাকত! তারাও কাল থেকে আর খাওয়ার ঘরে যাবে নাহ। ভুল করে কিছু খেয়ে পেল্লে ও সাথে সাথেই মুখ থেকে পেলে দিবে!
,
-যে ছেলেটা সাপ্তাহে একদিন জুম্মার নামাজ ছাড়া আর মসজিদের পাশে দিয়ে ও হাটত না, কাল থেকেই তাকে দেখা যাবে মসজিদের প্রথম কাতারে!
.
-যে মেয়েটা প্রতিদিন সন্ধ্যা হলেই "স্টার জলসা, জি বাংলা" নিয়ে ব্যস্ত থাকত! কাল থেকেই সে ইফতার তৈরীতে ব্যস্ত থাকবে!
.
-চা-দোকানীরা, হোটেল বাবুর্চিরা ও কাল থেকে আর সকাল ৬টায় নিয়ম করে ঘুম থেকে উঠবে নাহ,
খুলবে না তাদের একমাত্র উপার্জনের দোকানটাও!
.
-মা গুলো, বউ গুলো, আর কাজের মেয়ে গুলো ও কাল থেকে আর সকালের নাস্তা, দুপুরের খাবার তৈরি করবে নাহ।
.
আর কাল থেকে আরো অনেক কিছুতেই পরিবর্তন আসবে! আমাদের চলাফেরায়,কথাবার্তায়, আচার-আচারনে সব দিক থেকেই....!
.
কিন্তু কেনো এই পরিবর্তন? আপনার রবের হুকুম পালন করার জন্যেই তো নাকি?
আসলে রোজা এমন একটু ইবাদত যেখানে লোকদেখানোর কিছুই নেই। কারন আপনি ইচ্ছা করলেই কোন গোপন ঘরে ডুকে কিছু খেয়ে নিতেন পারেন। কিন্তু খাচ্ছেন না কেনো?
-এর উত্তর একটাই! আপনার রব সব দেখতেছে..!
"যিনি আমাদের অন্তর অন্তস্থলের খবর জানেন। যিনি গভীর সাগরের ভিতর মণি-মুক্তোর খবর রাখেন। যিনি শস্যের ভিতর তার দানার খবর রাখেন!" তিনি ওই আল্লাহ..যার জন্যেই আমরা রোজা রাখব!! :-)
.
যাইহোক, কাল থেকে রোজা শুরু...আমাদের চলাফেরা, আচার-আচারন নিয়ন্ত্রণ করা আমাদেরই দায়িত্ব। ইনশাল্লাহ, আমরা রোজা অবস্থায় এমন কোন কাজ করব না, যাতে আমাদের রোজার কোন ক্ষতি হয়! আর একটা কথা, রোজা কিন্তু এক ফরজ! আর নামাজ দিনে ৫ ফরজ! সুতারাং আমরা রোজা রেখে নামাজ যথাযথ ভাবে আদায় করিব!!
.
আল্লাহ, আমাদের সকলকে সুস্থ এবং সুন্দরভাবে ৩০ টা রোজা শেষ করার তাওফিক দান করুক!...
-আমিন!! :-)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৭

শেখক বলেছেন: সত্যিকারের শিক্ষাটা যদি নিতে পারতাম, অর্থাৎ সারা বছর যদি এগুলো অব্যাহত থাকতো...

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:২৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহা,তাহলে আমাদের জীবনটা কতই না পরিবর্তন হতো।
ইনশাল্লাহ, আমাদের এই রমজান থেকেই শিক্ষা নিতে হবে!

২| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩১

আহলান বলেছেন: ঈদ ফ্যাশানের বাহার সহ রাস্তায় কিছু নারীর চলন বলন দেখলে মনে হয় না যে চোখের রোজা বলেও কিছু একটা আছে, ঈদ উপলক্ষ্যে ধুম ধাড়াক্কা সিডি আর সিনেমার শুভ মুক্তি দেখে মনেই হয় না যে, রোজার সাথে ওগুলো সম্পূর্ণই বিপরীত। কিন্তু কি যে এক সমাজ ব্যবস্থা চালু হয়ে গেছে ... আল্লাহ আমাদের সবাইকে রোজার মাসটাকে সহিহ ভাবে খেদমত করার তৌফিক দান করুন ....

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আহা, ওরা ত ভাই শুধু উপোস থাকাটাকে রোজা মনে করে!! X(

আমিন।।
এবং ধন্যবাদ ভাই, আপনার সুন্দর মন্তব্যের জন্যে।।।।

৩| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫২

কালনী নদী বলেছেন: আল্লাহ, আমাদের সকলকে সুস্থ এবং সুন্দরভাবে ৩০ টা রোজা শেষ করার তাওফিক দান করুক!...
-আমিন!!

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: চুম্মা আমিন।।
ভালো রাখুক সকলকে।।

৪| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একবার 'আড়ং'- এ গিয়ে আমার চোখের রোজা ভাঙার উপক্রম হয়েছিল!@আহলান

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে, আড়ং এ কি হইছিল ভাই?

৫| ০৭ ই জুন, ২০১৬ রাত ২:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মেয়েদের পোশাখ কী আর বলবো। রোজার সময়।

০৭ ই জুন, ২০১৬ রাত ২:৩৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: থাকুক গে ভাউ, কিচ্ছু বইলেন না! X(
উনারা আবার রাস্তায় নেমে যেতে পারে!

৬| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:১০

সোজোন বাদিয়া বলেছেন: রোজার নামে লোকদেখানো ধার্মিকতা, রোজার নামে কাজে ফাঁকি, ত্যাগের নামে ভোগ (দেখুন সব পরিবারের খাবার বাজেট এই মাসে কেমন বেড়ে যায়) এটাই আমাদের সংস্কৃতি। আমাদেরকে এর ফল ভুগতে হবে।

আমরা কতদিন ধরে মোনাজাত করে যাচ্ছি যে আল্লাহ জালিমদের সুমতি দাও, প্যালেস্টাইনীদের বিজয়ী করো, ... স্মরণ করতে পারেন? কিছু মনে করবেন না, আমি আসমানী সমাধানের বিষয়ে পরম নিরাশাবাদী।

০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: রাইট, ব্রাদার!
এখন এইসব কিছুই চলছে!

৭| ০৭ ই জুন, ২০১৬ রাত ১০:১৬

বিজন রয় বলেছেন: রমজানুল মোবারক তুহিন।

রমজানের পত্রিতা সারাবছর সবার ভিতর অটুট থাকুক।
সেটা থাকলে আমরা অনেক সুখ হবো।

ভাল থাকেন।

০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আপনাকে।

আপনাকে ও অসংখ্য শুভেচ্ছা রইল!
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.