![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!
সূর্য পশ্চিমাকাশে হেলে পরার আর কত্ত দেরী পাঞ্জেরী?
এখনো তোমার দিপ্ত ভরা আলোয়, পেটের ক্ষুদা উঠেছে যে জেগে।
তুমি আকাশে, আমি লুটিয়ে পড়ি মাটিতে.....
বেলা ডুবার আর কত্ত দেরী পাঞ্জেরী!!?
.
ওকি নাড়িভুঁড়ির হাহাকার,
-ওকি রোনাজারি, ক্ষুদিতের !
ওকি পেটের গর্জন, ওকি বেদনা শরীরের !
ওকি শোকাতুর কান্নার জলে ভাসে...
...ক্ষুদার জয়ভেরী!!
দেখ চেয়ে দেখ সূর্য ডুবার আর কত দেরী কত দেরী!!
.
[ হে হে, পুরাপুরি মিলে নাই, তারপর ও মিলানোর ব্যর্থ চেস্টা!!]
১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: অবশ্যই ভাই
২| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
কল্লোল পথিক বলেছেন:
রোজার ক্ষুদায় অস্থির কবি!
১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে, কল্লোল ভাই। এখন খুব শান্তি লাগিচ্ছে।
সবই আল্লাহর ইচ্ছে!!
৩| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: আল্লাহ আপনাকে কষ্টের বিনিময়ে উত্তম পুরষ্কার দান করুক। আমীন।
১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আমিন।
আল্লাহ আপনাকেও এর উত্তম প্রতিদান দান করুক!
৪| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
বিজন রয় বলেছেন: হা হা হা ............
অনেক ধৈর্য্য ধরতে হবে।
১৫ ই জুন, ২০১৬ রাত ১১:২১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হ, বিজয় ভাই! অনেক।
এর পুরস্কার ও অনেক বড়!!
৫| ২৩ শে জুন, ২০১৬ রাত ১:১৪
কালনী নদী বলেছেন: আমার কিন্তু ভালই লেগেছে!!
২৩ শে জুন, ২০১৬ রাত ১:৪৬
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ! আপনার ভালোলাগায় আমি ধন্য।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: রোজা আছেন । তাই নাহ?