নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

"একজন রোজাদার মা ও তার সন্তান" -(শিক্ষণীয় পোস্ট)

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৪

আজ একটা কাজে ‎মহিপাল‬ যাব ভাবছিলাম। তো...যেই ভাবা, সেই কাজ! একটা CNG তে উঠে দেখি, একটা মা তার ছেলেকে আইসক্রিম খাওয়াচ্ছে!! আমি গিয়ে, পিছনের সিটে বসলাম।

গাড়ী চলছে.....
কিছুক্ষণ পর ছেলে তার মাকে বললঃ আম্মু তুমিও আমার সাথে আইসক্রিম খাও!!
-মাঃ না বাবা, আমি রোজা রাখছি! তুমি খাও, আমি বিকালে খাব!
-ছেলেঃ না, তোমাকে খেতেই হবে!! (কেঁদে কেঁদে) না হলে আমি খাব না!!

পোলার এই কথা গুলা শুনে, আমি ভাবছি, পোলাটারে একটা থাপ্পড় দিব! (এমনিতেই গরম পড়ছে খুব তার উপ্রে আবার এই পোলার কান্নাকাটি) কি আজব পোলা, রোজা অবস্থায় মায়রে খাইতে বাধ্য করে!!

এরপর মহিলাটা যা করল, আমি রিতিমত আবাক!!
মা তার ছেলের চোখ দু'টা ধরে, জানালা দিয়া আইসক্রিম কিছু ফেলে দিল!!
এবং বল্লঃ বাবা আমি খেয়েছি!! বাকিটা তুমি খাও,,
ছেলেঃ না, আমাকে দেখিয়ে দেখিয়ে খেতে হবে!!
মাঃ দেখ! এখানে আছে আর মাত্র অর্ধেক! আমি যদি পুরাটাই খেয়ে ফেলি, তাহলে তুমি একটু ও খাইতে পারবা না! এবার বুঝ, তুমি কি করবা!! ছেলেটা আর কোন কথা না বলেই, বাকিটা খেয়ে ফেললো।


তার পর মহিলাটা আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল!! আর আমি ও একটা হাসি দিলাম!! এই মায়ের বুদ্ধিটা আমার কাছে চমৎকার লাগছে!!
এগুলাকেই বলে আসল রোজাদার! যেখানে পুত্রের ভালোবাসা থেকে আল্লার ভয়ই অধিক গুরুত্ব পেয়েছে!!


‎মোরালঃ ‬ যা শিখলাম.....
→১.প্রতিটা মূহত্বে ভাবতে হবে আমি যা করতেছি, তা দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে!!
→২. সব ভালোবাসার উপর আল্লার ভালোবাসা উপরে রাখাতে হবে।
→৩.বিপদে মাথা ঠান্ডা রাখতে হব। (যেমনটা এ মায়ের ছিল)
→৪.যেকোন বিপদ উপস্থিত বুদ্ধি দিয়া মোকাবেলা করতে হবে!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৬

শূণ্য পুরাণ বলেছেন: চমৎকার

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ, পোস্টটা পড়ার জন্যে,, শুভ কামনা জানবেন।

২| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার বাড়ি মহিপাল কোথায় ?

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আমার বাড়ি মহিপাল নয়, ফেনীতে! আপনার?

৩| ২৪ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৩

কল্লোল পথিক বলেছেন:




ধন্যবাদ সেই মাকে।

২৫ শে জুন, ২০১৬ রাত ৩:৪৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: কল্লোল পথিক সাহেব, আপনাকে ও ধন্যবাদ পোস্ট পড়ার এবং মন্তব্যের জন্যে।

৪| ২৫ শে জুন, ২০১৬ রাত ১:৪৪

কালনী নদী বলেছেন: আলহামদুলিল্লাহ মহিলা অত্যন্ত বুদ্ধিমান ও দ্রুত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। খুব ভালো লাগলো মহিয়সীর গল্পটি শুনে। সাথে বাবুর প্রতিও রইল ভালোবাসা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ছোট ও সুন্দর তাদের গল্পটি লিখেছেন।

২৫ শে জুন, ২০১৬ রাত ৩:৪৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন হে ব্লগার।
ভালো থাকবেন।।

৫| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৮

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর পোষ্ট

২৮ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.