নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

লাল-সবুজের ট্রেন \'সোনার বাংলা এক্সপ্রেস\' -(ছবিসহ ট্রেন রিভিউ )

২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৫৪

উদ্বোধন হয়ে গেলো দেশের ইতিহাসের সবছেয়ে বড় দ্রুত গতির ট্রেন ‘সোনার বাংলা’ এক্সপ্রেস'

আসন্ন ঈদের চাপ সামাল দিতে শনিবার (২৫ জুন) ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন
‘সোনার বাংলা’ এক্সপ্রেস উদ্বোধন করা হয়েছে, "১৬ বগির এই ট্রেনটি রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে চট্টগ্রামে এবং চট্টগ্রাম থেকে কমলাপুরে ফিরে আসবে। "

শনিবার (২৫ জুন) কমলাপুর রেলস্টেশনে সকাল ১১টায় সোনার বাংলা এক্সপ্রেসের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নতুন এই ট্রেনটি শুধু ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। পাঁচ ঘণ্টা ৪০ মিনিটে ট্রেনটি ঢাকা থেকে চট্রগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাবে।’ যা পূর্বে প্রায় ৮ ঘন্টার ও বেশী সময় লাগত!!


আধুনিক এ ট্রেনটির প্রতিটি আসন করা হয়েছে পর্যাপ্ত জায়গা নিয়ে। শোভন থেকে শুরু করে স্লিপিং- প্রতিটি আসনে যাত্রীরা যাতে আরামে বসতে পারেন সে জন্য্য এক আসন থেকে আরেক আসনের যথেষ্ট ফাঁকা জায়গা রাখা হয়েছে। লেদারের কোমল আসন এসি ও শোভন সিটগুলোতে।

যাত্রীদের সেবায় প্রস্তুত সোনার বাংলা ট্রেনের কর্মচারী-কর্মকর্তারা।
ইন্দোনেশিয়া থেকে আনা নতুন ১৬টি বগি দিয়ে আন্তঃনগর ট্রেনটি যাত্রী পরিবহন করবে। শনিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন ট্রেনটি চলাচল করবে। এটিতে স্নিগ্ধা (শীতাতপ চেয়ার), শোভন চেয়ার, এসি বাথ মিলিয়ে ৭৪৬টি আসন থাকবে। প্রতিদিন সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বেলা ১২টা ৪০ মিনিটে। একই ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে বিকেল ৫টায়, ঢাকা পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।


নতুন এই ট্রেনের প্রতিটি বগিতে ঝকঝকে শৌচাগার রয়েছে।


রয়েছে প্রতিটি বগিতে পানির সুব্যবস্থা ও।

"এ ছাড়া ট্রেনের ভেতরে নিরাপত্তাসংক্রান্ত সব ডিভাইস রয়েছে। রাখা হয়েছে ডিজিটাল অ্যালার্ম ব্যবস্থা। ট্রেনের পেছন থেকে একেবারে ইঞ্জিন পর্যন্ত যাত্রীরা অনায়াসে যাতায়াত করতে পারবেন। ট্রেনটিতে মানসম্মত খাবর সরবরাহ করবে বাংলাদেশ পর্যটন করপোরেশন। রমজান মাসে ইফতার বক্স দেওয়া হবে যাত্রীদের। এর জন্য অতিরিক্ত টাকা দিতে হবে না। ভাড়ার মধ্যেই এটা অন্তর্ভুক্ত।

"এই ট্রেনের এসি চেয়ারের ভাড়া ১ হাজার ১০০ টাকা, এসি সিটের ভাড়া ১০০০ টাকা ও শোভন চেয়ারের ভাড়া ৬০০ টাকা।

[তথ্য এবং ছবি সংগ্রহঃ ইন্টারনেট ]

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৬ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:


"১৬ বগির এই ট্রেনটি রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে চট্টগ্রামে এবং চট্টগ্রাম থেকে কমলাপুরে ফিরে আসবে। "

-যদি বিকল না হয়ে, কমলাপুরে ফিরে আসে, সেটা ইতিহাস হয়ে যাবে।

২৬ শে জুন, ২০১৬ রাত ২:২৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, চাঁদ গাজি ভাইয়ু,,
আপনি হয়তো খেয়েল করেন নি, এই ট্রেনটা বিমানবন্দর ষ্টেশনে এসে ও থামবে।

হ ইতিহাস তো হবেই, দেখা যাক কয়েকদিন চলুক। তারপর না হয় বুঝা যাবে।

২| ২৬ শে জুন, ২০১৬ রাত ১:০৮

ঘটক কাজী সাহেব বলেছেন: শুভ হোক সোনার বাংলা ট্রেনের পথও চলা। নিরাপদে ভ্রমন করুক সকল যাত্রীরা, আমিন।

২৬ শে জুন, ২০১৬ রাত ১:৩৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আমিন, চুম্মা আমিন।
আল্লাহ সকলকে হেফাজত করুক।

৩| ২৬ শে জুন, ২০১৬ রাত ১:১৭

ঘটক কাজী সাহেব বলেছেন: গাজী ভাইয়ের মন্তব্য পড়ে না হেসে পাড়লাম না। যেহেতু ট্রেনটি বিমানবন্দর ষ্টেশনে এক পলকের জন্য হলেও থামবে, সেহেতু বিকল হওয়ার সম্ভাবনা নেই। ভালো থাকুন কবি এবং গাজী ভাই সবাই।

২৬ শে জুন, ২০১৬ রাত ২:১৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, :-P

৪| ২৬ শে জুন, ২০১৬ রাত ১:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আশা করি লাইন ধরে টিকেট পাওয়া যাবে। ব্ল্যাক থেকে কিনতে হবে না। টিকেটের দাম বেশী রেখে ভালো করেছে। কারণ, ব্ল্যাক থেকে এরকম দামেই সবাই টিকেট কিনে। আশা করি এবার বাস ওয়ালারা নতুন ঝামেলা পাকাবে না। যেন যাত্রীর অভাবে(!!) ট্রেনটি বন্ধ না হয়...

২৬ শে জুন, ২০১৬ রাত ২:১৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনার কথা গুলো আসলেই ভাবার।
বিশেষ করে যেন যাত্রীর অভাবে(!!) ট্রেনটি বন্ধ না হয়... এইটা!!

টিকেটের দাম যেহেতু এত্ত বেশী , তাহলে আমার মনে হয় ঈদ ছাড়া এই ট্রেন কখনোই ফুল করে যেতে পারবে নাহ।।

আর এইটা ঠিক বলছেন, এই ট্রেনের টিকেটের ব্ল্যাক খুব কমই হবে!!

মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ।

৫| ২৬ শে জুন, ২০১৬ রাত ২:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কয়েক বছর আগে প্রভাতী-গোধূলীতে সম্ভবত অতিরিক্ত বগি সংযোজন করেছিল রেলওয়ে। কয়েকদিন পর তা বন্ধ করে দেয় যাত্রী না পাওয়ার অজুহাতে। অথচ সবাই জানে ট্রেনের টিকেটের কী রকম চাহিদা আছে। ৯ দিন আগে প্রথম ঘন্টায় যে ট্রেনের সব টিকেট শেষ হয়ে যায় সেখানে যাত্রীর অভাব বলাটা হাস্যকর নয় কি?

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, অবশ্যই হাস্যকর বিষয়টা। এ জন্যেই ত বললাম, দেখা যাক কয় বছর সোনার বাংলা এক্সপ্রেস থাকে!! X(

৬| ২৬ শে জুন, ২০১৬ ভোর ৫:০০

কালনী নদী বলেছেন: ভালো উদ্যোগ, স্বাগত জানাই।

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, খুব ভালো উদ্যোগ। আশা করি, এটা আমাদের যোগাযোগব্যবস্থায় সুফল বয়ে আনবে।।

৭| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১২:৩৫

আবদিয়াৎ বলেছেন: 'সোনার বাংলা এক্সপ্রেস' যে কিছুদিন পর ফকিরনি এক্সপ্রেস হয়ে যাবে .... =p~

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, না হেসে পারলাম না ভাউ। ঠিকি বলেছেন আপনি। :-P
আমরা আসলে কোন কিছু ভালোভাবে ব্যবহার করতে পারি নাহ।। X(

আমাদেরকে যে জিনিষটাই দেওয়া হোক না কেনো, আমরা সেটা ফকিরন্নি স্টাইল করে পেলি।।

৮| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:২২

রানা আমান বলেছেন: সরাসরি এখনো দেখিনি তবে ছবিতে এ লালসবুজ ট্রেনের রং আমাদের জাতীয় পতাকার রং এর অনুরুপ মনে হচ্ছেনা । বরং ভারতের জাতীয় পতাকায় রং এর এ ধরনটি ব্যবহার হয় । কি জানি ! সরাসরি দেখলে তখন হয়তো বুঝতে পারব ।

২৬ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হ্যা, এই ট্রেনটা পুরাপুরি আমাদের জাতিয় পতাকার রঙ ধরে নাই। কিন্তু লাল-সবুজে এটা ঠিক আছে।
আর তাছাড়া ইন্ডিয়ার জাতিয় পতাকার রঙ কি লাল-সবুজ?

সুতারাং এই ট্রেনে ইন্ডিয়ার জাতিয় পতাকা রঙ কোন কারন নেই। আরো একটা কথা হচ্ছে এই ট্রেনটার নাম করন করা হয়েছে, "সোনার বাংলা এক্সপ্রেস " সুতারাং বুঝাই যাচ্ছে এটা শুধুই বাংলাদেশের।।

৯| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:২০

শোভন১ বলেছেন: খুব ভালো ট্রেন। কিন্তু যারা এটা ব্যবহার করবে তাদের বেশিরভাগই এটা ব্যবহারের যোগ্য না। কারন আমাদের দেশের ৯০% মানুষ কোন জিনিস সঠিক নিয়মে ব্যবহার করে অভ্যস্ত না, আর তারা অতি মাত্রায় অপরিচ্ছন্ন স্বভাবের। এটার দশা আর দশটা ট্রেনের মতোই হবে বছর না ঘুরতেই।

২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, আপনি ঠিকি ধরেছেন। আমাদের জনগনকে!! :-P
এরা আসলেই কোন ভালো জিনিষ ভালোভাবে ব্যবহার করতে পারে নাহ।

আমার মনে হয় বছর ও ঘুরা লাগবে না, ৬ মাস গেলেই এরা এই ট্রেনের বগি,সিট, রঙ, টয়লেট সব অন্যগুলার মতই করে ফেলবে। X( এদের আসলে আকাশের চাঁদ এনে দিলে কিছুদিন পর চাঁদটাকে ও রুটি বানাই ফেলবে!!

১০| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

রানার ব্লগ বলেছেন: যতোটুকু ছবি দেখলাম তাতে এই রেলে নতুন কোন বিশেষত্ব পেলাম না। যাত্রি সেবার মান নতুন কিছু যোগ হোল কি না এটা জানান নি। টয়লেট যা দেখলাম এই রকম টয়লেট এর প্রচলন সেই আদি যুগে ছিল। ভেতরের ডেকোরেশন আদি কাল থেকে একটুকুও নুতুন কিছু যোগ হয় নি। আর স্পীড এর কথা সেটা আদ্দি কালেই আছে।

২৬ শে জুন, ২০১৬ রাত ৯:৩৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: এই ট্রেনে নতুন কিছু বিশেষত্ব অবশ্যই আছে। সবছেয়ে বড় ব্যপারটি হলো, এই ট্রেনে স্পীড। পূর্বের সকল ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে প্রায় ৮ ঘন্টা লাগত, কিন্তু এই ট্রেনে বলতেছে, সর্বোচ্চ সাড়ে ৫ ঘন্টা। এটা যদি সত্য হয়, তবে এটা অবশ্যই একটা বিশেষত্ব।

আর আরেকটা ব্যপার হলো, এই ট্রেনে সিট অন্য সকল ট্রেনের থেকে আলাদা।

যাই হোক, এখনো কিছু বলা যাচ্ছে নাহ। নিজে এই ট্রেনটাতে উঠার আগ পর্যান্ত।
তবে এটা অবশ্যই আশা করতে পারি যে, এই ট্রেনটা অবশ্যই আমাদের যোগাযোগব্যবস্থায় সুফল বয়ে আনবে।

আপনার মতামতের জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ।।

১১| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

ঘটক কাজী সাহেব বলেছেন: দুই একজনে যে ফকিরনী কইলেন, আমার দেশের নামের ট্রেন টাকে লগে মানুষ, যাহা আল্লাহ্‌র সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত। আপনাদের কি লজ্জা বোধ হইলনা, নিজের দেশের সাথে দেশের মানুষ কে ফকিরনী বলিতে। ট্রেন টি কমলাপুর থেকে ছেড়ে চট্টগ্রাম যাবে, মাঝে বিমানবন্দর স্টেশনে খানিকটা সময় দাঁড়াবেন। আর এই দাঁড়ানো টুকু কতটা সার্থক তা কি জানেন কবি। না জানলে জেনে নিন।

কমলাপুর থেকে যতটা লোক, মানুষ চট্টগ্রাম পর্যন্ত যাবে, তার চেয়ে চার গুন বেশি মানুষ কমলাপুর থেকে উঠে বিমানবন্দরে এসে নামবে। অর্থাৎ চট্টগ্রাম জনসংখ্যা কম, আর বিমানবন্দর অনেকগুন বেশি, সার্থক সোনার বাংলা যে আপনাদের বলা ফকিরনীদের সেবা দান করে তাদের কর্মস্থলে পৌঁছে দিতে পারবে। কমলাপুর টু বিমাবন্দর এই টুকু পথ জার্নিতে কেহ তেমন একটা টয়লেট ব্যাবহার করবেন না, করবেন তো চটো যাওয়া বাসি। এবার বুইজ্জা লন সোনার বাংলা আর সোনার দেশরে কাহারা করে খাটো =p~ =p~

২৬ শে জুন, ২০১৬ রাত ১০:২৯

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, শেষের কথাগুলা আসলেই জানা ছিলো না। ধন্যবাদ আপনাকে, কথাগুলা শেয়ার করার জন্যে!!

১২| ২৬ শে জুন, ২০১৬ রাত ৯:৫৬

তাদ্রিহান বলেছেন: নেক্সট ট্যুর তাহলে এইটায় করতে হয়

২৬ শে জুন, ২০১৬ রাত ১০:৩১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, করে দেখেন কেমন লাগে।
আমি ও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই ট্রেনে চিটাগাং যাব।।

১৩| ২৬ শে জুন, ২০১৬ রাত ১০:১৪

মাহমুদ০০৭ বলেছেন: আগের মতই । সুবর্ণ অ তুরনা নিশিতায় ৫।৪০ হতে ৬ ঘন্টা লাগে । এই ট্রেন ও ৫।৪০ বলছে কয়দিন পর ৬ ঘন্টা হয়ে যাবার সম্ভাবনা বেশি

২৬ শে জুন, ২০১৬ রাত ১১:৩৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: কি বলেন আগের মতই? আগে সুবর্ণ, তুন্নাতে ৭-৮ ঘন্টা লগত। আমি নিজে গেছেলিমা যে তখন প্রায় সাড়ে ৬ ঘন্টা লাগছে।

হ, এটা ঠিক বলেছেন যে, ৬ ঘন্টা হয়ে যাবার সম্ভাবনা ও বেশী। তবে ট্রেন কর্তৃপক্ষ যা বলতেছে তা যদি ঠিক মত পালন হয় তাহলে এরকমটা হবে নাহ। নিশ্চই।

মতামত জানানোর জন্যে ধন্যবাদ, আপনাকে।।

১৪| ২৬ শে জুন, ২০১৬ রাত ১১:২১

কল্লোল পথিক বলেছেন:






যাত্রা শুভ হউক।

২৭ শে জুন, ২০১৬ ভোর ৪:০২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, আশাকরি, এটা আমাদের যোগাযোগব্যবস্থায় সুফল ভয়ে আনবে।

১৫| ২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৫১

সচেতনহ্যাপী বলেছেন: দেখা যাক কতদুর যায়।। আব্বা রেলওয়েতেই ছিলেন রিটায়র্ড পর্যন্ত।। দেখি না মাস কয়েক পরের হাল।। =p~

২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:২৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সেটাই দেখার বিষয় এখন। আমরাতো আবার ভালো কিছু ভালোভাবে ব্যবহার করতে পারি নাহ। X(

১৬| ২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:১৭

রানার ব্লগ বলেছেন: লেখক ও ঘটোক কাজি সাহেবের জন্য নিম্নের লিংক।

সোনার বাংলা এক্সপ্রেস টিকবে কতোদিন?

২৮ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ওকে, দেখতেছি আমি ওও

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ১১:২৮

অতৃপ্তচোখ বলেছেন: সব দিক থেকেই ভালো। শোভন সিট গুলি দেখলেন না তো। যাই হোক সাধারণের সাধ্যমতই টিকিট মূল্য রাখা হয়েছে। তাতেই খুশি । ভালো একটা যাতায়াত মাধ্যম হলো।

০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুমম, সেটাই। শুভ কামনা আপনার জন্যে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.