নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

"জঙ্গিরা যখন বাঘ পুলিশ তখন সেই রাখাল"" :((

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:৪৩

ছোটবেলায় আমরা সবাই ই কম বেশী "মিথ্যেবাদী রাখাল আর বাঘের" গল্পোটা পড়েছি.....
.
আমার কেনো জানি মনে হচ্ছে, আজকের জঙ্গি হামলার ঘটনার সাথে সেই গল্পের কাহিনী পুরোপুরি মিল!! রাখাল (পুলিশ) প্রতিদিন বলত বাঘ (জঙ্গি) আসতেছে, বাঘ আসতেছে আর আমরা সাধারণ জনগণ সেটা বিশ্বাস করতাম! পুলিশ প্রতিদিনই বন্দুক যদ্ধু করত, আর আমরা সেটা ও বিশ্বাস করতাম, ভাবতাম সত্যিই হয়ত জঙ্গিদের সাথে পুলিশ বন্দুক যুদ্ধ করতেছে..!
প্রতিদিনই জঙ্গি মরত, আমরা সেটা ও বিশ্বাস করতাম, ভাবতাম এরা আসলেই জঙ্গি হয়ত!! :(
.
কিন্তু.....
"আজ যখন সত্যি সত্যি জঙ্গি হামলা হলো তখন আমরা ব্যর্থ। আজ কোন জঙ্গি মরে নাই! আজ আর কোন জঙ্গি (বাঘ) ও মরে নাই, আজ মরেছে পুলিশ (রাখাল)! :((
এই রাখালকে বাঁচানোর জন্যে আজ আর কেউই ছিলো না।।
মিথ্যা বন্দুকযুদ্ধ খেলা খেলতে খেলতে সত্যিকার বন্দুকযুদ্ধ ঘটেই গেল।
জঙ্গি মেরেছি,, জঙ্গি মেরেছি বলতে বলতে আজ সত্যি সত্যি জঙ্গিই চলে এলো!!
:((
.
এটা ঠিক কেমন ঘটনা জানেন? তাহলে বলছি শুনুনঃ
"এক ভদ্র লোক সাঁকো দিয়ে এক বড় খাল পার হচ্ছে, সে কিন্তু ভালোভাবে সাঁতার জানতো নাহ। তো সে কেঁপে কেঁপে মাঝ নদী পর্যান্ত যাওয়ার পর দেখলো, তার বিপরীত পাশ থেকে এক পাগল আসতেছে! সেতো এটা দেখেই খুব ভয়ে পড়ে গেল। একে ত সাঁতার জানে না, তার উপ্রে আবার সামনে থেকে এক পাগল ও আসতেছে! তো পাগল তার কাছাকাছি আসার পর সে পাগলকে বল্লোঃ "ভাই আমাকে ফালাইছ নাহ, আমি সাঁতার জানি নাহ্! পাগল ত এটা শুনেই আনন্দে নেচে উঠে বল্লোঃ "ভালো কথা মনে করিয়েছিস তো মনু! আমার ত মনেই ছিলো না""!
.
অতঃপর ঘটনা যা হওয়ার তাই ঘটে গেল... :(
বর্তমানে আমাদের ও অবস্থা প্রায় সেম!!
জঙ্গি মারতেছি, জঙ্গি মারতেছি বলে আমরা নিজেরাই জঙ্গিদের ডেকে নিয়ে আসছি... নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনলাম! X(
.
অবস্থা এখন যাইহোক, সরকারকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি.....
"আপনি যদি এখনো মনে করেন যে, এটা রাজনৈতিক হামলা, বিম্পি-জামাত এটা করেছে তাহলে অবশ্যই ভুল ভাববেন। এটা সম্পূর্ণ বহিবিশ্বের থাকে আশা হামলা। প্লিজ..জাতিয় নিরাপত্তার ক্ষেত্রে আপনারা আর এটা নিয়ে রাজনীতি করবেন নাহ। X(
দেশের মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে এই কঠিন অবস্থা মোকাবেলা করার চেষ্টায় থাকুন. .... আল্লাহ নিশ্চয় আমাদের সাহায্য করবেন, হেফাজত করবেন!!
ও..আল্লাহ! আমাদের দেশটাকে, দেশের মানুষ এদের হাত থেকে রক্ষা করো!! :((

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:০৫

কল্লোল পথিক বলেছেন:




ও..আল্লাহ! আমাদের দেশটাকে, দেশের মানুষ কে এদের হাত থেকে রক্ষা করো!!

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:১৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আমিনন, ছুম্মা আমিন।

২| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:১৪

ভ্রান্ত বিলাস বলেছেন: কেমনে কি হইলো এখনো জানি না! তুমি তো ভালোই বুজলা এইডা বাইরের কাম। হামলা করছে কি বাইরের মানুষ? কেমনে বুজলা এইডা বাইরের কাম!! ভাইঙা কওতো বাজান। পুলিশ মইরা প্রমান দিলো আমাগো লাইগা ওরা জীবন দেয়। আর একটা আবালরেও দেখলাম না কইতে আমরা আমাগো নিরাপত্তার লাইগা উনাদের কাছে চিরকৃতজ্ঞ। এতোদিন ধইরা এতো হামলা থামাইলো আর আমরা বেকুবের দল দেইখাও দেখিনা। আফসোস...

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:২২

আব্দুল্লাহ তুহিন বলেছেন: কেন ভাই? কাল রাতেই ত আই.এস এর দায় স্বীকার করছে।
আর তাছাড়া যদি বাহিরের হামলা নাই বা হয়, তাহলে CNN, ইন্ডিয়ান মিডিয়া এত্ত আগে সজাগ হয় কেমনে?

কেন ভাই আপনার কি মনে হয় এটা, জামাত-বিম্পির কাজ?

আর একটা কথা, এখানে পুলিশকে আমি খারাও ভালো কিছুই বলি নাই। হ্যাঁ,, পুলিশ অবশ্যই কাল রাত্রে অনেক চেষ্টা করছে, তবে দেশের এ অবস্থায় পুলিশ একা কিছুই করতে পারেন না!! শুধু শুধু এরা মার খাবে!

৩| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪২

ভ্রান্ত বিলাস বলেছেন: কত্ত আগে সজাগ হইছে? টাইমলাইন দেও। হে: হে: একটু ফেবু রেফারেন্স দিলাম কারন না বুজলে। দুনিয়া তোমার আমার কাছে ওনেক বড় হইলেও মানে কুয়ার ব্যাঙ যারা আরকি, ওনেকের কাছে ওনেক ছোড। বুজলানা ভাই!

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: বুঝছি ভাউ, বিম্পি জমাত করছে, এটা!!
এটা রাজনৈতিক হামলা, এটা সরকার নামানোর হামলা!!

বাল!! এখনো রাজনীতি নিয়ে পড়ে থাকেন! আর দেশ রসাতলে চলে যাক!! X(

৪| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫৮

ভ্রান্ত বিলাস বলেছেন: রাজনীতি পাইলা কইরে ভাই?! তুমি ভাবতাছো আর আমি তো কিছু কইলাম না। খারাপ আমাগো সবার ই লাগে। যতো সএাসী দেখি সব তো দেখি বাংলাদেশী। তুমি কি ওন্নো কিছু দেখো?

৫| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৮

মহা সমন্বয় বলেছেন: ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই, ইসলাম হচ্ছে পবিত্র শ্বান্তির ধর্ম।
সারা বিশ্বে যে জঙ্গি কার্যক্রম হচ্ছে এর সবই হচ্ছে নাস্তিকদের কাজ। ;)



......শুক্রবার রাতে অভিযান শুরু কিছু ক্ষণ পরেই এলাকা থেকে সংবাদ মাধ্যমকে সরিয়ে দেওয়া হয়............ ঘটনার দায় স্বীকার করে আইএস জানিয়েছিল, পণবন্দিদের হত্যা করা হয়েছে। রাতেই জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিল যৌথ বাহিনী। জবাবে জঙ্গিরা আত্মসমর্পণের তিনটি শর্ত দিয়েছিল। শর্তগুলো হলো-
১. একদিন আগে ডেমরা থেকে আটক জেএমবি নেতা খালেদ সাইফুল্লাহকে মুক্তি দিতে হবে।
২. তাদেরকে নিরাপদে বের হয়ে যেতে দিতে হবে।
৩. ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের এই অভিযান। এই অভিযানকে স্বীকৃতি দিতে হবে।
যৌথ বাহিনী হ্যান্ড মাইকে আত্মসমর্পনের আহ্বানের পরপরই জঙ্গিরা রেস্তোরাঁর মধ্যে থেকে চিৎকার করে তাদের এসব শর্তের কথা জানায়।
আলহামদুল্লীলায় দেশে ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে আর সত্য উদ্ভাসীত হচ্ছে

৬| ০৩ রা জুলাই, ২০১৬ ভোর ৪:৩০

কালনী নদী বলেছেন: ভালো বিষয়, যথ আলোচনা হবে ব্যাপারটা পরিষ্কার হবে।।

সাথেই আছি।

০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ১১:১৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ধন্যবাদ,, শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.