![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!
এই চেইন গুলা দেখুন! বানাইতে গেলে ৭ হাজার টাকার উপরে লাগবে। আমি শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্যে এগুলা দিচ্ছি, মাত্র ৫০ টাকা, ৫০ টাকা...!
.
কি কয় ৫০ টাকা!! মাথাটা উপরে তুলতেই দেখি একজন ভদ্রলোক অনেকগুলা সোনালী কালারের চেইন হাতে নিয়ে ৫০ টাকা ৫০ টাকা বলে আওয়াজ তুলতেছে!..
.
গাড়ী চলছে....
একটু পরেই দেখি, আমার পাশের সিটের মহিলাটা লোকটাকে বলবঃ -এই যে ভাই! এই চেইন গুলার রঙ কত দিন থাকবে? লোকটা তখন একটা চেইন কয়েকবার সিটের সাথে ঘষা দিয়ে বললঃ
-এই দেখুন! রঙ উঠছে? আগামি ৫ বছরে ও এর রঙের কিচ্ছু হবে না। যদি রঙ উঠে তাহলে আপনাকে এর ৩ গুণ দাম ফেরত দেওয়া হবে।।
.
মহিলাটা তখন আগে পরে কিচ্ছু না ভেবে বললঃ
-আচ্ছা, তাহলে আমাকে ৩ টা দিন! কথাটা শুনে আমি তার দিকে হা করে তাকিয়ে বললামঃ - তিনটা??
উনি তখন বললেন যে উনার ৩টা মেয়ে আছে....
আমি তখন তার দিকে তাকিয়ে শুধুই একটা হাসি দিলাম।
.
যাইহোক, ঘটনা এখানেই শেষ!!
লোকটা মনে হয় ১২-১৫ টা চেইন বিক্রি করে গাড়ী থেকে নেমে গেলো!! আর আমি বসে বসে আপসোস খাচ্ছি..! আহা... আমার কেউই নেই চেইন দেওয়ার মত। থাকলে ত কোম্পানির প্রচারের এই সুবিধাটা আমি ও ভোগ করতাম!!
১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৪
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা.. ১০ টা!!? কি করবেন এত্তগুলা দিয়া!!
আমার ও কেউ থাকলে, আমি ও কিনতাম!!
২| ১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শুধু চেইন বিক্রি করে না ৩০০ টাকার এনার্জি বাল্বগুলো মাত্র ১০০ টাকায় বিক্রি করে। শুধু মাত্র কোম্পানীর প্রচারের স্বার্থে!!
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা...শাহাদাৎ সাহেব, ঠিক বলেছেন। বিষয়টা আমি ও খেলায় করেছি অনেক!
ধন্যবাদ, আপনাকে! পোস্টটি পড়ে এবং মন্তব্য করার জন্যে!
৩| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
শফিক2003 বলেছেন: ভালো কোনো বিষয়ে লিখুন। তাহলে ারো পাঠক পরিচিতি পাবেন।
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ইনশাল্লাহ!
তবে ভাইয়া আমি কোন বড় মাপের লেখক নই! আপনাদের লিখাগুলো পড়ার জন্যেই ব্লগে আসি!!
ধন্যবাদ!
৪| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
খোলা মনের কথা বলেছেন: বাংলাদেশের হকারদের কথা শুনলে এখন মনে হয়, এদেশের কোম্পানীগুলো চাহিদার থেকে বেশি পন্য উৎপাদন করে ফেলেছে। বিনাশ মলম আজ ২০ বছর ধরে কোম্পানী প্রচার করে। এতো দিন ধরে বাটা, পেপসি, টাটা'রও মনে হয় কোম্পানী প্রচার করেনি।
১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা... আপনি যথার্থই বলেছেন।। বিষয়টা আসলে চিন্তার!!
ওরা প্রতিটা পণ্যের যেভাবে প্রচার করে, এই প্রচার গুলা টিভি বিজ্ঞাপন কে ও হার মানায়!! :p
৫| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৭০০০ টাকার চেইন ৫০ টাকায়। বিক্রেতার পশ্চাদ্দেশে কষে দুটো লাথি দেওয়া দরকার ছিল।
১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে... সবাই ই তো বিনোদন নিতাছে! আর কিছু আছে চেইনটাই ক্রয় করতেছে! লাথিটা দিবটা কে?
আমি একবার ভাবছিলাম কিছু বলব, পরে পাশের মহিলাটার অবস্থ দেখে কিছুই বলা হয়নি। ভুলে গেলাম!!
৬| ১১ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: হয়তো বা ফানি। তবে বাসে দ্রুত ইংরেজি শেখার বই কিংবা লাইটার বিক্রি করা হকারদের দেখলে আমার একটু খারাপও লাগে। হতভাগ্য তাদের এই দেশের সরকারগুলো ক্ষমতা থাকার পরও দেশটাকে বেকারমুক্ত রাখতে পারলো না...
১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা, আপনি ত দেখি বহুত গভিরে চলে গিয়েছেন!
আসলেই বিষয়টা ভাবার। তাদের ওই গুলা পড়ে কয়জন মানুষ ই বা ইংরেজি শিখছে সেটা তারাই ভালো বলতে পারবে!!
মন্তব্যের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।।
৭| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৬
আজীব ০০৭ বলেছেন: শুধু মাত্র কোম্পানীর প্রচারের স্বার্থে!!
হা হা হা
১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হুম, শুধুমাত্র কোম্পানির প্রচারের সার্থেই। :p
কোন দিন যে এই প্রচার শেষ হবে, আল্লায় ই ভালো জানে।।
৮| ১২ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭
মোস্তফা সোহেল বলেছেন: কম্পানীর প্রচারের স্বার্থে কতকিছু হয়। আমাদের মত আমপাবলিকদের ওসব না দেখলেও চলে
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪১
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে.. এইসব না দেখলে ত ভাইয়ু বিনোদনই পাওয়া যাবে না। তাই আমি বিনোদন নিতে এইসব দেখেই যাই!!
৯| ১২ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪
তারেক ফাহিম বলেছেন: বিদ্যুৎ থাকলেও জ্বলে না থাকলেও জ্বলে আ,,হা ১০০ টাকার কী গুন, মনে রাখবেন শুধুমাত্র কোম্পানীর প্রচারের জন্য
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪২
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হা হা... ভাইয়ু, আপনি ত দেখি ভালোই প্রচারণা চালাইতে পারেন!! :p
১০| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হে হে....
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪১
শায়মা বলেছেন: হা হা আমি হলে ১০টা কিনতাম! ক্রিয়েটিভ কনভিন্সও মূল্যায়ন করা উচিৎ!!!!!!