নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা সময় আমি ছিলাম বইয়ের পোকা, আর এখন ইন্টারনেটের!!স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি।

আব্দুল্লাহ তুহিন

আমি একজন অতি সাধারণ মানুষ... একটু লিখতে ভালোবাসি.. এক কথায় হাতে কলম থাকলে পুরা পৃথিবীকে খাতা বানাই লিখতে পারবো! একটা সময় লিখার উপর অনেক সপ্ন ছিল,!!

আব্দুল্লাহ তুহিন › বিস্তারিত পোস্টঃ

\'রমজান ও পিরিয়ড \'.....(!)

০৮ ই জুন, ২০১৭ রাত ১২:৪৪

'রোজা আছেন কি না'?

এইটা কোন প্রাপ্ত বয়স্ক মুসলমানের প্রশ্নই হতে পারে না!! সেখানে আপনি একজন নারীকে প্রশ্নটা কিভাবে করবেন? আর এ প্রশ্ন করার মধ্যে আপনার উদ্দেশ্যটাই বা কি?
.
অনেকেই অজ্ঞানতাবশত এমন প্রশ্ন করে। সেটা ভিন্ন দিক। যদি কথায় কথায় প্রশ্নটা চলে আসে। কিংবা আপনি আগে পরে কিছু না ভেবে প্রশ্নটা যদি করেন!! কিন্তু অধিকাংশই নিজের ভেতরের দানব কামুকতাটাকে আশ্রয় দেয়ার জন্যেই এমন বিব্রতকর প্রশ্ন করে!!
.
যেখানে পিরিয়ড চলাকালীন আল্লাহ তাদের রোজা থাকতে নিষেধ করেছে (কাযা করতে বলেছে)! সেখানে আপনি কে? যে তাদের রোজার হিসাব চাচ্ছেন?
.
আর এতই যদি আপনার জানার ইচ্ছে থাকে! তারা রোজা রাখছে কিনা!? কি জন্যে রাখে নাই!!? তাহলে আপনার পরিবারের মহিলাদেরকেই রমজানে প্রতিদিন এমন প্রশ্ন করুন! আর এর উত্তর কি আসে আমাকে জানান!!
.
আমি নিশ্চিত! তারা যদি জ্ঞানী হয় তাহলে তারা প্রশ্নটার উত্তর এভাবেই দিবে যে, 'আমরা যে কারনে রোজা রাখি না, সেটা যদি না থাকতো তাহলে তুমি এই পৃথিবীতেই আসতে পারতে না!! এই জিনিষটার জন্যেই তুমি পৃথিবীতে আসছ'!!
.
সুতরাং রমজানে নারীদের এমন প্রশ্ন করে বিব্রত করে, নিজেকে মস্তিষ্কবিকৃত মানুষ কিংবা পুংলিঙ্গযুক্ত পশুদের মধ্যে গণ্য করবেন না!! এটা আমার রিকুয়েস্ট... 'ধন্যবাদ '....!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৭ সকাল ৯:১৩

খরতাপ বলেছেন: 'রোজা আছেন কিনা' এই প্রশ্ন করাটাই তো বেকুবি। প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলিমের উপর রোযা রাখা ফরজ। ধরে নিতে হবে যে, সবাই রোযা আছে। 'বরং রোযা রাখেননি কেন' এইটা বরং কৌতূহলের বিষয় হতে পারে। তবে কোন নারীকে এই প্রশ করা শোভনীয় নয়, কারণ পিরিয়ডের ব্যাপারটা এখন একটা ১০/১২ বছরের বাচ্চারও অজানা নেই।

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সেটাই ভাইয়ু....!!
এইসব প্রশ্ন করে তাদেরকে বিভ্রান্ত করা ছাড়া আমার আর কিছুই মনে হয় না!!

২| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৪

বিজন রয় বলেছেন: অনেক দিন পোস্ট দিলেন। কেমন আছেন?

সেই পুরানো কথাগুলো নিয়ে পোস্ট দিলেন।
ভাল করেছেন। চর্চা হতে তো দোষের কিছু নাই।

০৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৬

আব্দুল্লাহ তুহিন বলেছেন: ভালো আছি! -বিজন রয় দাদা...!
আপনি কেমন আছেন? জানাবেন..

হ্যাঁ.. এটা অনেক পুরনো বিষয়, কিন্তু তারপর ও সামনে আনতে বাধ্য হলাম.. দাদা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.