![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love to write. I like to enjoy fact and knowledge.
সুজলা, সুফলা, শস্য শ্যামলা, নদী মেঘলা আমাদের এই বাংলা। পৃথিবীর ছোট একটি ভুখন্ড বাংলাদেশ। তবে বৈচিত্রে ভরপুর। ইতিহাসে ভাটি গাঙ্গের এ ভুমির অনেক সুখ্যাতি আছে। যদি বলা হয় ধন ধাণ্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তবে তার সার্থক রূপায়ন ঘটেছিল এই বাংলায়। গোলা ভরা ধান, গোয়াল ভরা দুধ আর পুকুর ভরা মাছ বলে যে স্বপ্নময় এলাকাকে চিহ্নিত করা হত সেটি আমাদের দেশ বাংলাদেশ। এখানে শান্তি ছিলএকান্তই স্বাভাবিক পাওনা। স্থিতি ছিল স্বাভাবিক ঘটনা। আস্থা ও বিশ্বাস ছিল নির্ভরতার প্রতীক। কিন্তু আজ সবই অতীত। কিন্তু কেন? আমরা অনেকেই ভাগ্যকে দোষ দিই, অনেকে দুই দলকে দোষ দিই। আসলে দুই দলের কারসাজিতো কয়েক দশক মাত্র। তার আগে পাকিস্তানী ও ইংরেজদের শাসন-শোষন আমাদের যে নি স্ব করে দিয়েছে সেটিও বিবেচনায় আনতে হবে। তবে স্বাধীনতার পর চল্লিশ বছরেরও বেশী সময় আমরা পেয়েছি, কিন্তু যতই এগিয়েছি তার চেয়েও পিছিয়ে পড়েছি বেশি। আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমাদের পিছিয়ে দিয়েছে। অবিশ্বাসের বিষবাষ্প আমাদের অর্জন গুলোকে ঝাপসা করে দিয়েছে। একটি জাতি গঠনের জন্য যেসব উপাদান দরকার তার সবগুলোই আমরা বিতর্কিত করে রেখেছি।
আমরা গনতন্ত্রের কথা বলি যতক্ষন তা আমাদের পক্ষে থাকে। একবার চেয়ার পেলে পা আর মাটিতে লাগেনা। আমরা জনগনকে হাদারাম ভাবি। নিজেদের চালাক ভাবতে একটুও ভুল করিনা। এভাবেই চলবে? কি করব, সেরকম কাউকে দেখছিনা জ্বলে উঠতে। তবে ব্যাপার যাই হোক আমরা চেষ্টা না করলে আমাদের অবস্থা অন্য কেই এসে বদল করে দিয়ে যাবেনা। অতএব আমাদের মাঝে কিছু মানুষ এমন থাকতেই হবে যারা শুধু দেশ জাতি নিয়ে স্বার্থ চিন্তার উদ্ধে থাকবে। ভাববে, চেষ্টা করবে।
কত কি যে চলছে চোট একটি দেশে।
০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
ড. মোস্তাফিজুর রহমান বলেছেন: ধন্যবাদ লেখোয়াড়
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩
লেখোয়াড় বলেছেন:
এমন দেশটি কোথাও পাবেনাকো তুমি।
প্রিয় দেশকে খুব ভালবাসি, খুব।
ভাল থাকুন।