নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

How the Universe formed

উপলব্দি প্রকাশ করি নির্ভয়ে

ড. মোস্তাফিজুর রহমান

I love to write. I like to enjoy fact and knowledge.

ড. মোস্তাফিজুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সাভার ট্রাজেডি কি দ্রুত ভুলে যাব?

২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

গত বুধবার ২৪ এপ্রিল সাভারে ঘটে যাওয়া ইতিহাসের নৃশংসতম অধ্যায় গোটা জাতিকে বাকরুদ্ধ করে দিয়েছে। যদিও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথার উপাদান ভালই পেয়েছেন। আওয়ামীলীগের যে হয়েছেটা কি? নেতার সংকট না নেতৃত্বের সংকট। লোকের অভাব পড়ে গেল। রিটায়ারমেন্টের বিবেচনায় এ অচল মালটি চালানোর কি দরকার পড়েছিল আমার বুঝে আসেনা। আজ সোমবার এখন পর্যন্ত ৪০২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৯১ জনের মৃতদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য মৃতদেহগুলো হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। হস্তান্তরের অপেক্ষায় থাকা লাশগুলো সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় রাখা হয়েছে। আহতদের নেওয়া হচ্ছে এনাম মেডিকেলে কলেজ ও হাসপাতালে। এছাড়া কমপক্ষে ২৪৩৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিতদের অধিকাংশ বিকলাঙ্গ। সামনে পড়ে আছে অনিশ্চিত ভবিষ্যত। যন্ত্রণা ও দুস্বপ্ন নিয়ে কাটছে বর্তমান। এ দুস্বপ্ন আজীবন তাদের তাড়িয়ে ফিরবে। আর কয়েকদিন পর মে দিবস। ঠিক এসময়টিতে এ দুর্যোগ শ্রমিকদের চেতনাকে আরো শানিত করবে। অস্থিরতা ছড়িয়ে পড়েছে সারা দেশের পোষাক শিল্পে। তৈরী পোসাক শিল্পের এ বিপর্যয় কাটিয়ে উঠতে যথেষ্ট সময় লাগবে। এর দায় কার? রানা ও রানার বাবা খালেক গ্রেফতার হয়েছে। বিচার কি হয় আমরা দেখব হয়তো। তবে ততদিনে মানুষ সব ভুলে যাবে বা ভুলে যেতে বাধ্য হবে। দেখা যাবে খুব দ্রুত আরেকটি নতুন ইস্যু সৃষ্টি করা হবে। যেমনটি আমরা দেখে আসছি। জাতি হিসেবে এটি অপমানজনক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.