নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাকিফ মোহাম্মদ ওয়াকার সাঈদ

no comment

টাইলার ডারডেন

টাইলার ডারডেন › বিস্তারিত পোস্টঃ

অনেক ভালো লাগার এক মুভি Monsters, Inc.

২০ শে জুলাই, ২০১৩ রাত ২:১৩

Monsters, Inc. ২০০১ সালের একটি অ্যানিমেশন মুভি । মুভিটি প্রযোজনা করেছে পিক্সার এবং ড্রিস্টিবিউট করেছে ডিজনি । মুভিটি পরিচালনা করেছেন পেটে ডক্টর এবং ডেভিড সিল্ভারম্যান ।







কাহিনী : মনসট্রোপলিস একটি শহর । তবে , এটি মানুষদের শহর না । এটি মনস্টারদের শহর । এখানে শুধু মনস্টাররা বাস করে এবং কোনো মানুষের দেখা পাওয়া যাবে না এখানে । শহরের একটি বড় কোম্পানি হলো Monsters, Inc. । এখানে বিভিন্ন রকমের মনস্টাররা ছোট বাচ্চাদের ভয় দেখায় এবং এর মাধ্যমেই মনস্টাররা শক্তি উৎপাদন করে । তাদের বেশ কিছু ভালো এবং অভিজ্ঞ মনস্টার আছে যারা বাচ্চাদের ভয় দেখায় চিৎকার করে এবং শক্তি উৎপাদন করে । এদের মাঝে প্রধান হলো জেমস সুলিভান এবং এক্ষেত্রে তাকে সহযোগিতা করে তার বেস্ট ফ্রেন্ড এবং সহযোগী মাইক ওয়াজায়াক্সি । কিন্তু সবকিছু বদলে যায় যখন সুলিভান বু (BOO) নামের এক ছোট মানবশিশুর দেখা পায় ।



তারপর .....................







মুভিটি প্রায় এক যুগ আগের । পিক্সারের হাত ধরেই অ্যানিমেশন মুভি বদলেছে । পিক্সারের টয় স্টোরি এবং এই মুভিটা আসলেই সময়ের তুলনায় অনেক বেশী ভালোভাবে নির্মিত ।



জেমস সুলিভান চরিত্রে কণ্ঠ প্রদান করেছেন জন গুডম্যান , মাইক ওয়াজায়াক্সি চরিত্রে কণ্ঠ প্রদান করেছেন বিলি ক্রিস্টাল এবং বু চরিত্রে কণ্ঠ প্রদান করেছেন ম্যারি গিবস ।



এইতো কিছুদিন আগে মুভিটির প্রিকুয়েল মুক্তি পেলো । এই মুভিতে সুলিভান এবং ওয়াজায়াক্সির ভার্সিটি লাইফ দেখানো হয়েছে ।



অ্যানিমেশন লাভারদের জন্য মাস্ট ওয়াচ ।



নামঃ Monsters, Inc. (2001)

পরিচালকঃ Pete Docter, David Silverman.

অভিনয়ঃ John Goodman, Billy Crystal, Mary Gibbs



IMDB : http://www.imdb.com/title/tt0198781/



IMDB Rating : 8.0

My Rating : এতো ভালো লাগার মুভি রেটিং করতে পারবো না ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৩০

কালোপরী বলেছেন: এই মুভি দেখে দেখে মুখস্ত করে ফেলছি :D

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০

টাইলার ডারডেন বলেছেন: :)

২| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৭

মহামহোপাধ্যায় বলেছেন: অনেকবার দেখেছি। তবুও দেখতে ভালো লাগে :)

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭

টাইলার ডারডেন বলেছেন: আমারো :)

৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫০

শহুরে আগন্তুক বলেছেন: এটার তো দ্বিতীয় পর্ব বের হয়েছে কয়েকদিন আগে ।

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭

টাইলার ডারডেন বলেছেন: হ্যা

৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৩

শাকিল ১৭০৫ বলেছেন: যত দেখি তত ভালো লাগে :|

১২ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮

টাইলার ডারডেন বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.