নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাকিফ মোহাম্মদ ওয়াকার সাঈদ

no comment

টাইলার ডারডেন

টাইলার ডারডেন › বিস্তারিত পোস্টঃ

স্যাম মেন্ডেজ এর অস্কারজয়ী মুভি 'অ্যামেরিকান বিউটি'

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০০

লেস্টার একজন মধ্যবয়স্ক মানুষ । সাধারণ অফিস ওয়ার্কার । জীবন নিয়ে তার মাঝে আর কোনো আনন্দ নেই । তার স্ত্রী এবং মেয়ে কারো সাথেই তার সম্পর্ক ভালো না । সবার কাছেই সে অবহেলিত । তার এই জীবন বদলে যায় যখন সে তার মেয়ের বান্ধবীর প্রেমে পড়ে ( এইটা অবশ্য একটু অন্যরকম প্রেম ) তার স্ত্রীও তাকে চিট করে অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পরে । এদিকে তার মেয়ে তাদের নতুন প্রতিবেশীর সাথে রিলেশনশিপে জড়ায় এবং লেস্টারের মেয়ের বয়ফ্রেন্ডের বাবা মনে করে তার ছেলের সম্পর্ক লেস্টারের মেয়ের সাথে নয় বরং লেস্টারের সাথে !!!!!



পুরাই প্যাচ লাগানো অবস্থা !!!!







বলছিলাম অস্কারজয়ী পরিচালক স্যাম মেন্ডেজ পরিচালিত অস্কারজয়ী মুভি 'অ্যামেরিকান বিউটি' এর কথা । মুভিটি খুব সাধারণভাবে প্রেজেন্ট করা হয়েছে , কিন্তু দর্শকদের সিটের সাথে কেমনে জানি আঠার মত লাগিয়ে রাখার জন্য যথেষ্ট । মুভিটি ৫টি ক্যাটাগরিতে অস্কার জয় করে । এর মাঝে সেরা মুভি , সেরা পরিচালক এবং সেরা অভিনেতা উল্লেখযোগ্য ।



মুভিতে অভিনয় করেছেন কেভিন স্পেসি , এনেট্টে বেনিং , থোরা বিরচ , মিনা সুভারি এবং অয়েস বেন্টলি । কেভিন স্পেসির অভিনয় নিয়ে কিছুই বলার নেই । এই লোককে প্রত্যেক মুভিতেই নতুন করে আবিষ্কার করি । সাথে বাকী সবাই প্রয়োজনমত ভালো অভিনয় করেছেন । তবে, লেস্টারের মেয়ের চরিত্রে থোরা বিরচ এর কনফিউজড এক্সপ্রেশনগুলার কথা না বললেই নয় ।



নাম >>> American Beauty (1999)

পরিচালক >>> Sam Mendes

অভিনয় >>> Kevin Spacey, Annette Bening, Thora Birch & আরো অনেকে



IMDb >>> http://www.imdb.com/title/tt0169547/



IMDb Rating >>> 8.5

My Rating >>> 9



D.L >>> http://kickass.to/search/american beauty/



অনলাইনে দেখতে চাইলে এখানে ক্লিক করুন >>> Click This Link

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

এম মশিউর বলেছেন: ঢাকা টরেন্ট থেকে নামিয়ে গত কালকেই মুভিটা দেখলাম। মুভিটার শেষ অংশটা খুব ভালো লেগেছে।
এই ছোট্ট জীবনে সবকিছুই এক সময় ফুরিয়ে যাবে, তবে কেন এতো চাওয়া-পাওয়ার জন্য ব্যাকুল হওয়া, কেন প্রতারণার মায়াজালে নিবন্ধ হওয়া।।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

টাইলার ডারডেন বলেছেন: > জীবন < এর ব্যাপারে নতুন করে ভাবনার জন্ম দেয় এই মুভি ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: অন্যতম প্রিয় একখান মুভি। শেষে এসে এত বেশী খারাপ লাগসিল যে বলার মতন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.