![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০০ অথবা তার কাছাকাছি হবে । শুধু বাংলা মুভি দেখতাম তখন । হিন্দি মুভি কী , ঐখানে কারা কারা অভিনয় করে এ ব্যাপারে কোনো আইডিয়াই ছিলো না । শুধু জানতাম শাহরুখ খান বলে একজন নামকরা নায়ক আছে । আমার সবগুলা কাজিন খান সাহেবের সম্ভব ভক্ত তো !!! আমার কাজ ছিলো , প্রতি শুক্রবার বাংলা মুভি দেখা আর ক্রিকেট খেলা দেখা । ESPN , STAR SPORTS এই চ্যানেল ২ টাতে সারাদিন ঘুরাঘুরি করা । হিন্দি চ্যানেল দেখবো , এইরকম দুঃসাহস করতাম না !!!! ফ্যামিলিতে হিন্দি চ্যানেল দেখার ব্যাপারে কড়া নিষেধাজ্ঞা ছিলো । তো হয়েছে কী , একদিন দুপুরে দেখি একজন সুদর্শন লোক খালি গায়ে একটা গীটার নিয়ে গান গাইছে । গানটার টিউন টা খুব ভালো লেগে গেলো এবং সাথে সাথে ঐ লোকটাকেও । লোকটার নাম যে সালমান খান তা তখনও জনাতাম না ।
বলছিলাম পেয়ার কিয়া তো ডারনা কিয়া মুভির কথা । কোন গান , সেটা নিশ্চয়ই সবাই বুঝে ফেলেছেন । গানটা এখনো আমার প্রিয় হিন্দি গান এবং এখনো বিরক্ত লাগে না শুনলে
কাহিনী >>> মুসকান একজন এতিম মেয়ে । তার ফ্যামিলিতে তার বড় ভাই ভিশাল এবং এক চাচু আছে । তার সেই বড় ভাই আবার খুব কঠিন টাইপের একজন মানুষ । মুসকান শহরে পড়তে আসার পর সুরাজ নামক এক জনের প্রেমে পড়ে । কিন্তু , ভিশাল সেই সম্পর্ক মেনে নেয় না । তারপর , সুরাজের চেষ্টা ভিশালের মন জয় করার ।
কাহিনী আজকের দিনে বড়ই হাস্যকর লাগতে পারে । কিন্তু , ৯০ এর দশকে এইরকম রোম্যান্টিক মুভির প্রচলনই ছিলো বেশী । সেজন্যই তো আনাজ আপনা আপনার মত মুভিও চরমভাবে ফ্লপ হতো । যাই হোক , আমার মনে হয় , এই কাহিনীকে কপি করে এর পর বহু ভাষায় বহুবার রিমেক করা হয়েছে , সেটা অফিশিয়াল কিংবা আন-অফিশিয়াল হোক ।
অভিনয়ে ছিলেন সালমান খান , আরবাজ খান , ধরমেন্দ্র এবং কাজল । সেই সময়ের , মানে ৯০ দশকের সালমানের বেশ কিছু ভালো রোম্যান্টিক এবং রোম্যান্টিক–কমেডি মুভি ছিলো । তার গুড লুক এবং স্টাইল এই জনরার জন্য পারফেক্ট ছিলো বটে । তার জন্যই আজও সালমান এতো পপুলার । সেই সময়েই তার যা ফ্যান তৈরি হয়ে গিয়েছিলো এবং আজো তারা আছে ( আমার মতো ) । পরিচালক সোহেল খান । অর্থাৎ , সালমান , আরবাজ , সোহেল তিন ভাই ই এই মুভির সাথে জড়িত । মে বি আরবাজ তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো অভিনয় এই মুভিতেই করেছে ।
মুভির গানগুলা প্রায় প্রতিটাই শ্রুতিমধুর , শুনলে কানের আরাম । মুভিটাও আগের সময়ের দৃষ্টিকোণ থেকে দেখলে ভালো লাগার কথা ।
নাম >>> Pyaar Kiya To Darna Kya (1998)
পরিচালক >>> Sohail Khan
অভিনয় >>> Salman Khan, Kajol, Arbaaz Khan
IMDB Rating >>> 6.6
My Rating >>> 7.0
IMDB >>> http://www.imdb.com/title/tt0173080/
D.L >>> Click This Link
Youtube >>> http://www.youtube.com/watch?v=y8J7dipxuwY
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
টাইলার ডারডেন বলেছেন: হিন্দি মুভি দেখা বাদ দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তো ????
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
ভাঙ্গা হৃদয় বলেছেন: হবে না তবে সমস্যা সমাধানের দিকে আগানো যাবে। আমরাই তো বাংলাদেশ। আমরা যদি সব কিছু বর্জন শুরু করি তাহলে ওরা কোনদিক থেকেই আমাদের আটকাতে পারবে না উল্টো পায়ে ধরে তেল মালিশ করবে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
টাইলার ডারডেন বলেছেন: আপনার কথায় যুক্তি আছে । আমি নিজেও ভারত কিংবা পাকিস্তান , একটাকেও দেখতে পারি না । বিশেষ করে , ভারতীয় চ্যানেলগুলার প্রতি আমারও চরম বিরক্তি আছে । আমি বলছিলাম ১৩ বছর আগের কথা , তখন আমার বয়স ছিলো ৯ , সেই সময়ে আমার নিশ্চয়ই এতো কিছু বুঝবার কথা না এবং একজন মুভি লাভার হিসেবে আমি বাংলার পাশাপাশি অ্যামেরিকান , ব্রিটিশ , কোরিয়ান , ইউরোপীয়ান , ভারতীয় সবই দেখি । আর , রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি নাই । যদি কারো মনে আঘাত করে থাকি , তাহলে দুঃখিত ।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
ভাঙ্গা হৃদয় বলেছেন: বোন ফেলানীর কাহিনীর পরও যদি হুশ না হয় তাহলে নিজের মা বইনরে রেডি রাইখেন হুশ আনার জন্য।