নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাকিফ মোহাম্মদ ওয়াকার সাঈদ

no comment

টাইলার ডারডেন

টাইলার ডারডেন › বিস্তারিত পোস্টঃ

অসাধারণ এক স্যাটায়ার মুভি , ট্রপিক থান্ডার

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ট্রপিক থান্ডার ২০০৮ সালের একটি অ্যামেরিকান অ্যাকশন–কমেডি মুভি । মুভিটি মূলত বেন স্টিলার-ময় এক মুভি । মুভিটির লিড রোলে অভিনয় করেছেন স্টিলার , কাহিনী লিখেছেন স্টিলার , প্রযোজনা করেছেন স্টিলার এবং পরিচালনাও করেছেন স্টিলার । মুভিটিতে আরো অভিনয় করেছেন জ্যাক ব্ল্যাক , রবার্ট ডাউনি জুনিয়র । ছোট্ট একটা ক্যমিও রয়েছে টম ক্রুজ এর ।



কাহিনী : দক্ষিণ-পূর্ব এশিয়ায় এক ফিল্ম ইউনিট আসে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মুভি বানাতে । মুভি বানানো ব্যাহত হয় অভিনেতাদের খামখেয়ালীতে । ফলে পরিচালক বাধ্য হয়ে থাগ স্পিডম্যান (বেন স্টিলার) , জেফ পরটনয় (জ্যাক ব্ল্যাক) , কিরক ল্যাজারুস (রবার্ট ডাউনি জুনিয়র) এবং বাকী অভিনেতাদের জঙ্গলে রেখে আসে তাদের মাঝে সিরিয়াসনেস আনতে এবং মুভি শেষ করতে । জঙ্গলে লুকানো ক্যামেরা থাকে শুটিং এর জন্য । এর মাঝে সত্যিকারের ড্রাগ ডিলাররা তাদের আক্রমণ করে । কিন্তু অভিনেতারা বুঝতে পারে না । শেষ পর্যন্ত ড্রাগ ডিলাররা থাগ স্পিডম্যানকে কিডন্যাপ করে ফেলে । এখন , বাকীদের উদ্ধার করতে হবে থাগকে । কীভাবে করবে অসাধ্য সাধন ???



জানতে হলে দেখুন ট্রপিক থান্ডার







নামঃ Tropic Thunder (2008)

পরিচালকঃ Ben Stiller

অভিনয়ঃ Ben Stiller , Robert Downey Jr. , Jack Black , Jay Baruchel ,



IMDB : http://www.imdb.com/title/tt0942385/

IMDB Rating : 7.0

My Rating : 7.7



Download Link : Click This Link



মুভির প্লট যথেষ্ট ইন্টারেস্টিং । বেন স্টিলার ভালোই কাহিনী লিখেছেন । পরিচালনাও যথেষ্ট ভালো ছিলো এবং অভিনয়ও ভালো করেছেন । জ্যাক ব্ল্যাক মূলত কমেডিয়ান হিসেবে অভিনয় করেছেন এন্ড হি ডিড এ গ্রেইট জব । মুভির অন্যতম প্রধান আকর্ষণ রবার্ট ডাউনির লুক । এখানে ডাউনিকে একজন আফ্রিকান-অ্যামেরিকান ভূমিকায় অভিনয় করতে হয়েছে এবং গেট-আপ দেখে চেনাই যায়নি যে ইনি রবার্ট ডাউনি জুনিয়র । বরাবরের মত ডাউনি ভালো অভিনয় করেছেন । টম ক্রুজ ক্যমিও চরিত্রে থাকলেও মুভির শেষে ক্রুজের নাচটা অত্যন্ত ফানি ছিলো । আর একটুক্ষণের জন্য ক্যামিও রয়েছে টবি ম্যাগুইর এর ।



উইকিপিডিয়া অনুযায়ী বেন স্টিলারের চরিত্রটি সিলভেস্টার স্টালোন , জ্যাক ব্ল্যাকের চরিত্রটি ক্রিস ফারলে এবং রবার্ট ডাউনির চরিত্রটি রাসেল ক্রোর ছায়া অবলম্বনে বানানো হয়েছে ।



মুভিটি ক্রিটিকদের কাছ থেকে পজেটিভ ফিডব্যাক পেয়েছে । রটেনে এর স্কোর ৮৩% , IMDb তে ৭.০ ।



মুভিটা খুব এনজয় করেছি । না দেখা থাকলে দেখে ফেলতে পারেন । সময়টা ভালোই কাটবে আশা করি ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ধন্যবাদ লিংকের জন্য।


মুভিটা দেখে আবার কমেন্ট করতে আসবো।

:) :)

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৪

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: হুম মুভিটা আমার অন্যতম প্রিয়। জ্যাক আর স্টিলারকে এমনিতেই ভালো লাগে। ডাউনিকেও এখানে ভালো লেগেছিল। মজার মুভি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.