নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাকিফ মোহাম্মদ ওয়াকার সাঈদ

no comment

টাইলার ডারডেন

টাইলার ডারডেন › বিস্তারিত পোস্টঃ

অপরিচিত মানুষ হতে সাবধান !!!! হিচকক এর ‘স্ট্রেঞ্জার্স অন এ ট্রেন’

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

আলফ্রেড হিচকক মানেই ক্রাইমের নিত্য নতুন আইডিয়া । হিচকক অত্যন্ত নামী এবং গুণী এক পরিচালক এবং পরিচালনার ক্ষেত্রে তিনি সম্পূর্ণ সফল । তার মেধা নিয়ে প্রশ্ন তোলার কোনোই অবকাশ নেই । কিন্তু , তিনি তার বিভিন্ন মুভিতে যে সব ইউনিক স্টাইলের ক্রাইমের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন তাতে কী মনে হয় না যে তিনি রিয়েল লাইফ ক্রিমিনাল হলেই মে বি আরো ভালো হত !!!!!!







কিছুদিন আগে দেখলাম আলফ্রেড হিচকক এর ‘স্ট্রেঞ্জার্স অন এ ট্রেন’ । ১৯৫১ সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটির জনরা হচ্ছে ক্রাইম সাইকোলজিক্যাল থ্রিলার । ফিল্ম নয়ির এর মাঝেও ফেলা যায় , আইএমডিবি তে তাই লেখা আছে ।



প্যাট্রিসিয়া হাইস্মিথ এর একই নামের বই থেকে মুভিটি বানিয়েছেন দ্য গ্রেট আলফ্রেড হিচকক ।



মুভিটিতে অভিনয় করেছেন ফারলে গ্রেঞ্জার , রুথ রোমান এবং রবার্ট ওয়াকার ( আমার নামের একজন ভালো অভিনেতাকে চিনলামপ ) ।



টেনিস তারকা গাই হেইন্স (ফারলে গ্রেঞ্জার) তার অবিশ্বাসী সহধর্মিণী মিরিয়াম (লাউরা ইলিয়ট) কে ডিভোর্স দিতে চায় । অবশ্য কারণ শুধু এতটুকু নয় , গাই আবার সিনেটরের সুন্দরী মেয়ে এনে মরটন কে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায় । কিন্তু , কী করে সে তার সহধর্মিণীকে ডিভোর্স দিবে তা নিয়ে সে একটু চিন্তিত থাকে । একদিন সে ট্রেনে করে কোথাও যাচ্ছিলো । হঠাত এক অপরিচিত লোক যার নাম ব্রুনো অ্যান্থনি (রবার্ট ওয়াকার) , সে গাইকে প্রস্তাব দেয় যে সে তার সহধর্মিণীকে খুন করে দিবে । কিন্তু , বিনিময়ে ব্রুনোর বাবাকে খুন করতে হবে গাইকে । একী নতুন উপদ্রব !!!!



গাই রাজী হতে চায় না , কিন্তু ব্রুনো কী এতো সহজেই গাইকে ছেড়ে দিবে ভেবেছেন ??? তার মাথায় তো অনেক পরিকল্পনা আছে !!!



গাই এখন কী করবে ??? খুন করবে ব্রুনোর বাবাকে ??? ব্রুনো কী খুন করবে গাইয়ের সহধর্মিণীকে ???



মুভি দেখার আগ্রহ কী তৈরি হয়েছে ??? না হলে আমি অসফল । আর তৈরি হলে দেরী করছেন কেনো ??? মুভি দেখতে বসে যান না !!!



রবার্ট ওয়াকার অসাধারণ অভিনয় করছেন ব্রুনো চরিত্রে । তার চেহারার মাঝেই কেমন যেন সাইকোপ্যাথ ভাব ছিলো বলে মনে হয়েছে আমার । তার চোখের এক্সপ্রেশন গুলা ভালো লেগেছে । মুভির প্রধান চরিত্র ফারলে গ্রেঞ্জারও ভালো করেছেন । তবে , আমার মনে হয় ওয়াকার ছাড়িয়ে গেছেন গ্রেঞ্জারকে ।



মুভিটি AFI's 100 Years... 100 Thrills. এর ৩২ নম্বরে অবস্থান করছে ।



এমন মুভি দেখা বাদ দিবেন ???



নাম >>> Strangers on a Train (1951)

পরিচালক >>> Alfred Hitchcock

অভিনয় >>> Farley Granger, Robert Walker, Ruth Roman



IMDB Rating >>> 8.2

My Rating >>> 9.0



IMDB >>> http://www.imdb.com/title/tt0044079/



Download Link >>> Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.