নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাকিফ মোহাম্মদ ওয়াকার সাঈদ

no comment

টাইলার ডারডেন

টাইলার ডারডেন › বিস্তারিত পোস্টঃ

সুপারভিলেইন বেন সমাচার !!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

বেন কে চিনেন ???



বেন আফ্লেক না , ডিসি কমিক্স এর সুপারভিলেইন বেন !!!



না চেনার অবশ্য কোনো কারণ নেই । যারা ব্যাটম্যান নামক দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় সুপারহিরোর ভক্ত , তার বেন কে না চিনে যাবেন কোথায় ???







তুলনামূলকভাবে অন্যান্য চরিত্রের চেয়ে বেনের জন্ম পরে । ১৯৯৩ সালে প্রথম বেনের সাথে পুরা দুনিয়া পরিচিতি লাভ করে । ১৯৯৩ সালের কমিক্স Batman: Vengeance of Bane #1 (January 1993) এর মাধ্যমে বেনের উৎপত্তি । বেনের জন্মদাতা ৩ জন হচ্ছেন Chuck Dixon, Doug Moench, and Graham Nolan ।



IGN এর ১০০ সেরা কমিক ভিলেনের মাঝে বেনের অবস্থান ৩৪ নম্বরে । বেনকে আরো একটা কারণে স্পেশাল বলা হয় । তিনিই একমাত্র ব্যক্তি যার দ্বারা ব্রুস ওয়েনকে শারীরিকভাবে হেনস্থা করা সম্ভব হয়েছে । ব্রুসকে শারীরিকভাবে এবং মানসিকভাবে আঘাত করার সমৃদ্ধ ইতিহাস আছে বেন সাহেবের ।







উইকিপিডিয়া থেকে প্রাপ্ত বেনের স্পেশালিটি দেখে নিন >>>



• Peak human physical condition

• Venom enhances his physical abilities to superhumanlevels

• Genius-level intellect

• Photographic memory

• Expert tactician, strategist,combatant, and escapologist

• Master of disguise







মুভিতে আমরা এখন পর্যন্ত ২ বার বেনের দেখা পেয়েছি । ১৯৯৭ সালে Batman & Robin মুভিতে এবং ২০১২ সালে নোলানের The Dark Knight Rises মুভিতে । ৯৭ তে বেনের চরিত্রে অভিনয় করেছিলেন রবার্ট সুয়েন্সন এবং ১২ তে টম হারডি । রবার্ট সুয়েন্সন অভিনীত বেন এর ব্যাপারে কিছুই বলার নেই । বেনের মান ইজ্জত সব ডুবাইছে পরিচালক এই মুভিতে । এইখানে বেনকে বুদ্ধিহীন এক শক্তিশালী মানুষ হিসেবে দেখানো হয়েছে । পরিচালক Joel Schumacher রে পাইলে আমি নিজেই ধোলাই দিতাম এই অসম্ভব বাজে মুভি বানানোর জন্য । তুলনামূলকভাবে নোলানের বেন অনেক বেশী বুদ্ধিমান । আমার মনে হয় , এই বেনের অনেক ভক্তও আছে । টমকে যখন বেন চরিত্রে কাস্ট করা হয়েছিলো , অনেকেই মেনে নিতে পারেননি । কিন্তু , অক্লান্ত পরিশ্রম করে টম তার পারফরমেন্স এর মাধ্যমেই এর জবাব দিয়েছেন । ব্যক্তিগতভাবে আমিও বেন এবং টম এর ভক্ত হয়ে গেছি TDKR দেখার মাধ্যমেই ।



ডিসি এর অ্যানিমেশন মুভিগুলাতে অবশ্য বেনকে মাঝে মাঝেই দেখা যায় ।



#tylerdurden

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.