![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিকোল কিডম্যানের মুভি কেনো জানি আগে একটাও দেখা হয় নাই । অনেক আগে থেকেই এই অভিনেত্রীর নাম জানি । কিন্তু , কেনো জানি তার অভিনীত কোনো মুভি দেখা হচ্ছিলো না । অবশেষে 'দ্য আদারস' দেখার মাধ্যমে নিকোলের কোনো মুভি দেখলাম ।
'দ্য আদারস' মুভির ব্যাপারে কিছু বলার আগে হরর জনরার ব্যাপারে কিছু বলে নেই । মুভি জনরার মাঝে আমার সবচেয়ে অপছন্দের জনরা হচ্ছে এটি । তার কারণ , বর্তমানের ম্যাক্সিমাম হরর মুভিতে যে পরিমাণ কাটাকাটি দেখানো হয় কাহিনীর উপর জোর না দিয়ে সেটা আমার তেমন সহ্য হয় না । তবে , ভালো কাহিনী , ভালো পরিচালনা থাকলে এবং সাইকোলজিক্যাল হরর হলে অবশ্য খুব আগ্রহ নিয়েই দেখি । দ্য শাইনিং , দ্য রিং , আইডেনটিটি এর পরে প্রিয় হরর মুভি হিসেবে যুক্ত হলো এই মুভিটি ।
একটি পূরানো বাড়িতে দুই সন্তান নিয়ে বসবাস করেন গ্রেস স্টুয়ারট । তার বাচ্চাদের আবার আরেক রোগ আছে । তারা আলো সহ্য করতে পারে না । তাই , বিশাল বাড়িটি প্রায় সব সময়েই অন্ধকার হয়ে থাকে । গ্রেস এর স্বামী যুদ্ধে গিয়েছেন । গ্রেস এর বাড়িতে নতুন তিনজন কাজের লোক আসে । যাদের আচরণ একটু সন্দেহজনক । এর মাঝে গ্রেসের মেয়ে দাবী করতে থাকে যে সে নাকী এক ছোট্ট বালকের দেখা পেয়েছে । কিন্তু গ্রেস কিংবা বাড়ির অন্য কেউ সেই বালকের দেখা পায় না । গ্রেস ভাবে যে তার মেয়ে মিথ্যা বলছে । এদিকে আসলেই তার বাড়িতে নানান রকমের বিচিত্র এবং অস্বাভাবিক কর্মকাণ্ড ঘটতে থাকে । কাজের লোকদের আচরণও আরো সন্দেহজনক হয়ে যায় । গ্রেসের স্বামীও হঠাত করে ফিরে আসে যুদ্ধ থেকে ।
কী হবে তারপর ?????????????
এই প্রশ্নের উত্তর জানার জন্য মুভি দেখে ফেলুন , যদি এখনো না দেখা থাকে ।
এই মুভি দেখবেন কেনো ? ভয় আছে , রহস্য আছে , থ্রিল আছে , সাইকোলজিক্যালি চাপ বাড়বে যতোই মুভি সামনের দিকে এগুবে । বিখ্যাত ক্রিটিক লিয়াম লেসি এক্কেবারে ছোট্ট করে এই মুভি সম্পর্কে বলেছেন >>> A welcome change of pace from most contemporary scary stories, where the shocks come with all the subtlety of flashers jumping out of park bushes.
পরিচালক এর কাজ আগে দেখিনি । তিনি মূলত স্প্যানিশ মুভি বানান । তবে , এটা যে তার জীবনের অন্যতম সেরা মুভি সেই ব্যাপারে কোন সন্দেহ নেই ।
মুভির সবাই খুব ভালো অভিনয় করেছেন । কিডম্যান এবং মুভিতে তার বাচ্চা হিসেবে দুই পিচ্চি ভালো কাজ করেছেন এবং পরিচারিকা চরিত্রে Fionnula Flanagan ও ভালো অভিনয় করেছেন ।
নাম >>> The Others (2001)
পরিচালক >>> Alejandro Amenábar
অভিনয় >>> Nicole Kidman, Christopher Eccleston, Fionnula Flanagan
IMDB Rating >>> 7.6
My Rating >>> 8.0
IMDB >>> http://www.imdb.com/title/tt0230600/
Download Link >>> Click This Link
Or
http://thepiratebay.sx/torrent/7040502
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৪
টাইলার ডারডেন বলেছেন: ইটস মাই প্লেজার । দেখবেন কিন্তু :প
২| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২১
লিন্কিন পার্ক বলেছেন:
ইউটিউবে ফুল মুভি পাইলাম । রাতে দেখি দেখে ফেলব
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫
টাইলার ডারডেন বলেছেন: ইউটিউবে সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো না । হেডফোন দিয়ে দেইখেন
৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৭
কেএসরথি বলেছেন: যারা এই মুভি এতদিন পড়ে দেখলেন, তাদের নিজ নিজ চোখের পানিতে ডুব দেয়া উচিৎ।
শেষের টুইস্ট টা কেমন লাগল ?
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬
টাইলার ডারডেন বলেছেন: সহমত !!! অস্থির এন্ডিং :প
৪| ৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন: দেখেতে হপে
৫| ০১ লা নভেম্বর, ২০১৩ রাত ৯:১১
প্রোফেসর শঙ্কু বলেছেন: দেখব।
৬| ১৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৬
এম.ডি অভ্র বলেছেন: আজি দেখবো.....
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: দেখতে হবে ।আপনাকে ধন্যবাদ ।