![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকালের সূর্যের আলোটা দুই আঙ্গুলের ফাঁক দিয়ে দেখছিলাম আমি, শীতল বাতাস মনে কাঁপুনি তুলে যাচ্ছে। ডিসিহিলে আসা মানুষ গুলো আমার দিকে বাঁকা চোখে দেখে, আমার মুখ ভর্তি মিষ্টি হাসি। সে আসবে আজ...
বাতাসে রজনীগন্ধার গন্ধ জানিয়ে দিচ্ছে সে এসেছে, আমার চোখ তাকে খুঁজে বেড়ায়...
আমি জানি সে আমায় চমকে দিয়ে আসবে, আমি যখন ভয়ার্ত গলায় বলব, তুমি! সে তখন মুখে হাত দিয়ে মিষ্টি হাসবে, যে হাসিতে দুষ্টুমি খেলে চলে...
আমি রাগ করে মুখ ঘুরিয়ে নিলে সে তার নরম হাতের স্পর্শ দিয়ে তার দিকে আমার মুখ নিয়ে অভিযোগের সুরে বলবে,
"দেখনা তোমার জন্যই আজ হলুদ শাড়িটা পড়েছি, ঠোঁটে কমলা লিপিস্টিক দিয়েছি, কানে ঝুমকো পড়েছি, কপালে ছোট্ট হলুদ টিপ, হাতে ৬জোড়া চুড়ি...
আমি অবাক হয়ে দেখি, বিকালের সূর্যটাও ওর প্রেমে পড়ে যায়, তাইতো নরম আলো ছিটিয়ে ওকে করে তোলে অপ্সরী!
ওর চোখ আমার সর্বস্ব গ্রাস করে, আমি হারিয়ে ফেলি ভাষা...
"১০০১টা বিকেল পেরিয়ে যায়;
আমি তার অপেক্ষায় রয়ে যায়..."
সে আসবে আজ...
শীতের কারণে ঝরে পড়া পাতাগুলো মর্মর করে উঠে। শকুন উড়ে বেড়ায় হৃদয়ের আকাশে...
তাও আমাকে অবাক হতে হই। কারণ মনের কোণে এখনো রয়ে গেছে ভালবাসার স্নিগ্ধ শুভ্র কাঁপন...
মনে হচ্ছে কিছু দিন খারাপ থাকতে চলেছি...
©somewhere in net ltd.