![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১০টায় পৌঁছাইলাম, ফুচকার দোকানে বসে আছেন তিনি। আমি গিয়ে গায়ে হাত দিয়ে দেখি জ্ব্র নেই, এবনরমাল লাগছে না, মিটমিট করে হাসছেন উনি...
-আরে বস বস।
-কি ভাই, আপনার হঠাৎ কি হইসে??? কালকে বিকাল পর্যন্ত বিয়ে করব না বলছিলেন, আজ হঠাৎ কি হইল?
এই ঠান্ডায়ও বিন্দু বিন্দু ঘাম...
-শুরু করি তাহলে, আমি প্রথম নীলার সাথে রিলেশানে জড়ায় ৯ম শ্রেণীতে। আমরা সমবয়সী ছিলাম। প্রথম ৩মাস কোন পাত্তাই দেয়নি সে, অনেক বুঝিয়েছে আমাকে, আমি বুঝিনি। তারপর মেনে নিল সে, দুইবছর পেরিয়ে গেছে, আমাদের সম্পর্ক আর গাঢ় হল, কিন্তু সে কখনো আমাকে আই লাভ ইউ বলে নাই, আমিও মাথা ঘামায় নাই।
-আই লাভ ইউ ছাড়া সম্পর্ক!
-আরে শুন, আমরা ঝামেলাই পড়ে গেলাম, একটা রেস্টুরেন্টে খেতে গিয়ে ধরা পড়লাম ওর বাবার হাতে, মেয়েকে টানতে টানতে নিয়ে গেলেন তিনি...
-তারপর?
একটু নিশ্বাস নিয়ে বললেন,
-ওর একটা বান্ধবী দিয়ে চিরকুট দিয়েছিল, তাতে লেখা, "আমি ভাল আছি, সুযোগ পেলে ফোন দিব, তুমি ঠিকমতো খেয়ে নিও...
নীলা"
পানি গড়িয়ে পড়ছিল উনার চোখ দিয়ে।
সাতদিন নরকবাস করে অবশেষে তার ফোন ওর মার ফোন থেকে। হ্যালো বলেই আমরা দুইজনই কান্না শুরু করে দিয়েছি, তারপর অনেকক্ষণ কথা বললাম, বুঝতে পেরেছিলাম ও ভাল নেই। For her happiness, we both have to sacrifice...
ওকে অনেক অপমান করেছি, সে কিছু বলে নাই, ভিতরে ভিতরে আমি জ্বলেছি, শেষপর্যন্ত ওকে সরাসরি বললাম আমার জীবন থেকে চলে যেতে।
দীর্ঘ ১৯বছর পর আবার দেখা, ও আগের মতোই আছে, ওর বাবাকে ডাক্তারের কাছে নিচ্ছিল, ওর বাবাই আমাকে ডাকল, কিছু কথা হলো, তারপর তারসাথে কথা...
ও বিয়ে করেনি, এটা জানতে পেরেই কাল ওর বাবাকে বলে বিয়ে পাকা করলাম, ও অবশ্য সময় চেয়েছে আমার থেকে...
আমি বললাম,
-যাক শেষ ভাল যার, সব ভাল তার...
দুইজনই হাসছিলাম...
সকালের কথা মনে পড়ছিল,
ভোর ৫.১৩ তে ফোন করে ৩৫ বছর বয়সী এই আবির ভাই-ই বললেন, "আমি কালকে বিয়ে করছি। নিউমার্কেট এসো সব বলব, ঠিক ১০টায়।" আর এখন এই কাহিনী...
উনার ফোন এল, কি কথা বলল আমি শুনি নাই, ফোনটা মাটিতে পড়ে গেলে আমি খেয়াল করি,
-কি হইসে ভাই? ... আরে ভাই কথা বলেন...
উনি বললেন, "নীলা আজ সকালে এক্সিডেন্ট করেছে, বাঁচার চান্স নেই...
মনে মনে বলছিলাম, "শেষ ভাল যার, সব ভাল তার..."
©somewhere in net ltd.