![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকাল থেকে আকাশ ভাঙ্গা বৃষ্টি ; আমি ঘরে থেকে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, ভাবলাম ঘুরে আসি কোথাও, জয়দীপকে কল দিলাম, তিনি মহা ব্যস্ত পড়াশুনা নিয়ে, কি ফিজিক্সের চুল মার্কা সূত্র শুনাতে শুরু করল ফোনেই, আমার টেলিটক সিম বলেই বেচেঁ গেলাম....
যাই হোক গেলাম একটা জায়গায়, ফোমে নেট নাই, বৃষ্টি অনবরত পড়ছে, জয়দীপ আর আমি বসে চারদিক দেখছিলাম...
এমন সময় জয়দীপ বলল, দোস্ত দেখ মেয়েটা বেলী ফুল গাছের নিচে দাড়িঁয়ে আছে, কি রোমান্টিক...
কথাই আছে, "ছেস্রা যেদিকে যাই, ছেস্রামি শুরু হইয়া যায়..." -_-
অবশ্য মনে মনে হাসি আসছিলো, এই বৃষ্টিতে মেয়েটা ওইরকম আচুল গাছের নিচে দাড়িঁয়ে কেন!!! কি অদ্ভুত রোমান্টিকতা... o_O
পাশে ছেস্রা সামলানো যাচ্ছেনা, শালা আচুল, টাকলা নিয়ে যত দুঃখ...
কিছুক্ষণ পর মেয়েটার বান্ধবী এসে বলল, ওই মদন, বৃষ্টিতে গাছের নিচে কি???
ওই মায়া যা বলল, তাতে আমার ভালোই উপকার হলো, জয়দীপ সারা রাস্তা আর কোন কথা বলল না...
মেয়েটা বলল, আরে শখ করে দাঁড়াইসি, শালা টেলিটকের আচুল নেট, চলাতেই পারতেসি না, ওইখানে তাও একটু পাই, আর কোথাও নেই...
জয়দীপকে দেখে মেয়েটা আরো ক্ষেপে গিয়ে বলল, ওই আচুল, পিটবুলের ছোট ভাই, টাকলায়া ছেস্রার মতো কি দেখস???
আর কিছু বললাম না...
#টেলিটক_একটি_আচুলের নেটওয়ার্ক (গত ৩ দিন ধরে...)
কতদিন ধরে তোরে বাশঁ দেই না... মাইন্ড করিস... :3
চুলের সাথে উপযুক্ত শব্দ বসানোর দায়িত্ব আপনাদের... :3
#অন্যমনস্কতাই আমি...
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৫
জয়দীপ বিশ্বাস বলেছেন: কুত্তা এখানেও!!!!