![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেরে যাচ্ছি
হয়তো একদিন অস্তিত্বহীন হয়ে যাবো
সবাই বলবে আমি অসামাজিক
কিন্তু সামাজিক থেকে কি পেলাম?
আজতো ছায়াও আমার প্রতিপক্ষ
যেখানে অস্থিরতা আমার সর্বাঙ্গে
কপাল বলবো না দোষ সব স্বয়ং
হতাশার সাগরে একদিন হারিয়ে যাব
সূর্য উঠবে না আমার নয়নাকাশে
এবং অবশেষে হেরে যাব।।
©somewhere in net ltd.