| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরণদেবী আমার পরম আকাঙ্খিত।
এই দুনিয়ায় যার কেউ না থাকে,
মরণদেবী তাকেও মনে রাখে।
হুট করে এসে, বুকের দরজাটা খুলে,
পরানপাখি নিয়ে নেয় অর্ঘ্য হিসেবে তুলে,
বরফশীতল জড় পদার্থ করে তোলে রীতিমতো।
বারবার দেখি ছুঁয়ে যাচ্ছ আমায়।
দিচ্ছ না পুরোপুরি ধরা।
আজও শেষ মুহূর্তে পালালে কোথায়
কিসের এত তাড়া?
চলে যাওয়ায় কাঁদছি বিরহ ব্যথায়,
কেন আমায় ঘেন্না করা?
পরেরবার জানিয়ে এসো, থাকবো তৈয়ার।
তোমার মরণবাহনে হবোই হবো সওয়ার।
এবারের মতন অপ্রস্তুত অবস্থায় ফাঁক গলিয়ে,
টুপ করে যেয়ো না শেষের আগে পালিয়ে।
নাহয় এসো আমার ঠিক করে দেয়া সময়,
আমিও ঘাপটি মেরে থাকবো নাহয়,
শক্ত করে ধরবো নাহয়,
তোমাতে আমাতে মিলে হবে মহাপ্রলয়।।
২৫ ফেব্রুয়ারি,২০২২
"মরণদেবী"
©মোহাম্মদ আখতারুজ্জামান উচ্ছ্বাস