নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে একটা গেমস আছে ইন্ডিয়ার " তিন পাত্তি " ।
ওইটা খেলতে গেছিলাম। আসলে মেইন উদ্দেশ্য ছিল তাদের খোঁচা মেরে কিছু বলা। মোট ৪ জন ছিল। আমি একাই বাংলাদেশের।
মোটামোটি হিন্দি পারি দেখে কিছু কথা বললাম। নিচে বাংলানুবাদে দিলাম।
আমিঃ আপনারা তো আজ দারুন খেললেন। আইসিসির সহযোগিতায় আজকে বাংলাদেশকে হারায় দিলেন।
মানুষ ১ঃ না। কখনোই আইসিসি আমাদের সাহায্য করেনি। আমরা নিজ যোগ্যতায় জিতেছি।
মানুষ ২ঃ আপনার লজ্জা নাই? এক তো হারেন আবার বলেন আমরা আইসিসির সাহায্য নিছি।
মানুষ ৩ঃ বাংলাদেশের সাথে জিতা এমন কিছুই না। ওরা খালি বড় বড় কথাই কইতে পারে।
তিনটা মানুষের এমন রিপ্লাই পাইয়া আমি হচকচিত।
বের হইয়া গেছি।
পরে আবার আরেকটায় ঢুকলাম। এর মধ্যে আমাকে নিয়ে তিনজন ছিল। আমি কিছু বলার আগে আমাকে একজন বললঃ
মানুষ ১ঃ যা হয়েছে তার জন্য দুঃখিত ব্রো। প্লিজ টেক ইত ইজি।
আমিঃ কি করে ইজিলি নেই? আম্পায়ার এমন করল।
মানুষ ১ঃ বাদ্দেন।
মানুষ ২ঃ আপনারাও ভালো খেলছেন। বাই দা ওয়ে, আপনার প্রো পিক কালো কেন ভাইয়া?
আমিঃ আপনি কি জানেন না অভিজিৎ রায়ের হত্যার ব্যাপারে?
মানুষ ২ঃ মানে কি বলতে চাচ্ছেন? এখনো তার বিচার হয়নি?
আমিঃ ভাই, একসাথে দুই দুঃখ আপাতত। টাকা গুলো আপনি রাখেন আমি যাই।
কি কইতে গেছিলাম আর কি শুনলাম।
এক কষ্টের মধ্যে আরেকটা ঢুকায় দিল।
©somewhere in net ltd.