নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী ।

উল্লাস সাইমুন

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী

উল্লাস সাইমুন › বিস্তারিত পোস্টঃ

ছোট একটি লেখা।

২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

বাঙলাদেশে আম, জাম, কাঁঠাল, লিচু দেশপ্রেম ইত্যাদি সিজনাল জিনিস।



সামুতে সবার প্রোফাইল পিকচার বাংলাদেশের পতাকা করে দিছে।
আর কত এরকম সিজনাল দেশপ্রেম দেখতে হবে?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই সামুরে নিয়া লেইখেননা।
নইলে আমার মতো বাঁশ খাইবেন।
"এখানে আপনাদের বিশাল দুর্বলতা,আর সামুর আছে বিশাল ক্ষমতা"

২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

উল্লাস সাইমুন বলেছেন: বাঁশটা কিরাম একটু কইবেন?

২| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

আমি ময়ূরাক্ষী বলেছেন: অনেকেই এইরকম বলে থাকেন, দেশপ্রেম সিজিনাল, একুশ আসলে, ২৬শে মার্চ আসলে আমরা বাঙ্গালীদের দেশপ্রেম জেগে ওঠে।সারাবছর যে শহীদ মিনারে ছাগল চরে বেড়ায় সেই শহীদ মিনার ঝাড়ামোছা হয় ইত্যাদি ইত্যাদি।

ব্যাপারটা নিয়ে আমিও ভেবেছি। তবে আমার এমনটা মনে হয়না। এ দেশপ্রেম এ ভালোবাসা বা চেতনা আমাদের অন্তরে সদা এবং সর্বদা জ্বাজল্যমান। শুধু বিশেষদিনগুলোতেই সেসব জাগ্রত হয় তেমনটাও নয়। এই দিন গুলি পালনের মধ্য দিয়ে আমাদের চেতনা, দেশপ্রেম প্রকাশিত হয় ও দিবসগুলি পালনের মধ্য দিয়ে প্রতিবছর ইতিহাসের চর্চা, দেশাত্ববোধ বা চেতনা পুনঃ নবায়ন হয় । আমি ঠিক সঠিক বা যথার্থ শব্দটা আনতে পারছিনা আমার অনুভুতির ।

আমার মতামত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি।

৩| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

লিমন আজাদ বলেছেন: নুর ইসলাম রফিক বলেছেন: ভাই সামুরে নিয়া লেইখেননা।
নইলে আমার মতো বাঁশ খাইবেন।

কথা সত্য। ;)

৪| ২৭ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৯

নুর ইসলাম রফিক বলেছেন: আমার কোন পোষ্ট এখন আর নির্বাচিত পোষ্ট হয়না।
জানিনা আর হবে কি না?
ভাই লেখা লেখির মোডটা পুরাই অফ করে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.