নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী ।

উল্লাস সাইমুন

আমি খুবই সাধারণ..আমার লেখালেখি করতে ভালো লাগে তাই এইখানে। :) ফেবুতেও বেশ লেখালেখি হয় । আমার ফেবু আইডি উল্লাস চৌধুরী

উল্লাস সাইমুন › বিস্তারিত পোস্টঃ

চটি লেখক সায়েদ জামিল

২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৩৭

বরাবর,
প্রথম আলো,
কাওরান বাজার, ঢাকা। ( পোস্টাল কোড জানিনা )
আপনাদের থেকে "জীবনানন্দ দাশ" পুরষ্কার দেয়া হয়েছে সায়েদ জামিল নামক এক চটি লেখক কে। যার কবিতা গুচ্ছের নাম "হস্তমৈথুন সমগ্র", "আন্টির সাথে ক্লাইম্যাক্স"। সন্দেহ জাগে আপনাদের যারা এইটা নির্বাচন করেছেন তাদের মাথাস সমস্যা আছে। আপনারা এমন একজনকে এই পুরষ্কার দিয়েছেন যে, জীবনানন্দ দাশ কে বলে "ভালো মালাউন"। একজন এরকম সাপ্রদায়িক মানুষকে এরকম পুরষ্কারে ভূষিত করায় আপনারা যে জীবনানন্দ দাশকে হীন করছেন তাতো সম্পূর্ণ পরিষ্কার। দেখি এখন আপনারা আর কতটা নিচে নামতে পারেন।
ইতি,
প্রথম আলোর সাবেক পাঠক।
উল্লাস চৌধুরী।





একটা কবি কি করে সাম্প্রদায়িক শব্দ মালাউন বলে গালি দিতে পারে?
এতটা নিচু মনমানসিকতাযুক্ত কোন মানুষ হতে পারে?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪৭

হাসান মাহবুব বলেছেন: চটিরাজ সাম্প্রদায়িক সায়েদ জামিলের প্রতি ঘৃণা জানাই।

২| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৪

গ্রহান্তরের বাসিন্দা বলেছেন: আমি তো জানতাম সায়েদ জামিল একজন উচুমানের কবি।

৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০০

উল্লাস সাইমুন বলেছেন: আপনার মাথা কি সমস্যা আছে?
ওনার কবিতার লিংক গুলো দিব? Click This Link

৩| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭

অবাক ভালবাসা বলেছেন: আমাদের দেশে তো বর্তমান, আপনি জানেন যে সত্যিকার মেধাকে মূল্যায়ন করা হয়না । যে চটি লেখে সেতো ওদেরই একজন । জামিলের চটি পরে আমাদের যুব সমাজ অ্যান্টির সাথে ক্লাইম্যাক্স করবে, প্রথম আলো নিউজ লিখবে বাংলাদেশ উন্নত হচ্ছে । মানুষ বই পড়ে দেওলিয়া হচ্ছে, ইত্যাদি ;) আমার মত আমার নিজ স্থান থেকে এদের মত বেহায়া মানুষ এবং সংগঠন কে ঘৃণা করি এবং দুরে থাকি ।

৪| ২৯ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৭

নুর ইসলাম রফিক বলেছেন: ভাই সুত্রগুলি দিয়ে ভালো হতো।

৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০১

উল্লাস সাইমুন বলেছেন: Click This Link

৫| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩১

মাঘের নীল আকাশ বলেছেন: পইড়া দেখেন...
View this link

৬| ৩০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

আরণ্যক রাখাল বলেছেন: ওর সাম্প্রদিয়কতা খুব খারাপ লাগে| কিন্তা কবিতাগুলো ভালোই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.